Saturday, July 19, 2014

ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের দৃষ্টি আকর্ষন ::

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ঈদ-উল-ফিতর’২০১৪’এর ৩য় দিন ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে, বিদ্যালয়ের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের সকল ছাত্র/ছাত্রীদেরকে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। উল্লেখ্য, অনুষ্ঠানের দিন একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

পুরাতন স্মৃতিচারনসহ ব্যাচের ছাত্র/ছাত্রীদের মধ্যে সম্পর্কোন্নয়নে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও অংশগ্রহন একান্ত কাম্য।

নিবন্ধনে ফি :: ২০০ টাকা।

নিবন্ধনের সময় :: ২৫ জুলাই-২০১৪ থেকে প্রতিদিন,
(সকাল ১০.০০-দুপুর ১.০০) এবং (দুপুর ৩.০০-রাত ৮.০০)

নিবন্ধনের শেষ তারিখ :: ২৯ জুলাই-২০১৪

আয়োজক :: ২০০৭ ব্যাচ, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য নাম নিবন্ধন করতে ও অনুষ্ঠান সম্পর্কিত যে কোন তথ্যের বিষয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

যোগাযোগ:
০১৯১৫-৮৮৯৮৭৬ (পল্লব ঘোষ)
০১৬৮৭-৩৮৩৪৮৩ (পল্লব ঘোষ)
০১৯২২-৩০৪৯৪৮ (মনিরুজ্জামান মিন্টু)
০১৯১৭-৬৬৯৩০৪ (দেলোয়ার হোসাইন)
০১৭৪১-৭৪৮৪১০ (আরিফ হোসাইন)

একটি বিশেষ ঘোষণা ::

আজ় ১৯শে জুলাই (২০শে রমজান) শনিবার পাইকগাছার লস্কর পশ্চিমপাড়া অগ্রনী স্পোর্টিং ক্লাব এর যুব কমিটির উদ্যোগে লস্কর পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদে এক ইফতার মাহফিলের আয়জোন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত।

 ছবি :: ২০১৩ (ফাইল ফটো)

পাইকগাছা পৌরসভার টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্প

সবার জন্য চাই 'নিরাপদ পানি'

 

সময়মত পানির বিল পরিশোধ করুন, পাইপ লাইনের পানি সরবরাহে সহায়তা করুন।


পৌরসভার পাইপ লাইনের সংযোগ পেতে যোগাযোগ করুন :: পানি শাখা, পাইকগাছা পৌরসভা।

▣ হট লাইন :: ০১৯৬১-১১৬৬৮৮ ▣ হেল্প লাইন :: ০৪০২-৭৫৬২৮৭

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

মরিলে কান্দিস না আমার দায়। রে যাদু ধন মরিলে কান্দিস না আমার দায়...


হুমায়ূন আহমেদ নেই দুই বছর হয়ে গেল। তার শোক আজো লালন করছে লক্ষ পাঠকের হূদয়। তার স্মরণে আয়োজন করা হয়েছে বইমেলা, পাঠকনন্দিত চরিত্র অবলম্বনে আয়োজন করা হয়েছে 'হিমু মেলা'। নেই শুধু তিনি।

আজ বাংলাদেশের কিংবদন্তিতুল্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি। চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন। বাংলাদেশে নানা অনুষ্ঠানে তার ভক্ত-শুভার্থীরা কামনা করেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এই তেরোশ নদীর দেশে। কিন্তু মানুষের সেই প্রার্থনা পূরণ হয়নি। তিনি চলে গেছেন না ফেরার দেশে।

তার মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল গোটা জাতি। সেই শোক আজো কাটেনি ভক্ত-পাঠকদের হূদয় থেকে। হুমায়ূন নেই তিনি বেঁচে আছেন লক্ষ পাঠকের হূদয়ে। তাকে নিয়ে বইমেলায় আসছে বই। পাঠক পরম মমতায় সংগ্রহ করছেন সেই সব বই।

হুমায়ূন আহমেদ বলেছিলেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত লিখে যেতে চাই। লেখালেখিই আমার বিশ্রাম। লেখালেখি বন্ধ হলে আমার বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে, আমি বাঁচতে পারবো না। পাঠকদের উদ্দেশে তার আবেদন 'দোয়া করবেন, আমি যেন আমৃত্যু লিখে যেতে পারি।'

