আজ ১৬ই ডিসেম্বর
'ভয়েস অফ পাইকগাছা'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী। হাটি হাটি পা পা করে ২টি বছর
পার হয়ে গেলো। আজকে সময় পিছু ফিরে দেখার !!!
২০১২ সালের ১৬ই
ডিসেম্বর, মহান বিজয় দিবসের এক রৌদ্র মাখা সকাল ছিল 'ভয়েস অফ পাইকগাছা'র
জন্মলগ্ন। জন্মলগ্ন থেকেই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে চলার
চেষ্টা করেছি আমরা। ৭৩০ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ
অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার
অনুপ্রেরনা যুগিয়েছে।

২য় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোকিত ভোরে আপনি আমাদের
ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ আর অভিনন্দন গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ সাথে
থাকার জন্য। বিগত ২ বছরের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত
হওয়ার আশা রাখি।
এই দিনে 'ভয়েস অফ পাইকগাছা'র ঘোষণা :: আমাদের
প্রতিদিনের চেষ্টা থাকবে ইতিবাচক খবরকে আরও গুরুত্ব দেওয়া। ভালোই ডেকে
আনবে আরও ভালোকে।
আগামীতে কেমন হওয়া উচিৎ আমাদের কার্যক্রম? দয়াকরে আপনার মূল্যবান মতামত জানাবেন। কথা দিচ্ছি, নিরাশ করব না আপনাদের।
ধন্যবাদ !