Friday, December 8, 2017

গুরুদাসী’র ৯ম প্রয়াণ দিবস আজ

নিরবে পেরিয়ে গেল ৯টি বছর। দেশের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া মানুষটির কথা কেউ মনে রাখেনি। ২০০৮ সালের ৮ ডিসেম্বর দিবাগত রাতে সকলের অগচরে না ফেরার দেশে চলে যান বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল। 


অথচ তাকে স্মরণ করার জন্য এগিয়ে আসেনি কোনো সামাজিক, রাজনৈতিক বক্তি বা সরকার। আজ অবধি ধরে রাখার চেষ্টা করা হয়নি তার শেষ স্মৃতি চিহ্ন ইহকালের আবাসস্থল।

বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল, তুমি পাইকগাছার গর্ব, ভুলবো না তোমায়। কিন্তু মাসি, তুমি হঠাৎ আর এসে বলবে না, ''কেমন আছিস বাবা ? ভালো আছিস তো ? দে কয়ডা টাহা দে, তোরা না দিলি পাব কনে ক।''

Voice of Paikgacha 
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তোমাকে!

পাইকগাছায় আধুনিক অডিটোরিয়াম নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ

পাইকগাছা উপজেলা পর্যায়ে পাঁচশ আসন বিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের জন্য প্রথম পর্যায়ে দেড় কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বরাদ্দের এ বিষয়টি নিশ্চিত করেছেন।


পত্রে উলেখ করা রয়েছে, ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি’র আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা (কোড নং-৫০১০) খাত হতে খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদের অনুকূলে ৫০০ আসন বিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের লক্ষ্যে প্রথম পর্যায়ে দেড় কোটি টাকা বরাদ্দ প্রদান করা হলো। বরাদ্দকৃত অর্থ দ্বারা এলজিইডি কর্তৃক প্রণীত নির্ধারিত ডিজাইন ও প্রাক্কলন মোতাবেক আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ প্রকল্পটি বিধি মোতাবেক বাস্তবায়নের জন্য বলা হয়। একই সাথে নির্মাণ কাজের প্রকল্পের জন্য প্রাক্কলিত অর্থের প্রথম পর্যায়ের বরাদ্দের মঞ্জুরীপত্র (জিও) শীঘ্রই প্রেরণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলা সদরের প্রাণ কেন্দ্রেই বর্তমান শহীদ এমএ গফুর মিলনায়তনের স্থলেই আধুনিক হল নির্মাণ করা হতে পারে বলে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানিয়েছেন।

উলেখ্য, বর্তমান শহীদ এমএ গফুর মিলনায়তনটি ১৯৭৯ সালে নির্মাণ করা হয়। ১৯৮৫ সালের দিকে যার নাম করণ করা হয় শহীদ এমএ গফুর মিলনায়তন। মিলনায়তনটি শহীদ এমএ গফুরের পুত্র আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু ১৯৮৬ সাল থেকে ভাড়া নিয়ে সিনেমা হল হিসাবে ব্যবহার করে আসছিলেন। জনপ্রিয়তা কমে যাওয়ায় ২০১৫ সালের জুন মাসের দিকে সিনেমা হলটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর থেকে মিলনায়তনটি পতিত অবস্থায় পড়ে রয়েছে। তবে স্বচল থাকতে মিলনায়তনটিতে এলাকার বড় বড় সভা, সমাবেশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মেলন অনুষ্ঠিত হতো। বর্তমানে মিলনায়তনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় এবং উপজেলা পরিষদ মিলনায়তনটি আয়তনে ছোট হওয়ায় বড় ধরণের সভা, সমাবেশ করা নিয়ে বিড়ম্বনায় পড়েন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

অবশেষে উপজেলা সদরে সরকারিভাবে একটি আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের জন্য অর্থবরাদ্দ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

তবে বর্তমান শহীদ এমএ গফুর মিলনায়তনের স্থলেই নতুন অডিটোরিয়ামটির নাম যেন শহীদ এমএ গফুর মিলনায়তনই রাখা হয় তার জন্য সংশিষ্ট কর্তৃপরে নিকট জোর দাবি জানিয়েছেন শহীদ এমএ গফুর স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।

এদিকে এ ধরণের একটি আধুনিক মানের অডিটোরিয়াম নির্মাণ হলে সুন্দর পরিবেশে সভা, সমাবেশ সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান জানান, খুব শীঘ্রই বরাদ্দের মঞ্জুরীপত্র (জিও) চলে আসবে এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলে নির্মাণ কাজ শুরু করা হবে।