Sunday, May 12, 2013

চোখের পানি আটকাতে পারলাম না !


শেফমুফিক-এর শিক্ষার্থীদের পাইকগাছা লোনা পানি কেন্দ্র পরিদর্শন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধিভূক্ত জামালপুর মেলান্দহ’র শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের শিক্ষার্থীদের ৭দিন শিক্ষা সফরের অংশ হিসাবে গত দু’দিন বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটের খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন করেছেন। 

সংশ্লিষ্ট কলেজের ফিসারিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আব্দুস ছাত্তার এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ ফরহাদ আলী’র নেতৃত্বে লেভেল-২ সেমিষ্টার-১ এর ৪০ জন শিক্ষার্থী সফরে অংশ নেয়। যারমধ্যে ২৩ জন ছাত্র ও ১৭ ছাত্রী রয়েছে। সফরকারীরা গত শনি ও রবিবার কেন্দ্রের অভ্যন্তরীন চিংড়ী গবেষনা ও বিভিন্ন চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং আশপাশ এলাকার চিংড়ী খামার ও চিংড়ী বিপনন কেন্দ্র পরিদর্শন করেন। সফরকারীরা শনিবার রাতে চিংড়ী গবেষনা কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে বাগেরহাট রওনা দেন।

গত দু’দিনের সফরে কিভাবে চিংড়ী চাষ করলে উৎপাদন বৃদ্ধি হয় এবং কিভাবে মার্কেটিং করলে চিংড়ীর গুনগতমান বজায় থাকে এসব নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন বলে শিক্ষার্থী কানিজ ফারজানা জানান।

মা তোমারে কত্ত ভালোবাসি !!!

"মা তোমারে কত্ত ভালোবাসি, তোমারে ছাড়া থাকতে পারি না, তোমার সাথে অনেক রাগ করি, ক্ষমা করে দিও ...... লাভ ইউ মম !!"- গভীর মনোযোগ দিয়ে এই ইশট্যাটাসটা টাইপ করছিলো ছেলেটা .... হঠাৎ রুমে মায়ের আগমন .... অতঃপর ....

"ভাত খাইতে ডাকতেছি না আধা ঘন্টা ধরে ? সারাদিন এইটা নিয়া বসে থাকিস ক্যান ? করিস টা কী হ্যা ?"

"ধুরু !! সারাদিন বকো ক্যান ? তুমি এগুলার বুঝবাটা কি হ্যা ? খাব না ভাত ! নিজের কাজ করো গিয়ে ! যাও !!"

দুম করে দরজা লাগিয়ে দেয় ছেলেটা !!

তারপর স্ট্যাটাসটা লেখা শেষ করে পোস্ট দেয় .... বাহ !! কত্ত লাইক !!

... ... ...

মায়ের প্রতি ভালোবাসাটা যেন শুধুই ফেইসবুক কেন্দ্রিক না হয়- এই কামনাই করি !!

আর "বৃদ্ধাশ্রম" শব্দটাকে নিশ্চিহ্ন করে দিতে চাই ... সম্ভব না ?? ... অবশ্যই সম্ভব !!

পৃথিবীর সকল "মা" কে সালাম জানাই !!"

পাগলে পাগল চেনে, **রে চেনে কচু !!!

মঞ্চে বসা স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বক্তৃতা দিচ্ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আর এ সময়ই ঘটে গেল বিপত্তি ! মঞ্চে দৌঁড়ে উঠলেন ফুলবাড়িয়ার আলোচিত গোল্লা পাগল (৪২)। ঝাপটে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পা। বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন তিনি !
 
এ সময় পাগল তাঁকে বললেন, ‘আমার খাস জমি চাই।’ পরক্ষণে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার বিকাল সাড়ে চারটায় ফুলবাড়িয়া থানার নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এ অবাক কাণ্ড ঘটে।

এ ঘটনা দেখে অনুষ্ঠানের অন্য অতিথিরাও প্রশ্ন তুললেন, এতো নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এ পাগল মঞ্চে উঠলো কীভাবে? বিস্ময়ভরা চোখে সবাই যখন এ বিষয়টি দেখছিলেন ঠিক তখনই দৌঁড়ে এলো পুলিশ। জোরপূর্বক পাগলকে নিয়ে গেল থানা হাজতে !

তিন নম্বর সতর্কতা

▣ উপকূলের দিকে মহাসেন, তিন নম্বর সতর্কতা।

লিঙ্ক: http://www.banglanews24.com/detailsnews.php?nssl=2973f1684e595e492618ed29cd6a708c&nttl=12052013195663