Thursday, September 26, 2013

একটি জরুরী ঘোষনা

গত ঈদ-উল-ফিতর উপলক্ষে Voice of Paikgacha-র পক্ষ থেকে সাদা পোলো T-Shirt তৈরি করা হয়েছিল। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারনে, অনেকের আগ্রহ থাকা সত্বেও সবাইকে আমদের ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হয়নি।

তাই আগামী ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে
Voice of Paikgacha-র পক্ষ থেকে Light Blue পোলো T-Shirt তৈরির উদ্যোগ গ্রহন করা হয়েছে।

আপনি যদি আমাদের এই ক্যাম্পেইনে আংশগ্রহন করতে চান তাহলে আপনার মোবাইল নম্বরসহ Message অথবা Comment-এ জানাতে পারেন।

T-Shirt-এর মূল্য নির্ধারন করা হয়েছে ২০০/= টাকা।

ক্যাম্পেইনে আংশগ্রহন করতে আগামী ৩-১০-২০১৩ তারিখ পর্যন্ত নিন্মোক্ত বিকাশ একাউন্টে নির্ধারিত টাকা পাঠানো যাবে। ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে T-Shirt সংগ্রহ করতে হবে।

বিকাশ একাউন্ট নম্বর- ০১৮৪৯৫৭৪৭৯৮ (পার্সোনাল)

ক্যাম্পেইন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৮৪৯-৫৭৪৭৯৮

পাইকগাছায় ৫০ মন চোরাই রড উদ্ধার

পাইকগাছায় প্রায় ৫০ মন চোরাই লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোরাইকৃত মাল হেফাজতে নিয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।

এলাকাবাসী ও থানাপুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী উপজেলা দাকোপ থেকে আসা প্রায় ৫০ মন চোরাইকৃত লোহার রড পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউপি’র শান্তা এলাকার লিয়াকত মোড়ল ক্রয় করে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে রাখে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা মালামাল জব্দ করে পুলিশকে খবর দেয়। পরে বুধবার সকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোরাইকৃত মালামাল জব্দ করে।

এ ব্যাপারে থানার এসআই তরিকুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল যে ঘরে রয়েছে সেঘরটি তালাবদ্ধ থাকায় মালামালের সঠিক পরিমাণ নির্নয় করা সম্ভব হয়নি। তবে আনুমানিক ২০-২৫ মন হতে পারে বলে তিনি জানান। তবে ৮০ মন হতে পারে বলে এলাকাবাসী জানায়।