Saturday, December 24, 2016

অবৈধভাবে কপোতাক্ষের মাটি উত্তোলন; ১ ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড

পাইকগাছায় সরকারি কাজে বাঁধা ও কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগে আইনুদ্দীন শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। 

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটী গ্রামের মৃত সুলতান শেখের ছেলে আইনুদ্দীন হিতামপুর স্লুইচ গেট সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। 

প্রশাসনের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ আইনুদ্দীনকে মাটি উত্তোলন করতে নিষেধ করলে প্রশাসনকে তোয়াক্কা না করে গ্রাম পুলিশকে মারপিট করা হয় এমন খবর পেয়ে শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৮-১৮৯ ও বালুমহল ও ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৪ ধারা ভঙ্গে ১৫-১ ধারায় আইনুদ্দীনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পাইকগাছা সরঃ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, সুরাইয়া বানু ও অপু মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, সুকুমার বিশ্বাস, হরিপদ মন্ডল, আরশাদ আলী, রণজিত কুমার সরকার, শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, দীলিপ কুমার দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, প্রদীপ শীল, অনিমেষ হরি ও রহমতুল্লাহ।
 

পাইকগাছায় ২০ ক্যাথলিক মিশনে বড়দিনের প্রস্তুতি সম্পন্ন

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। এ উপলক্ষে মিশনগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ২০টি ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রতিবছরের ন্যায় এ বছরও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ, ফকিরাবাদ, লক্ষ্মীখোলা, চাঁদখালী, বেতবুনিয়া, রাড়ুলী ফোর-স্কয়ার, কাটিপাড়া ম্যাথডিষ্ট, গদাইপুর এসডিএ, মামুদকাটী এসডিএ, কাশিমনগর এসডিএ, কাশিমনগর লাইট অফ ক্রাইস্ট, সলুয়া এফসিসিবি, উলুডাঙ্গা এফসিসিবি, হরিঢালী ফোর-স্কয়ার, পুরাইকাটী এফসিসিবি, কাশিমনগর গ্রেস, মামুদকাটি গ্রেস ব্যাপঃ, উত্তর কাশিমনগর এফসিসিবি, কাটিপাড়া ও উলুডাঙ্গা ফ্রি ব্যাপটিষ্টসহ প্রতিটি চার্চে আয়োজন করা হয়েছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাইকগাছা পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি। প্রতিটি গৃহ করে তোলা হয়েছে রঙ তুলির আঁচড় দিয়ে পরিপাটি। কেউ কেউ বিভিন্ন কারুকাজের মাধ্যমে নান্দনিক সাজে সাজিয়ে তুলেছেন বসতবাড়ী ও আঙ্গিনা। মেহেদী ও নতুন পোশাকে সেজেছে কিশোর-কিশোরী ও শিশুরা।

কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের শিশু দিয়ামনি ও সুষ্মিতা রোজারিও জানান, বড়দিন উপলক্ষে হাতে ও পায়ে মেহেদী দিয়েছি। রঙ তুলি দিয়ে নিপুন কারুকাজ করে বাড়ীর আঙ্গিনা পরিপাটি করা হয়েছে বলে কিশোরী তিন্নী মন্ডল ও গৃহবধু পৌল গাইন জানান। বসতবাড়ীর সামনে আলোক সজ্জিত ক্রীসমাষ্টট্রি (গাছ) স্থাপন করা হয়েছে বলে শাওন ও মারিয়া সরকার জানান। শাপলা ফুলের আকৃতির ন্যায় গোশালা তৈরী করা হয়েছে বলে সাগর সরকার জানিয়েছেন।

ইতোমধ্যে, মিশনগুলোতে গেইট, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়েশন পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও জানিয়েছেন।

এদিকে ২০টি ক্যাথলিক চার্চের অনুকূলে সরকারি ভাবে সহায়তা হিসাবে ১০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানিয়েছেন।

পাখির চোখে পাইকগাছা পৌরসভাস্থ ক্যাথলিক মিশন

পরম পবিত্র ত্রিত্বের গীর্জা; পাইকগাছা ক্যাথলিক মিশন