Monday, November 25, 2013

নির্বাচন ৫ জানুয়ারি, থাকছে সেনাবাহিনী

নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

পাইকগাছায় পুলিশ পরিচয়ে ডাকাতি

পাইকগাছায় পুলিশ পরিচয়ে সোলাদানা ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৬ লাখ টাকা এবং ১০/১২ ভরি সর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে (প্রথম প্রহর) উপজেলার ভ্যাকটমারী ইউপি সদস্য গাজী মুজিবরের বাড়ীতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন ২৫/৩০ জনের সশস্ত্র ডাকাতদল সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবরের বাড়ীতে পুলিশ পরিচয়ে প্রবেশ করে প্রথমে মেম্বর মুজিবরকে বেঁধে ফেলে, পরে পরিবারের অন্যান্য লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি নিয়ে মেম্বর ও তার ভাইপোর ঘরের আলমারি ও শোকেচ ভেঙ্গে নগদ ৬ লাখ টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকার লুট করে তড়িৎ গতিতে পালিয়ে যায়।

এ খবর পেয়ে সকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক ও থানার এস.আই জালাল ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘবদ্ধ ডাকাতদলটি ট্রলারযোগে সুন্দরবন থেকে আসতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে ওসি এম মসিউর রহমান জানান। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

স্ট্যাচু অব কপিলমুনি !

কপিলমুনি বাজারে প্রধান সড়কের উপর এই স্থানটিতে সব সময়ই দাড়িয়ে থাকে পাইকগাছা-খুলনা রুটের কোন না কোন বাস। ফলে সৃষ্টি হয় অসহনীয় যানজটের। 


পাইকগাছা থেকে ছেড়ে আসা অন্য কোন বাস, দাড়িয়ে থাকা বাসটিকে ওভারটেক করার উপক্রম না করলে বাস ছাড়ার কোন লক্ষণ দেখা যায় না। পরের বাস ১০ মিনিট/ ২০ মিনিট/ ৩০ মিনিট যত দেরিতেই আসুক না কেন, কিছুই যেন আসে যায় না বাস শ্রমিকদের।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় লেহার

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গতকালের সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং অতি দ্রুত ঘনীভূত হয়ে গতকাল বিকাল ৩ টায় একই এলাকায় ঘূর্ণিঝড় লেহার-এ পরিণত হয়। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সমুদ্র বন্দর সমূহে ২ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল রাত ১২ টায় ঘূর্ণিঝড়টি মংলা সমুদ্র বন্দরের ১৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিলো।

পূর্বাভাস: আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।