Monday, May 6, 2013

পাইকগাছায় নসিমন, করিমন বন্ধের দাবীতে শ্রমিক ধর্মঘট

পাইকগাছায় নসিমন, করিমন বন্ধের দাবীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করার মধ্য দিয়ে ধর্মঘট পালন করেছে সাধারণ শ্রমিকরা। সোমবার সকালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকরা সকাল থেকেই প্রধান সড়কের জিরো পয়েন্ট নামকস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় উত্তেজিত শ্রমিকরা লাঠি,সোটা নিয়ে বিভিন্ন স্থান থেকে আসা নসিমন, করিমন, মাহেন্দ্র চালকদের ধাওয়া করে অনেককে ধরে মারপিটও করে। 


অবরোধ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা দিনাজপুর-ট-৯৫৭১ নং একটি বাঁশ বোঝাই একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে। এছাড়াও কয়েকটি ইজিবাইক ও মাহেন্দ্র ভাংচুর করে। ফলে কোন যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়ে শ্রমজীবী মানুষরা। দেশের বিভিন্নস্থানে কর্মস্থলে যোগ দেয়ার উদ্দেশ্যে অসংখ্য শ্রমজীবী মানুষকে পায়ে হেঁটে যেতে দেখা যায়।

উল্লেখ্য, একই দাবীতে গত রোব ও সোমবার বাস মালিক সমিতি খুলনার ১৮টি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। মূল দাবী থেকে মালিক সমিতি সরে যাওয়ার অভিযোগ এনে সাধারণ শ্রমিকরা এ ধর্মঘট পালন করে বলে শ্রমিক নেতা শামছুর রহমান টুলু জানান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও ভাংচুরের বিষয়টি তারা অস্বীকার করেন।

উপজেলা চেয়ারম্যানের ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন

পাইকগাছায় ভূমি অফিসের কার্যক্রম গতিশীল ও সরকারি খাস সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে আকষ্মিকভাবে ভূমি অফিস পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। তিনি সোমবার সকাল ১০টার দিকে দপ্তর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

পাইকগাছায় কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী

পাইকগাছায় কর্মচারীর উপর হামলার ঘটনার প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় ফুঁসে উঠেছে লোনা পানি কেন্দ্রের কর্মচারীরা। আহত কর্মচারী গত ৫দিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, গত ১ মে পৌর সদরের বাতিখালী গ্রামের করিম গাজীর পুত্র জাহিদুল ইসলামের নেতৃত্বে ৩ দুর্বৃত্ত ভোর ৫টার দিকে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট লোনা পানি কেন্দ্রে জোর পূর্বক প্রবেশের চেষ্ঠা করে। এসময় কেন্দ্রের প্রধান ফটকে কর্তব্যরত ৪র্থ শ্রেণীর কর্মচারী নীলকোমল মন্ডল তাদেরকে বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে কর্মচারীর উপর হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে।

এ ঘটনায় থানায় অভিযোগ হলেও গত এক সপ্তাহে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি। অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে কেন্দ্রের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।