তার সেই আশা পূরণ হয়েছিল। মৃতুর আগে পর্যন্ত লিখেছেন। নিউইয়র্কে হাসপাতালের বিছানায় শুয়েও তিনি 'দেয়াল' উপন্যাস লিখেছেন। যদিও শেষ করে যেতে পারেননি।

কপিলমুনির ঈদ বাজার ::

কাপড়ের দোকানে উপছে পড়া ভীড়; জুয়েলারি দোকান ক্রেতা শুণ্য


কপিলমুনিতে ঈদ বাজার জমে উঠেছে। কাপড়ের দোকান’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে উপছে পড়া ভীড় পরিলক্ষিত হলেও জুয়েলারি দোকান ক্রেতা শূণ্য। ঈদ মানে খুশি, আর সেই কাঙ্খিত খুশির ঈদের আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। ঈদের সেই আনন্দের দিনটি যত ঘনিয়ে আসছে তত কপিলমুনির বাণিজ্য বিপনীগুলো ক্রেতা সাধারণের পদভারে মুখরিত হচ্ছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, কপিলমুনির কাপড়পট্টিতে যেন তিল ধারনের ঠাঁই নেই। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে কেনা-বেচা। আবাল বৃদ্ধ বণিতা সকলেই ঈদের আনন্দকে ভাগাভাগি করে উপভোগ করতে যেন পিছপা হচ্ছেন না। সকলেরই চাই ঈদে নতুন পোশাক, তাইতো সেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাপড়ের দোকানে এ ছুটে চলা।

কাপড়পট্টির গার্মেন্টস ব্যবসায়ী শেখ আব্দুল গফুর জানান, এ বছর মেয়েদের কাছে সবচেয়ে জনপ্রিয় পোশাক পাখি-থ্রিপিচ। অন্য সকল পোশাকের তুলনায় অকেনগুন বেশি চাহিদা দেখা যাচ্ছে এটির। এছাড়া শাড়ি, শিশুদের শার্ট প্যান্ট, ফতুয়া বিদেশী জিন্স প্যান্টও চাহিদার তালিকায় রয়েছে। তিনি আরো বলেন, ১২০০ থেকে ৩ হাজার টাকা মূল্যের পাখি থ্রি-পিচ গুলো দেশি ও ভারতের তৈরী দুরকমের বিক্রি করছি। এর মধ্যে ভারতীয় পিচ গুলো গুণগতমান ভাল হওয়ায় এর চাহিদা আবার বেশি।

এদিকে কাপড়ের দোকানের পাশাপাশি কপিলমুনি বাজারের টেইলার্স, সু স্টোর, কসমেটিকস্ স্টোর গুলোতেও উপছে পড়া ভীড় পরিলক্ষিত হয়।

প্রায় সকল দোকানে ঈদের আমেজ পরিলক্ষিত হলেও যেন প্রান পায়নি জুয়েলার্স পট্টি। প্রতি বছর ব্যাপক সোনার গহনা বিক্রি হলেও অধিকাংশ দোকানে এবছর কেনা-বেচা প্রায় শুণ্যের কোঠায়। ফলে জুয়েলার্স ব্যবসায়ীরা ঈদ মৌসুমে এক প্রকার আশাহত হয়েছেন।

কপিলমুনির জুয়েলার্স পট্টির গীতা জুয়েলার্স এর মালিক কেষ্টপদ দত্ত বলেন, এবারের ঈদে গহনার অর্ডার একেবারেই কম। ফলে ঈদ মৌসুমে আমাদের দোকানের কারিগররা বসে সময় কাটাচ্ছে।

