Monday, April 8, 2013

দেশে ৬ দিনের টানা ছুটি !!!

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারও হরতালের পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের। কিন্তু নেতীবাচক প্রভাবের ভয়ে একবারে তিনদিনের হরতাল কর্মসূচি দেয়া হয়নি। এটা নিশ্চিত, যত শান্তিপূর্ণই হোক না কেন সরকার এই হরতালে বাঁধা দেবেই। আর এ ইস্যুকে কাজে লাগিয়ে বৃহস্পতিবারও হরতাল ডাকা হবে।

বৃহস্পতিবার হরতাল হলে সপ্তাহের বাকি ৩ দিনই বন্ধ থাকেব সব। হরতাল হলেই দেশে এখন চলে স্বঘোষিত ছুটি। এর পর শুক্র-শনিবার সরকারি ছুটি। সব মিলিয়ে ছুটি হবে ৬ দিন। স্বাভাবিক কারণেই বলা যায় ৪ দিনের হরতাল আর ৬ দিনের ছুটির ফাঁদে দেশ।

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা ১৩ এপ্রিল

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পযর্ন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজটজকে এ তথ্য জানান। তিনি বলেন, আন্তঃশিক্ষা বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউকে’র প্রতিনিধি দলের পাইকগাছা পৌরসভার কার্যক্রম পরিদর্শন

পাইকগাছা পৌরসভাস্থ নবলোক পরিষদ পরিচালিত স্বাস্থ্যাভ্যাস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন থেমস্ ওয়াটার ও ওয়াটার এইড ইউকে’র ১০ সদস্য। প্রতিনিধি দলটি রোববার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের পরামানিকপাড়ার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। পরে তারা পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রকল্পের আওতায় নির্মিত স্যানিটেশন ব্যবস্থা পরিদর্শন ও শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এরপর প্রতিনিধি দলটি ৫নং ওয়ার্ডের সরলস্থ আবাসন প্রকল্প এবং সর্বশেষ দুপুরে পৌর বাজারের বিভিন্ন হোটেল রেস্তোরা ও গণশৌচাগার পরিদর্শন করেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন, থেমস্ ওয়াটার ও ওয়াটার এইড ইউকে’র জেনি ফারিন, ক্লাইভ ডেকনেস, রিবিকা জেসন, টমরয়, বার্ড উইলিয়ামস, চার্জ বেরী, হারিদ ডিবেন, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম, কলিমুল্লাহ কলি ও সাজেদা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সুরাইয়া বানু, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ডেভিট মিস্ত্রী, ময়নুদ্দীন শেখ, সুমন হাসান খান ও মোস্তফা কামাল।




পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও বেসরকারী উন্নয়ন সংস্থা প্রিং বাংলাদেশ, সাস, ব্র্যাক ও সুশীলনের সহযোগিতায় রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবুল ফজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।


পাইকগাছায় ওয়াটসন কমিটির সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ব্র্যাক ওয়াশ কর্মসূচী প্রকল্পের উদ্যোগে পৌরসভা ওয়াটসন কমিটির এক সভা রোববার দুপুরে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, শেখ আনিছুর রহমান মুক্ত, ইদ্রিস আলী, কাজী নেয়ামুল হুদা কামাল, সেলিম নেওয়াজ, আসমা আহমেদ, কবিতা রাণী দাশ ও জাহানারা বেগম, পৌর প্রকৌশলী কামরুল আকতার, ইমদাদুল হক, উদয় শংকর রায়, রফিকুল ইসলাম, কবিতা রাণী গাইন, বিকাশ চন্দ্র, হেমেন্দ্রনাথ গাইন, ব্র্যাক ওয়াশ কর্মসূচী প্রকল্পের রাজীব কুমার মন্ডল, রফিকুল ইসলাম, নাসরিন আক্তার ও রেশমা।