Sunday, June 16, 2013

আজকে সময় পিছু ফিরে দেখার !!!

হাটি হাটি পা পা করে পুরো ৬টা মাস পার হয়ে গেল ! ২০১২ সালের ১৬ই ডিসেম্বর, এমনই এক রৌদ্র মাখা সকাল ছিল Voice of Paikgacha-এর জন্মলগ্ন।

১৮২ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা যুগিয়েছে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিগত ৬ মাসের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা রাখি।

আগামী ৬ মাসে কেমন হওয়া উচিৎ আমাদের কার্যক্রম ? দয়াকরে আপনার মূল্যবান মতামত জানাবেন। কথা দিচ্ছি, নিরাশ করব না আপনাদের।

প্রত্যাবর্তন নয়, পরিবর্তনের পক্ষে রায়

চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীদেরই জয়জয়কার। প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন।


খুলনার ৮ম নগর পিতা হলেন মনিজরুজ্জামান মনি

নতুন নগর পিতাকে বাবা দিবসের শুভেচ্ছা !!!
 
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে হারিয়ে ৮ম নগর পিতার আসন দখল করলেন মনিজরুজ্জামান মনি। এবারের নির্বাচনে ২৮৮ ভোট কেন্দ্রর বেসরকারী ফলাফলে বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি আনারস প্রতীক নিয়ে মোট ১৮১২৬৫ ভোট পেয়েছেন। অন্যদিকে আ’লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেক তালা প্রতীকে ১২০০৫৮ ভোট পেয়েছেন।

মো: মনিরুজ্জামান মনি, নগর বিএনপির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক। ২০০৮ সালের ভারপ্রাপ্ত মেয়র। ১৯৯৪ ও ২০০২ সালের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর। এক সময়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর সেনানী। গত ২০০৮ সালে নিকটতম মেয়র প্রার্থী হিসেবে তিনি এক লাখ ৩১ হাজার ৯৭৬ ভোট পান।

অপরদিকে জাতীয় পার্টি সমর্থিত খুলনা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির শফিকুল ইসলাম মধু দোয়াত-কলম কলম প্রতীকে মাত্র ২১৭৫ ভোট পেয়েছেন।

শনিবার সকাল আটটায় চার সিটি করপোরেশনে একযোগে সব কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। খুলনায় এক কেন্দ্রে কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে একজন মারা গেছেন। তবে বিএনপি দাবি করেছে নিহত ব্যক্তি তাদের কর্মী।
 
বেসরকারি ফলাফলে পরাজয়ের খবর পেয়ে নির্বাচনী মাঠ ছেড়েছেন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী। ফলাফল ঘোষণার স্থান খুলনা জিলা স্কুলের আশপাশে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির সমর্থকরা আনন্দ উল্লাস করছেন।

এদিকে ফলাফল শুনে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, জনগণের মতামতের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তিনি নব-নির্বাচিত মেয়র মনিরুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং খুলনার উন্নয়নের তার পূর্ণ সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

আজ বিশ্ব বাবা দিবস

Voice of Paikgacha-এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবার প্রতি রইল অপরিসীম শ্রদ্ধা আর ভালবাসা !!!