পাইকগাছায় ঈদকে সামনে রেখে প্রতারকচক্র ও ছিনতাইকারীর আবির্ভাব

পাইকগাছাবাসী সাবধানে থাকুন ! ঈদকে সামনে রেখে এলাকায় এক শ্রেনীর প্রতারকচক্র-ছিনতাইকারীর আবির্ভাব ঘটেছে। তারা প্রকাশ্যেই টাকা কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। অতিসম্প্রতি পৌর তথা উপজেলা সদরের একটি ব্যাংক অভ্যন্তর থেকে এক ব্যক্তির উত্তোলনকৃত কুড়ি হাজার টাকা অভিনব কায়দায় ছিনিয়ে নেয়ার ঘটনা চাউর হয়ে গেলে এলাকাবাসির মাঝে এক ধরনের আতংক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শাহাজান আলী নামের জনৈক ব্যক্তি সোঁনালী ব্যাংক, পাইকগাছা শাখা থেকে ২০ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের মধ্যেই ওঁৎ পেতে থাকা ৪/৫ জনের ছিনতাইকারীর দল শাহাজান আলীর উত্তোলনকৃত সমুদয় টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

জানা যায়, ছিনতাইকারীরা কিছু টাকা ব্যাংকের ফ্লোরে ছুড়ে ফেললে ওই টাকা তুলতে যায় শাহাজান আলী। এ সুযোগে শাহাজান আলীর কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা। তবে ব্যাংকের ক্লোজসার্কিট ক্যামেরা ছিনতাইয়ের ঘটনাটি ধারণ করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। যা দেখে ছিনতাইকারীদের চিহিৃত করা সম্ভব হবে বলে ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে প্রকাশ্যে দিনেদুপুরে ব্যাংক অভ্যন্তর থেকে টাকা ছিনতাই হওয়ার ঘটনা জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী মহলসহ এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে পকেটমার-ছিনতাইকারীরা যেমন বেপরোয়া হয়ে উঠবে তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও তৎপর হওয়া জরুরী বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাস আলী সাংবাদিকদের বলেন, ব্যাংকের ক্লোজসার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় পুলিশী টহল বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, এসব ব্যাপারে সকলেই সতর্ক থাকা উচিৎ।

কয়রায় অক্সিজেন বিহীন এ্যাম্বুলেন্সে রোগীর করুণ মৃত্যু

কয়রায় লক্কর ঝক্কর গাড়ীতে এ্যাম্বুলেন্স নেমপ্লেট লাগিয়ে প্রতারণা করা অবস্থায় এক বৃদ্ধা রোগীর করুণ মৃত্যু হয়েছে।

জানা গেছে, উত্তর বেদকাশির মৃত মোহর আলী গাজীর স্ত্রী মরিয়ম খাতুন (৭৫) গত ১৮ জুলাই অসুস্থ হয়ে পড়লে আমাদি ইউনিয়নের এ্যাম্বুলেন্স ব্যবসায়ী রথিন্দ্রনাথ বিশ্বাসের লক্কর ঝক্কর গাড়ীতে করে খুলনা নেয়ার পথে কয়রা কপোতাক্ষ কলেজের সামনে অক্সিজেন বিহীন অবস্থায় মুমূর্ষু রোগী মরিয়ম খাতুনের করুন মৃত্যু ঘটে।

ওই সময় এ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়েছিল। ড্রাইভার চেষ্টা চালিয়ে গাড়িটি সচল করতে পারেনি। এ ঘটনায় কয়রা সদরে লোকজন উত্তেজিত হয়ে এ্যাম্বুলেন্সটি ঘিরে ফেললে ড্রাইভার পালিয়ে যায়। এ সময় উত্তেজিত লোকজন গাড়িটি ভাঙচুরের চেষ্টা চালায়।

স্থানীয়রা জানিয়েছে এ্যাম্বুলেন্স ব্যবসায়ী রথিন্দ্রনাথ বিশ্বাস দীর্ঘদিন ধরে ফিটনেস বিহীন ও অক্সিজেন না থাকা এ্যাম্বুলেন্স নিয়ে রোগীদের সেবার নামে প্রতারণা করে আসছে।

কপিলমুনিতে মুসুল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্থিনিদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে জাতীয় ওলামা পরিষদের আহবানে সারাদেশ ব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে কপিলমুনিতে শুক্রবার দুপুর ২টার দিকে কপিলমুনি এলাকার মুসুল্লীরা এক বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস মোড় সংলগ্ন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় মাও. আমিনুর রহমান সিরাজির উপস্থাপনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাও. হাফেজ আব্দুস সাত্তার, মাও. মিজানুর রহমান প্রমুখ।