Sunday, December 22, 2013

লস্কর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

গত ১৮/১২/২০১৩ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় ৫১ নং লস্কর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু মানব সানা, শিক্ষক কমিটির সভাপতি এস, এম আনোয়ারুল কাদির, অভিভাবক সদস্য মুস্তাক আহম্মেদ, অত্র স্কুলের সকল শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ ও আরো অনেকে। 

একটি বছর পর সকল ছাত্র-ছাত্রীদের সাথে সাথে বিদ্যালয়ের আঙ্গীনায় ভীড় করতে থাকেন অভিভাবকরাও। উৎসবের আমেজে ভরে যায় স্কুল মাঠ। বহুল আলোচিত এই বিদ্যালয়টি পাইকগাছা উপজেলার লস্কর গ্রামে অবস্থিত।

অভিভাবকদের কাছে এই স্কুলের পড়াশুনার মান সম্পর্কে জানতে চাইলে তারা সর্ব প্রথম কৃতষ্ণতা জানান এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা ম্যাডামের। এই শিক্ষককে উদ্দেশ্য করে বলেন তিনি শুধু ছাত্র ছাত্রীদের শিক্ষক নন তিনি তাদের অভিভাবকও। অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের যতটুকুনা খোজ-খবর নেন তার অধিক খোজ খবর রাখেন এই শিক্ষিকা।

কোন কোন এলাকায় দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা অধিকাংশ সময় কাটায় মায়ের আচল ছায়াতলে কিংবা বাড়ির আঙ্গিনায় খেলাধুলায়। কিন্তু এই এলাকার চিত্র ভিন্ন। এখানকার ছোট ছোট সোনামনিরা সময়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জ্ঞানের সন্ধানে ছুটে চলে বিদ্যালয় পানে।

বিদ্যালয়ের সময় হলে দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা ঝাক বেধে পিঠে ব্যাগ ঝুলিয়ে গল্প করতে করতে চলে যায় বিদ্যালয় আঙ্গিনায়। এই দৃশ্য দেখে মনে হয় এরা যেন বিদ্যালয়ে ছুটে চলেছে নাড়ির টানে। বিদ্যালয়ের প্রতি এমন টান হওয়ার একটাই কারন যে, তারা এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে খুজে পেয়েছে মায়া, মমতা, স্নেহ, ভালবাসা।

অভিভাবকরা মনে করেন, যেভাবে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের খোজ খবর নিয়ে পড়াশুনা করান তাতে করে এই ছাত্র-ছাত্রীরা এই বিদ্যালয় ও এই গ্রামের মুখ উজ্জল করবে।

একটি সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ের পড়াশুনার মান ভাল হওয়ায় অনেক ছোট ছেলে মেয়েরা মা-বাবাকে রেখে নানার বাড়ী থেকে পড়াশুনা করতে আগ্রহী হয়। এমন এক শিক্ষার্থী ছালিমা ইয়াছমিন। লস্কর পশ্চিম পাড়ার মোঃ ইয়াছিন জোয়াদ্দার হলেন ছালিমার নানা। তাকে তার গ্রামের বাড়ী যাওয়ার কথা বললে সে বলে, "না আমি যাব না, আমাকে স্কুলে যেতে হবে।" সে যেন এই বিদ্যালয়ে খুজে পেয়েছে মায়ের ভালবাসা !

প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে অতিদরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী বাস্তবায়ন ও এ্যাডভোকেসী ফর সোস্যাল চেইঞ্জ-এর উদ্যোগে রোববার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে এ ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুল হক কিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সটেক্টর আজহারুল ইসলাম।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রকল্পের জেলা ব্যবস্থাপক মুহাঃ মোনতাসির রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, ইউপি সদস্য জালাল আহমেদ, প্রধান শিক্ষক খালেদা খাতুন, শিক্ষক মুনছুর আলী, অভিভাবক সদস্য জাহান আলী গাজী, মিজানুর রহমান, হারুন-অর-রশিদ, মুজিবর রহমান, বাবর আলী সরদার, কামরুল ইসলাম, রহিমা খাতুন, আরিফা আক্তার, ফাহিমা বেগম ও ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক আবু সাঈদ।

রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

পাইকগাছায় রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ভবনে প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাঃ কওসার আলী গাজী, ডাঃ জিনাত গুলশানারা, শিক্ষক মনতোষ কুমার বৈদ্য, শাহনাজ পারভীন, অসীম রায়, হোসনেয়ারা নাজমিন সুমি, দেবযানী মন্ডল, পূজা মন্ডল, অসিত বরণ গাইন, লায়লী খানম, সীমা রাণী, কল্পনা রাণী, অভিভাবক মোঃ সেলিম, অপতী রায় ও সুমাইয়া বেগম।

অনুষ্ঠানে প্লে থেকে ৪র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা-২০১৩ সালের ফলাফল প্রকাশ করা হয়।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

গতকাল শনিবার সন্ধ্যায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণীতে ১৪৪ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ৮২ জন।

৭ম শ্রেণীতে ১০ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ৪ জন এবং ৮ম শ্রেণীতে ১৯ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ১ জন।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় থেকে পাঠানো ফলাফলের তালিকাটি হুবহু সংযুক্ত করা হল।





পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহন করে ১৭৩ জন পরীক্ষার্থী।


পাইকগাছায় জাতীয় পার্টির ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পাইকগাছায় জাতীয় পার্টি ডাকা অর্ধবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থনে পিকেটিং করার সময় পুলিশ বাঁধা দিয়েছে বলে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছে।

এদিকে ১৮ দলীয় জোটের ৫ম দফার ১ম দিনের অবরোধে জোটের কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। উল্লেখ্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে আটক করার প্রতিবাদ ও মুক্তির দাবীতে খুলনা জেলা জাতীয়পার্টি জেলার ৯টি উপজেলা ও মহানগরে শনিবার অর্ধদিবস হরতাল আহবান করে।

এরই অংশহিসাবে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাপা মনোনিত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা পৌর বাজার হতে জিরো পয়েন্ট পৌছালে অবস্থানরত পুলিশ বাঁধা দিয়ে হটিয়ে দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিলে সকাল ১০টার দিকে পুলিশ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের বের করে দেয় বলে জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান।

এছাড়াও সকাল থেকে পৌর বাজারে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, নসিমন, করিমন, মাহেন্দ্রসহ ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোন বাস যাতায়াত করেনি।