Thursday, April 11, 2013

১৯ এপ্রিলের পদার্থ বিজ্ঞান (১ম) পরীক্ষা পেছানোর দাবি

▣ জাতির কাছে প্রশ্ন, “কোন অপদার্থ এই পদার্থ বিজ্ঞানের রুটিন করেছে ???”

চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা। এইচএসসিতে ১৯ এপ্রিল পদার্থ বিদ্যা প্রথম পত্রের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু আগামী ১৮ এপ্রিল পরীক্ষা থাকার কারণে অনেক পরীক্ষার্থী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কঠিন পাঠ্য বিষয়গুলোতে প্রস্তুতি নেওয়ার জন্য সময় না দেওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাই পরীক্ষার্থীরা এ পরীক্ষা মে মাসে নেয়ার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদেশে সকাল সন্ধা হরতালের কারণে বিজ্ঞান বিভাগের পদার্থ বিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পিছিয়ে ১৯ এপ্রিল নতুন তারিখ ঘোষণা করে আন্ত:বোর্ড কর্তৃপক্ষ। এদিকে পরীক্ষার মাঝে হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোর কাছে দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা।

শনিবার খুলনা জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াত

শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসাইনের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত সারাদেশব্যাপী হরতাল চলাকালীন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং চলাকালে পুলিশের গুলি বর্ষনে মুনসুর আলী নামে এক জামায়াত কর্মী নিহত হওয়ার প্রতিবাদে খুলনা মহানগরী ও জেলা জামায়াত তিন দিনের কর্মসূচী ঘোষনা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিক্ষোভ, শুক্রবার দোয়া দিবস এবং শনিবার খুলনা মহানগরী ও জেলায় অর্ধদিবস হরতাল। এইচ.এস.সি ও সমমান পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে কৃষিব্যাংকের হালখাতা অনুষ্ঠিত

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কৃষিব্যাংকের হালখাতা। হালখাতা উপলক্ষ্যে ব্যাংকভবনে সকাল থেকেই গ্রাহকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সুত্রমতে- কৃষিব্যাংক পাইকগাছা শাখা কর্তৃপক্ষ ১ জুলাই ‘১২ হতে ৩০ জুন ‘১৩ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৩ কোটি ১৪ লাখ টাকা বকেয়া ঋণ আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতোমধ্যে ৬ কোটি ৯ লাখ টাকা আদায় হলেও অবশিষ্ট বকেয়া ঋণ আদায়ে প্রতিবছরের ন্যয় চলতি বছর ১১ এপ্রিল বৃহস্পতিবার হালখাতার দিন ধার্য্য করে।

হালখাতার পূর্বে ১ হাজার গ্রাহককে দাওয়াত পত্র প্রদান করা হয়। যার প্রেক্ষিতে সকাল ১০ টা হতে ব্যাংক ভবনে ছিল গ্রাহকদের উপচে পড়া ভীড়। সর্বোচ্চ ঋণ খেলাপি ৩০ লাখ হলেও অধিকাংশ গ্রাহক ক্ষুদ্র এবং মাঝারি।

গ্রাহক আফজাল হোসেন জানান তার কাছে বকেয়া পাওনা ছিল ৩৩ হাজার টাকা তিনি সম্পূর্ণ টাকা হালখাতায় অংশগ্রহনের মাধ্যমে পরিশোধ করেছেন। ব্যাবস্থাপক মোঃ আনারুল ইসলাম জানান, প্রতিবছরের ন্যয় এবছরও গ্রাহকদের উপস্থিতি সন্তোষজনক।

এ ধরনের উদ্যোগ হাজার বছরের বাঙালীর ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সাধারণ গ্রাহকদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের সু-সম্পর্ক সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুস সাত্তার, মাঠ কর্মকর্তা গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার, আমির আলী, কানাই লাল দাশ, পরিদর্শক শাহাজান আলী ও আল্পনা।


