Thursday, July 17, 2014

ইফতার পার্টি ২০১৪ (পাইকগাছা সমিতি, ঢাকা)

১৭ জুলাই (১৮ই রমজান) বৃহস্পতিবার 'পাইকগাছা সমিতি, ঢাকা' এর উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়।






পাইকগাছায় ঈদকে সামনে রেখে তৎপর পকেটমার ও ছিনতাইকারীরা

লক্ষ্য বিপনী বিতান ও ব্যাংক প্রতিষ্ঠান


পাইকগাছায় ঈদকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে পকেটমার ও ছিনতাইকারীরা। এসব পকেটমার ও ছিনতাইকারীরা নিরাপদ লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন বিপনী বিতান’সহ ব্যাংক প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে বুধবার সোনালী ব্যাংক থেকে এক ব্যক্তির ২০ হাজার টাকা ছিনতাইয়ের পর নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন ব্যাংকের সাধারণ গ্রাহকরা। ঈদ উপলক্ষ্যে ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

সূত্রমতে, উপজেলা সদরের প্রধান সড়কে রয়েছে রূপালী, সোনালী, ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংক। দলিল লেখক সমিতি ভবনের উপর রয়েছে কৃষি ব্যাংক এবং পূর্ব ওয়াপদা রোডে রয়েছে জনতা ব্যাংক।

এদিকে ঈদকে সামনে রেখে এলাকায় তৎপর হয়ে উঠেছে পকেটমার ও ছিনতাইকারীরা। ঈদে এসব ব্যাংক প্রতিষ্ঠানগুলো বাড়তি কোন নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় ছিনতাইয়ের নিরাপদ স্থান হিসেবে পকেটেমার ও ছিনতাইকারীরা বেছে নিয়েছে ব্যাংক প্রতিষ্ঠানগুলো।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহজাহান আলী (৬০) নামের এক ব্যক্তি সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ৪/৫ জন ছিনতাইকারী ব্যাংকের ভিতর থেকে শাহজাহান আলীর উত্তোলনকৃত ২০ হাজার টাকা ছিনতাই করে নির্বিঘ্নে পালিয়ে গেলেও তাদেরকে আটক করা যায়নি।

তবে ছিনতাইয়ের দৃশ্যগুলো ব্যাংকে স্থাপনকৃত ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণকৃত রয়েছে। এ ঘটনার পর সাধারণ গ্রাহকদের মধ্যে ভীতি কাজ করায় ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ব্যবসায়ী কুদরত-ই-খোদা খোকন জানান, ঈদ উপলক্ষ্যে ব্যাংকের নিজস্ব নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশের তৎপর থাকা উচিত। ব্যাংক প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান সমূহে পুলিশের টহল বৃদ্ধি করা উচিত বলে জানান প্রভাষক ময়নুল ইসলাম।

ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আজগর আলী জানান, ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপনের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তায় একজনের স্থলে দু’জনকে স্থলাষিভিক্ত করা হয়েছে।

ওসি সিকদার আককাছ আলি জানান, সোনালী ব্যাংকের ঘটনার সাথে পকেটমাররা জড়িত থাকতে পারে। ৪/৫জন পকেটমার কিছু টাকা ফ্লোরে ছুড়ে ফেলে দিলে এটাকা শাহজাহান আলী নামে এক ব্যক্তি তুলতে গেলে এ সুযোগে তার পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে পকেটমাররা পালিয়ে যায়। ভিডিও ফুটেজ দেখে পকেটমারদের সনাক্ত করার কাজ এগিয়ে চলছে বলে তিনি জানান।

পাইকগাছায় ব্র্যাকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ব্র্যাক এরিয়া অফিসের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ব্র্যাক কেন্দ্রে এরিয়া ব্যবস্থাপক জসীম উদ্দীনের সভাপতিত্বে ইফতারপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, কাউন্সিলর তৈয়েবুর রহমান, এস.আই বিশ্বজিত।

বক্তব্য রাখেন, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক প্রগতি, সিনিয়র ম্যানেজার শাহীন আলম, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর ও ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পাইকগাছায় লতার ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণ রায়কে সভাপতি ও রমাকান্ত বিশ্বাসকে সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট লতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে ৯ জনকে উপদেষ্টা পরিষদে রেখে এ কমিটি গঠন করা হয়।

কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে সুকুমার হালদার, উত্তম বিশ্বাস, বিপুল বিশ্বাস, সহ-সম্পাদক বিশ্বজিৎ সরকার, কোষাধ্যক্ষ তুষার কান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক তপন সরদার, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, মহিলা সম্পদিকা বনশ্রী হালদার, সদস্য যথাক্রমে-বিজয় সরকার, বিধান মন্ডল, দেবব্রত শীল, সনজিৎ মন্ডল, অসিম সরকার, সুভংকর মুনি, আসাদুল সরদার, চিত্তরঞ্জন বাছাড়, মৃনাল বিশ্বাস, নূর ইসলাম গাইন, স্বপন সরদার, রবেন্দ্রনাথ হালদার, সঞ্জয় হালদার, প্রশান্ত সরকার, মৃনাল হালদার।

ইফতার বাজার (পাইকগাছা পৌর বাজার)


একটি বিশেষ ঘোষণা ::

আগামী ১৮ই জুলাই (১৯শে রমজান) শুক্রবার কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দের উদ্যোগে ইফতার পার্টি এবং ঈদ পূর্বপূনর্মিলনী-২০১৪ এর আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত।

স্থান :: চায়না চিকেন রেস্টুরেন্ট, কাটাবন মোড়, এলিফ্যান্ট রোড, ঢাকা।

যোগাযোগ :: ০১৯১২-৪৫০০৫২ / ০১৬১২-৪৫০০৫২

BANGLADESH এর অর্থ কি?

BANGLADESH এর অর্থ ::

B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত)
N=Noteworthy (স্মরণীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable (প্রশংসিত)
D=Democratic (গণতান্ত্রিক)
E=Evergreen (চিরসবুজ)
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)

"BANGLADESH" এর অর্থ হল :: 'রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি, প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র বাসভূমি'

"বাংলাদেশ" তোমায় অনেক ভালবাসি !

পাইকগাছায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পাইকগাছা থানা পুলিশ ফারুক গাজী (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। ফারুকের বাড়ি উপজেলার দেবদুয়ার গ্রামে। তার পিতার নাম ইদু গাজী।

পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ জেলায় প্রতারণা মামলায় ফারুকের দুই বছরের সাজা হয়। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রামের বাড়ি থেকে থানার এস.আই বিশ্বজিত তাকে গ্রেফতার করেন। গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পৌরসভার মধ্যেই পাইকগাছা-আঠারমাইল সড়কের বেহাল দশা

লোনাপানি কেন্দ্রের সামনে থেকে তোলা। (১৭ জুলাই সকাল ৯টা)



পাইকগাছা এখন মাদকের স্বর্গ রাজ্য !

রাঘোব বোয়াল ধরারা ছোঁয়ার বাইরে, চুনোপুঁটি ধরে তৃপ্তির ঢেকুর তুলছে প্রশাসন !


পাইকগাছায় মাদক গ্রাস করছে উঠতি বয়সের যুবকদের, বাড়ছে ইভটিজিংসহ নানা অপরাধ। পাইকগাছায় প্রতিনিয়ত ভারত থেকে সীমান্ত পথে চোরাইভাবে আসছে মাদক দ্রব্য। ধ্বংসের দারপ্রান্তে চলে যাচ্ছে যুব সমাজ। কলুষিত হচ্ছে সমাজ, নির্যাতিত হচ্ছে গৃহবধুরা, ইভটিজিংয়ের শিকার হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা। 


পুলিশ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কতিপয় জনপ্রতিনিধিরা এ সকল মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দরগাহপুর এবং বড়দল হয়ে চাঁদখালী ইউনিয়নের কিছু এলাকা দিয়ে এই মাদকদ্রব্য প্রবেশ করছে পাইকগাছায়। এছাড়াও বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন চোরাই পথে বাধাহীনভাবে আসছে কোটি কোটি টাকার মাদকদ্রব্য।

বর্ডার গার্ড ও পুলিশ প্রশাসনের নাকের ডগায় এক শ্রেনীর উঠতি বয়সের যুবক-যুবতীরা বিভিন্ন কৌশলের মাধ্যমে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এ সকল মাদক ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসৎ অফিসারের সাথে মাসিক চুক্তি থাকায় মাদক ব্যবসায়ীরা বহাল তবিয়তে তাদের ব্যবসা পরিচালনা করছে।

মদ, গাজা, ফেন্সিডিল, আফিন, হেরোইন, ইয়াবা’সহ নেশা জাতীয় সকল দ্রব্য চোরাই পথে নিয়ে আসার জন্য প্রাইভেটকার, মাইক্রোবাস, মটরসাইকেল, নছিমন, করিমন, আলমসাধু, বাইসাইকেল এমনকি এ্যাম্বুলেন্স ও ব্যবহার করা হয়ে থাকে। বর্ডার থেকে চোরাই পথে সাতক্ষীরার ভিতরের রাস্তা দিয়ে দরগাহপুরের মধ্যে দিয়ে প্রধানত এই মাদক ঢুকে থাকে এলাকায়। এখান থেকে কৌশলে এ সকল মাদক দ্রব্য স্থল ও নদী পথে দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ হয়ে থাকে।

উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসদরের বিভিন্ন স্থানে মাদক সেবন, মাদক বিক্রয় হচ্ছে হরহামেশায়। বিশেষ করে উপজেলার বাঁকা, কাটিপাড়া, কাটাখালী, মাটামের গেট, শিববাটি ব্রীজ, বোয়ালিয়া খেয়াঘাট সংলগ্ন স্থান, সরল, বাান্দিকাটি, কপিলমুনি বাজারসহ পার্শ্ববর্তী কিছু এলাকা, গদাইপুর, চাঁদখালী বাজার‘সহ পার্শ্ববর্তী এলাকা, সোলাদানা খেয়াঘাট সংলগ্ন এলাকা, পৌরসভার ৫নং ওয়ার্ডের কিছু স্থান, ৬নং ওয়ার্ডের কিছু স্থান, পৌর বাজারের বিভিন্ন পয়েন্টসহ এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবনসহ হরহামেশায় বিক্রি করে যাচ্ছে।

বিভিন্ন গ্রামের শতাধিক যুবক তালিকাভুক্ত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ সকল মাদক ব্যবসায়ীরা স্ব-স্ব এলাকার যুবকদের ম্যানেজ করে তাদের মাধ্যমে গ্রামাঞ্চলে মাদক ব্যবসা ছড়িয়ে দিচ্ছে। নেশার টাকা জোগাড় করতে না পারায় এ সমস্ত মাদক সেবিরা বাধ্য হয়ে চুরি, ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে।

এ সব মাদক ব্যবসায়ী, সেবনকারী ও তদের সাথে জড়িত প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

উল্লেখ্য, গত ২ মাস যাবৎ প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে জেলা ও জরিমানা আদায় করলেও বন্ধ করা যাচ্ছে না মাদক রুটগুলো।

এ ব্যাপারে ওসি (তদন্ত) শ্যামলাল নাথ বলেন, ইতোমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা এবং সেবন ও বিক্রয়কারিদের আইনের আওতায় এনে শাস্তি ও জরিমানা করা হয়েছে।

ওসি সিকদার আককাস আলী বলেন, মাদক সেবন ও বিক্রয়কারীদের কঠোর হস্তে দমনসহ আইনের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে। আমাদের কোন অফিসার যদি এই মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাকে অব্যশই আইনের আওতায় আনা হবে। ফাঁড়িগুলোকে এই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রতিনিয়ত অভিযান অব্যহত থাকবে।

প্রবল জোয়ারের পানিতে পাইকগাছা পৌর এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

পূর্ণিমার প্রভাবে নদীর জোয়ারের পানি উপচে পড়ে ও বৃষ্টির পানিতে পৌর এলাকাসহ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন পোল্ডারের প্রায় চার কিলোমিটার ওয়াপদা বেড়িবাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। 


জানা গেছে, পূর্ণিমার প্রভাবে নদ-নদীতে গত ৪/৫ দিন যাবৎ জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পাইকগাছা পৌর সদরসহ উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। নদীতে জোয়ারের সময় পৌর শহরের গাঘেষা শিবসা নদীর পানিতে তলিয়ে যাচ্ছে বাজার এলাকা। ফলে পৌর বাজারের ক্রেতা-বিক্রেতারা রয়েছেন সীমাহীন দুর্ভোগের মধ্যে।

এদিকে সামান্য বৃষ্টিতেই পৌর শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পৌর এলাকার পানি নিষ্কাশনের পথ সরকারি খাস খালগুলিতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পৌরসভার ৪, ৫, ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডস্থ বাতিখালী, সরল ও শিববাটী এলাকা প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়।

শুধু বাঁধ দিয়ে মাছ চাষ নয়, সরকারি খাস খালগুলি জবরদখল করে বসতবাড়িও নির্মান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভারী বৃষ্টি শুরু হওয়ার আগেই এসব খাস খালগুলি দখল মুক্ত করার ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসী।

এদিকে উপজেলার লতা ইউনিয়নের পুতুলখালী গ্রামের গুনোখালী নদীর ভেঙ্গে যাওয়া ওয়াপদা ভেড়িবাঁধ স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে বলে জানা গেছে।

