Sunday, June 5, 2016

দুর্যোগ ব্যবস্থাপনায় চিকিৎসকের করণীয় শীর্ষক কর্মশালা

আই.ডি.এম.ভি.এস, ঢাকা বিশ্ববিদ্যালয়, SCORP-IFMSA, বাংলাদেশ এবং পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্যোগ ব্যবস্থাপনায় চিকিৎসকদের করণীয়’- সম্পর্কিত সেমিনার এবং কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হওয়া এ কর্মশালায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২০ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী অংশ নেন।



কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, বিভিন্ন দুর্যোগে স্বাস্থ্য সংকট মোকাবেলায় চিকিৎসকদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। সিডর, রানা প্লাজার মত ঘটনাগুলোতে দেশের চিকিৎসকরা প্রশংসনীয় ভূমিকা রাখেন। এ ধরণের কর্মশালা দুর্যোগে চিকিৎসকদের কাজ সম্পর্কে ভালো একটি ধারণা দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ডিজাস্টারম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটিস্টাডিজ (IDMVS) বিভাগের ডিরেক্টর অধ্যাপক মাহবুবা নাসরিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অনেকগুলো বিভাগের সম্মিলিত প্রয়াস। পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সেবার সম্মিলিত উদ্যোগ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সুদূর প্রসারী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের ডিরেক্টর আব্দুল কাইয়ুম বলেন, দুর্যোগে আক্রান্তদের শারিরীক এবং মানসিক ক্ষতি পুরোপুরি পুষিয়ে নিতে সকলকে এক যোগে কাজ করা আবশ্যক। পাশাপাশি এ কর্মশালা থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে নিজ নিজ পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ড. হেলালউদ্দীনআহমেদ(সহকারীঅধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট), ড. দিলারা জাহিদ (সহকারীঅধ্যাপক, IDMVS), আবুলকালামআজাদ (সহকারীঅধ্যাপক, IDMVS), ডা. এম.তাজদিকহাসান (রিসার্সইনভেস্টিগেটর, icddr,b) এর তত্ত্বাবধায়নে চারটি পৃথক পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়।