Monday, September 23, 2013

ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পাইকগাছাবাসী

পাইকগাছায় সরকারের শেষ সময়ে ঘন ঘন লোডশেডিং এর কবলে পড়েছে এলাকাবাসী। গত কয়েকদিন যাবৎ এ পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। সরবরাহ কম থাকায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবী করেছে।

জানা যায়, গত কয়েকদিন যাবৎ ঘন ঘন লোডশেডিং এর কারনে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার গ্রাহকরা। বিরুপ প্রভাব পড়েছে ব্যবসা-বানিজ্যে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আইস ফ্যাক্টরিগুলো। বরফ সংকটের কারনে গত কয়েকদিন বিপাকে রয়েছেন চিংড়ী চাষী ও ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে ছেলেমেয়েদের লেখাপড়া। সবচেয়ে চরম বিপাকে রয়েছেন মিডিয়াকর্মীরা।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের সদ্য যোগদানকৃত ডিজিএম মোঃ মঞ্জুরুল আলম জানান, গত কয়েকদিন যাবৎ বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকায় চাহিদার তুলনায় ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ রয়েছে বলে তিনি জানান। খুব দ্রুত সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে এ প্রতিনিধিকে তিনি আশ্বস্ত করেন।

পাইকগাছায় জামায়াতের দু’নেতা আটক

পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে বাস ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জামায়াত নেতাকে আটক করেছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ২টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী নগর শ্রীরামপুর গ্রামের ওয়াজেদ হাজরার পুত্র এইচ,এম, আবুল কাশেম ও সোলাদানা ইউনিয়ন সেক্রেটারী ভিলেজ পাইকগাছা গ্রামের তরিক বিশ্বাসের পুত্র মিজানুর রহমানকে আটক করে।

আটক দু’নেতাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা বাস ভাংচুরের ঘটনায় জড়িত ছিল বলে ওসি এম. মশিউর রহমান জানান।

পাইকগাছায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান শীর্ষক সভা

পাইকগাছায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান শীর্ষক এক সভা সোমবার সকালে উপজেলার লতা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান কাজলকান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত)এসএম শহীদুল্লাহ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য অসীম রায়, দেবাশীষ রায়, বীরেন্দ্র নাথ মন্ডল, জগদীশ মন্ডল, স্বপন মন্ডল, অনাথ বন্ধু মন্ডল, প্রকাশ বিশ্বাস, সঞ্জয় রায়, মিনা রাণী মন্ডল, লক্ষ্মীরাণী গোলদার, শিক্ষক সূর্যকান্ত সরকার, কালিদাশ রায়, তপন রায়, ইব্রাহিম গাজী ও তপন মন্ডল।

পাইকগাছায় সড়ক সংস্কারের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন

পাইকগাছায় দারুনমল্লিক-ফুলবাড়ী সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দেলুটি নাগরিক কমিটির উদ্যোগে সোমবার বিকালে দারুনমল্লিক বাজারে ইউপি সদস্য জহিরউদ্দিন শেখের সভাপতিত্বে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।