Thursday, July 20, 2017

অবিরাম বর্ষণে পাইকগাছায় জনদুর্ভোগ

পাইকগাছায় বৃহস্পতিবারের অবিরাম বর্ষণে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে অসংখ্য চিংড়ি ঘের। অতিরিক্ত পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের ক্ষেতে। প্রধান সড়কের কিছু অংশসহ অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যাতায়াতে বেড়েছে জন দুর্ভোগ।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ভারি বর্ষণে এমন দুর্ভোগের সৃষ্টি হয়। এতে সবচেয়ে বিপাকে পড়েন নিু আয়ের দিন মজুর মানুষেরা। টানা বর্ষণের কারণে এ দিন কোন দিন মজুরই কাজ করতে পারেনি। অনেকেই বাড়ি হতে বের হতে পারেনি।
বান্দিকাটী গ্রামের ইউনুছ আলী গোলদার জানান, প্রতিদিন দিন মজুরের কাজ করে আমার সংসার চালাতে হয়, কিন্তু ভারি বর্ষণের কারণে বৃহস্পতিবার আমি কোথাও কাজ করতে যেতে পারিনি। মারাত্মকভাবে ব্যহত হয় ব্যবসা-বাণিজ্য সহ দৈনন্দিন সকল কার্যক্রম। 
এদিন ভারি বৃষ্টির কারণে প্রায় ৭/৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকে।