Monday, April 29, 2013

পাইকগাছায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

পাইকগাছায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার কাজীমুছা ঈদগাহ ময়দানে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক সুজয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমান, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের উর্ধতন কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজিদ হাসান, ইউপি সদস্য হাসান বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার পাল, আব্দুস সাত্তার মোড়ল, প্রোগ্রাম অর্গানাইজার, গোলজার রহমান, রিনা আক্তার, তন্ময় মন্ডল, ফিরোজ হোসেন, আকাইদ হোসেন, রবিউল হালদার ও কৃষক মিজানুর রহমান। অনুষ্ঠানে কাজী মুছা ব্লকের চলতি মৌসুমে ৩৩.১০ একর জমিতে আবাদকৃত ভুট্টার কর্তন শেষে একর প্রতি ১২৫ মণ উৎপাদন হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।


পাইকগাছায় পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন উদ্বুদ্ধকরণ কর্মশালা

আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে খুলনা বিভাগ ধুমপানমুক্ত করণের অংশ হিসেবে খুলনার পাইকগাছায় পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন কর্তৃপক্ষের সাথে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এইড ও সিয়ামের উদ্যোগে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা টার্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল, থানার এস,আই আব্দুল খালেক।


পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।