Thursday, February 13, 2014

Voice of Paikgacha‘র পক্ষ থেকে সবাইকে বাসন্তী শুভেচ্ছা !


একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী...

পাইকগাছায় উপজেলা পাবলিক পলিসি ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা পাবলিক পলিসি ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ চত্ত্বরে ইউপি সদস্য জালাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষক অখিল কুমার সরকার, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, ইউপি সদস্য আমেনা বেগম, মুসলিমা বেগম, নিরজ কান্তি রায়, সখিনা বেগম, সাইদুল ইসলাম, মুজিবর রহমান, শেখ জাহাঙ্গীর ও নবলোকের উপজেলা সমন্বয়কারী সৈয়দ ইসতিহাক।

সভায় উপজেলা নির্বাচনে ফোরামের ভূমিকা ও ফোরামের স্থায়িত্বশীলতার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পাইকগাছায় নকল করার অভিযোগে পরীক্ষার্থী বহিস্কার

পাইকগাছায় সালমা খাতুন নামে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার নকল করার অভিযোগে রাড়ুলী কেন্দ্রের এ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

কেন্দ্র পরিদর্শক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী সালমা খাতুনের কাছে নকল পাওয়া যায়। এ জন্য তাকে বহিস্কার করা হয়েছে।

আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন


আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে,

এত বাঁশি বাজে এত পাখি গায়

আহা আজি এ বসন্তে..........।

শুভ বসন্ত.... নীরবতা ভেঙ্গে সাড়া দাও !

Voice of Paikgacha‘র পক্ষ থেকে সবাইকে বাসন্তী শুভেচ্ছা !

আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সবার প্রানে লাগুক ফাগুনের রঙ, বসন্তের মত রঙময় হোক আমাদের জীবন। আগুনরাঙা প্রকৃতির আবেশে আমাদের মাঝে জ্বলে উঠুক দ্রোহের আগুনশিখা, সেই আগুনে পুড়ে খাঁটি হয়ে উঠি আমরা সবাই।

"অশুভ'র কাছে হার মেনে যদি চুপ থেকে রই
সে তো হবে হার মানা..........
রাতের কালিমা মুছে যাক দিনের আলোয়
আবার মাতি জীবন উল্লাসে বসন্ত বাতাসে.........."