Saturday, September 6, 2014

অন্তরে সালমান শাহ : দিন গুনতে গুনতে ১৭ বছর

আজ ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চলচ্চিত্রশিল্পী সালমান শাহ-এর মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তিনি পাড়ি জমান অনন্তলোকে। এরপর ১৭ বছর পার হলেও ঢাকাই সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া এই ক্ষণজন্মা নায়ককে আজও মনে রেখেছেন চলচ্চিত্রপ্রেমী মানুষ। 

একসময়ের রোমান্টিক এই যুবরাজকে 'ভয়েস অফ পাইকগাছা'র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি !


সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭১ - মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬), বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন।

এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।

সুন্দরবন স্পোর্টিং ক্লাবের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা আজ

আজ শনিবার পাইকগাছায় সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় অনুর্দ্ধ ১৮ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বিকাল ৪টায় আজকের খেলায় চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশের মুখমুখি হবে ভাইপারস ফুটবল একাদশ।

কপিলমুনিতে শিশু অপহরণের চেষ্টার ঘটনায় আটক ১

পাইকগাছার কপিলমুনি থেকে শিশু অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পরিমল রায় (৪৫) নামের ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল কপিলমুনি বাজারের পালরোড থেকে তাকে আটক করা হয়। পরে শিশু রনি’সহ অপহরণকারীকে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাসমত আলী জানান, গত বৃহস্পতিবার হাটের দিন থাকায় এবং শিশু রনি (৭) পিতা মাতার সাথে বাজারে আসার পর স্থানীয় বণিক সমিতির সামনে থেকে ভারতের উত্তর ২৪ পরগনার নোয়াটা গ্রামের দুলাল রায়ের পুত্র পরিমল রায় (৪৫) ফুসলিয়ে নিয়ে তাকে মিষ্টি কিনে দেয়ার কথা বলে হাত ধরে নিয়ে যেতে থাকে।

এ সময় শিশু রনি হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু রনির মা পার্শ্ববর্তী পালরোডে গিয়ে তাকে ধরে নিয়ে যেতে দেখে আশপাশ লোকজনকে জানালে তারা অপহরণকারীকে করে পুলিশে সোপর্দ করে। শিশু রনি স্থানীয় নগর শ্রীরামপুর গ্রামের এরশাদ গাজীর পুত্র। এ ঘটনায় পাইকগাছা থানায় অপহরণ মামলা হয়েছে।

পাইকগাছায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মন্দির উন্নয়নের চাল আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছা থানা ছাত্রলীগের সহ-সভাপতি সঞ্জয় মজুমদার ও তার এক সহযোগীর বিরুদ্ধে এবার উপজেলার উলুডাঙ্গা-রহিমপুর সার্বজনীন পূজা মন্দির উন্নয়নে বরাদ্দকৃত ৩ টন চাল-গম আত্মসাত ও তার প্রতিবাদ করায় হত্যা এবং আসন্ন দুর্গা পূজা করতে না দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ মন্দির কমিটির সভাপতি ও স্কুল শিক্ষক রনজিত কুমার নন্দি স্থানীয় কপিলমুনি প্রেস ক্লাবে সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার হরিঢালীর উলুডাঙ্গা গ্রামের উজ্জ্বল মজুমদারের ছেলে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সঞ্জয় মজুমদার এবং একই গ্রামের মৃত ভোলা নাথ দে’র ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়দেব দে পর্যায়ক্রমে সেখানকার উলুডাঙ্গা-রহিমপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি থাকাকালীন জরাজীর্ণ মন্দিরের উন্নয়নকল্পে গত ১৫ ফেব্রুয়ারী ২০১০, ১৮ জুন ২০১২ ও ১২ মার্চ ২০১৩ যথাক্রমে ৩ টন সরকারি চাল ও গম বরাদ্দ নিয়ে কোন প্রকার কাজ না করে সমুদয় অর্থ আত্মসাৎ করেন।

বিষয়টি মন্দিরের বর্তমান কমিটি জানতে পেরে কয়েক বার মাসিক সভায় তাদের নিকট জানতে চাইলে বিষয়টি তারা জানাননি। এসময় বরাদ্দের ডিও লেটার গুলি দেখালে তারা সেগুলো ভূয়া বলে মন্তব্য করেন এমন কি নেতৃবৃন্দের উপর আকষ্কিক হামলা ও কয়েক জনকে মন্দির অভ্যন্তরে অবরুদ্ধ করে রাখেন।

এনিয়ে পরে এক জরুরী সভায় থানা ও জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অভিযুক্তদের উল্লেখিত ৩ টন খাদ্যের টাকায় মন্দির উন্নয়নের কাজ করার নির্দেশ দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা কাজ না করায় তাদের কাছে জানতে চাইলে সঞ্জয় মজুমদার ও জয়দেব দে স্থানীয় রাজিব মজুমদার ওরফে কানু, শ্যামল মজুমদার ওরফে পীর, জয়প্রকাশ দে ওরফে রাজু, কোমল মজুমদার’সহ অজ্ঞাত বহিরাগতদের নিয়ে নিরীহ গ্রামবাসীর উপর অতর্কিত সশস্ত্র হামলা করেন। এসময় নিরস্ত্র গ্রামবাসী কোন রকম প্রাণ নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানালেও কাজ হয়নি।

সর্বশেষ আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে উদযাপন পরিষদ মন্ডপে প্রতীমা তৈরীর কাজ শুরু করলেও এক অজানা আশংকায় দিনাতিপাত করছে। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় যে, তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে গত ৫ আগস্ট রাতের অন্ধকারে মন্ডপ চত্ত্বরে মিটিং করেছে যে, যেকোন ভাবেই তারা নতুন কমিটি দিয়ে পূজা বাস্তবায়ন করতে দেবেনা। এমন কি তারা সেখানে চিৎকার দিয়ে সকলকে জানানদেয় তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে কচুকাটা করা হবে।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ করা হলে তিনি গত ৩ সেপ্টেম্বর পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

বর্তমানে সঞ্জয়-জয়দেব গংদের অব্যাহত হুমকিতে রীতিমত তটস্থ হয়ে পড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ঐ এলাকার মানুষরা এমনটি অভিযোগ করেছেন খোদ ঐ মন্দির কমিটির সভাপতি।