পাইকগাছায় হেফাজতে ইসলামের কমিটি গঠন

পাইকগাছায় মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে আমির ও মাওঃ আমিনুর ইসলাম সিরাজীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম পাইকগাছা উপজেলা কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বাসস্ট্যান্ড জামে মসজিদে বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব ও পৌর ইমাম পরিষদের সেক্রেটারী মাওঃ সোলাইমান হোসাইন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে সভাপতি ও দরগাহপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ আমিনুর ইসলাম সিরাজীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন মুফতি বজলুর রহমান, মাওঃ রইসুল ইসলাম, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ আবু সাদেক। এসময় উপস্থিত ছিলেন-মুফতি আব্দুল মালেক, মাওঃ আব্দুল হান্নান, আব্দুল খায়ের, শফিকুল ইসলাম নিজামী, হাফেজ হেলাল উদ্দিন, মাষ্টার আব্দুর রশিদ। সভায় শুক্রবার জুম্মাবাদ বিক্ষোভ কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।


পাইকগাছায় হরতাল সমর্থনে শিবিরের মহাসড়ক অবরোধ

শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে হরতাল সমর্থনে শিবির কর্মীরা গাছের গুড়ি, ইট ও টায়ার জ্বালীয়ে খুলনা-পাইকগাছা মহাসড়ক অবরোধ করে। পিকেটাররা সরল বাজার, আসিফ তেল পাম্প, মানিকতলা বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালীয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ দিকে হরতাল চলাকালে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। দূর পাল্লার কোন যানবহন চলাচল করতে দেখা না গেলেও বেশ কিছু নসিমন, ভ্যান, ইজি বাইক চলাচল করতে দেখা যায়।


সাংবাদিক গৌরঙ্গ নন্দীকে হত্যার প্রচেষ্টায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

দৈনিক কালের কণ্ঠের খূলনা বুরো প্রধান গৌরঙ্গ নন্দীকে হত্যার প্রচেষ্টায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রেসক্লাব পাইকগাছা। সম্প্রতি দুই দূর্বিত্ত কালের কণ্ঠ খুলনা বুরো অফিসে এসে সাংবাদিক গৌরঙ্গ নন্দীকে জোরপূর্বক ক্ষতিকর ঔষধ খাওয়ায়ে মুখ বেধে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করলেও পুরোপুরি সুস্থ্য হননি। বিবৃতি দাতারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

পাইকগাছায় হরতালে ট্রাক ভাংচুর, আহত ১

পাইকগাছায় হরতাল চলাকালে পিকেটিং করার সময় শিবিরের নেতাকর্মীরা ইট, পাটকেল ছুড়ে বরফ বোঝাই একটি ট্রাক ভাংচুর করেছে। এসময় ট্রাকের ভিতরে থাকা নজরুল ইসলাম নামের এক বরফ ব্যবসায়ী আহত হয়েছে। আহতকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে শিবিরের কয়েকজন নেতাকর্মী পৌরসভাস্থ তেলের পাম্প নামক স্থানে পিকেটিং করছিল। এসময় বরফ বোঝাই দু’টি ট্রাক খুলনা থেকে আসার সময় ঘটনাস্থলে পৌছানো মাত্র পিকেটাররা ট্রাককে লক্ষ্য করে ইট, পাটকেল ছুড়লে ফকিরহাটের আলহাজ্ব আব্দুল জব্বারের লীজা ট্রান্সপোর্ট খুলনা মেট্রো-ট-১১-০৩৮০ নং ট্রাকের সামনের গ্লাসটি সম্পূর্ণ ভেঙ্গে যায়।

এসময় ট্রাকের ভিতরে বসে থাকা বরফ ব্যবসায়ী নজরুল ইসলাম ভাংচুরকৃত গ্লাস ও ইটের আঘাতে মারাত্মক আহত হয়। অপরদিকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আমজাদ শেখের খুলনা মেট্রো-১১-০৯৮৯ নং ট্রাকটির সামনের গ্লাসে আঘাত করলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এসময় স্থানীয় জনতা আহত বরফ ব্যবসায়ীকে উদ্ধার করে পাশ্ববর্তী শাপলা ক্লিনিকে ভর্তি করে। এ ব্যাপারে ট্রাকের চালক মোঃ জাবেদ জানান ট্রাকটি ঘটনাস্থলে পৌছালে পিকেটাররা বাধা দিলে রাস্তার পাশেই পাকিং করার সাথে সাথেই এলোপাতাড়িভাবে ইট,পাটকেল নিক্ষেপ করে। ঘটনার পরপরই থানার এসআই আব্দুল খালেক, এস আই শহীদ ও এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি শেখ আবুবকর সিদ্দিক জানান।