সূত্রমতে, ১০/১২ পোল্ডারস্থ উপজেলার গড়ুইখালী ইউনিয়নের কুমখালী, হড্ডা, লস্কর ইউনিয়নের আলমতলা ও বাইনতলা, ২৩নং পোল্ডারস্থ সোলাদানা ইউনিয়নের আমুরকাটা ও সোনাখালী এবং ১৬নং পোল্ডারস্থ গদাইপুর ইউনিয়নের হিতামপুর এলাকার প্রায় ৪ কিলোমিটার ওয়াপদা ভেড়িবাঁধ মারত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ সকল ভেড়িবাঁধ মেরামতের ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা শহিদুল্লাহ মজুমদার উপজেলার অভ্যন্তরীণ প্রায় ৪ কিলোমিটার ওয়াপদা ভেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে শিকার করে সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় এখনই মেরামত বা সংস্কার করা সম্ভব হচ্ছেনা।

পাইকগাছায় তক্ষক সাপ'সহ আটক ১

পাইকগাছা থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে একটি তক্ষক সাপ'সহ একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার দিনগত রাত সোয়া ৮টার দিকে উপজেলার রাড়ূলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে তক্ষক সাপটি উদ্ধার করা হয়। এ সময় ওই গ্রামের মৃত গাজী খাঁ’র পুত্র মোঃ মোজাম খাঁ (৪৫) কে আটক করা হয়েছে।



মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বিশ্বজিত বলেন, উদ্ধারকৃত তক্ষক সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

পাইকগাছায় কপিলমুনি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের নিয়োগ বাতিলের দাবি

পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর-আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের নিয়োগ পরীক্ষা বাতিল, তথ্য গোপন ও নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ্যের বিরুদ্ধে সরকারি নীতি ভঙ্গের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর অভিযোগ করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার কপিলমুনিস্থ ঐতিহ্যবাহী জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের শূন্য পদে গত ৬ জুলাই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ ৩৬৪৩৮২ নং ইনডেক্সধারী শিক্ষক মোঃ আব্দুস সাত্তারকে নিয়োগ প্রদান করেন। অভিযোগ উঠেছে শিক্ষক আব্দুস সাত্তার বিধিমোতাবেক অধ্যক্ষ পদে আবেদন করার অযোগ্য। বর্তমান সরকারের জারি করা জনবল কাঠামোর পরিশিষ্ট ১১(২)‘ঘ’ তে বর্ণিত অভিজ্ঞতা তার নেই।

উল্লেখিত পদের জন্য ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন অথচ নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার ০১/০৩/১৯৯৯ তারিখে মাদ্রাসায় যোগদান থেকে ০১/০৫/২০১৩ তারিখে উক্ত পদে বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত তার ১৫ বছরের শিক্ষাগত অভিজ্ঞতা পরিপূর্ণ হয়নি। যে কারনে বর্তমান সরকারের সময়ে জারি করা ২০১০ এর জনবল কাঠামো নীতিমালার ১১(২) অনুচ্ছেদের বর্ণনামতে তিনি নিয়োগ পেতে পারেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে নিয়োগ দেয়ার পর কপিলমুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বজলু উক্ত পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর আবেদন করেছেন। অপরদিকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা হতে পারে বলে অপর একটি সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, ফাজিল মাদ্রাসাগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নীতি অনুসরণ করে থাকে। সে আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নিয়োগ বৈধ বলে তিনি জানান।

কয়রায় হরিনের মাংস’সহ আটক ২

কয়রায় হরিনের মাংস’সহ দুই চোরা শিকারীকে বনবিভাগের লোকেরা গ্রেপ্তার করেছে। সোমবার রাত ৯টার দিকে খুলনা রেঞ্জের হায়াত খালী টহল ফাঁড়ীর স্টাফ ১৫ কেজি হরিনের মাংস ও একটি হরিনের মাথাসহ দুই চোরা শিকারীকে আটক করেছে।

আটককৃতরা চৌকুনী গ্রামের করিম গাজীর ছেলে মহাসিন গাজি ও শহর আলী গাজীর ছেলে সাহাবুদ্দিন গাজী। গত কয়েক দিন থেকে নদীতে অস্বাভাবিক ভাবে জোয়ারের পানি বৃ্দ্ধি পাওয়ার কারনে সুন্দরবন সংলগ্ন এলাকার সূযোগ সন্ধানী চোরা শিকারীরা বনের ভেতর ঢুকে হরিন শিকার করে লোকালয়ে মাংস এনে বিক্রি করে।

চোরা শিকারী দুই জনকে আজ বেলা ১০টার সময় কয়রা জুডিসিয়া ম্যাজিস্টেট কোটে হাজির করলে, আদালত আসামীদের জেলহাজতে প্রেরন করেন।