Wednesday, November 27, 2013

পাইকগাছায় দুই জামাত নেতা আটক

পাইকগাছায় দুই জামাত নেতাকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাশকতার আশঙ্কায় থানা পুলিশ গদাইপুর এলাকা থেকে গদাইপুর ইউনিয়ন জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক আবুবক্কর সিদ্দিক এবং প্রচার সম্পাদক আব্দুর রহমান সরদারকে আটক করে।

নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি মশিউর রহমান জানান।

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় আটক ১

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে সশস্ত্র ডাকাতির ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকালে দকোপ উপজেলার কামিনিবাসিয়া গ্রামের মোহাম্মদ আলী ফকিরের পুত্র মোবারক ফকির (২৮) কে কামিনিবাসিয়া এলাকা থেকে আটক করে। আটক মোবারককে বুধবার সকালে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবরের ভ্যাকটমারীর বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়। প্রায় ২৫/৩০ জনের স্বশস্ত্র ডাকাত বাড়ির মালিক ও অন্যান্য লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ লাখ টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকার লুট করে।

এ ঘটনায় ইউপি সদস্য গাজী মুজিবর বাদী হয়ে এদিন রাতে ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেন। এদিকে ঘটনার ১ দিন পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ জনকে আটক করেছে। আটক মোবারকের রিমান্ড আবেদন মঞ্জুর হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে তদন্ত কর্মকর্তা এসআই জালাল জানান।

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের মতবিনিময় সভা

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে সুন্দরবন সুরক্ষায় সুপারিশমালা তৈরী ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার সকালে গড়ুইখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্রধান অতিথি ছিলন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল জোয়াদ্দার।

বক্তব্য রাখেন, সুন্দরী প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া, উপস্থিত ছিলেন ইউপি সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএসসি রুটিন-২০১৪

পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি-২০১৪। চলবে ১৩ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ থেকে। 
  
শিক্ষা মন্ত্রণালয় বুধবার এই পরীক্ষাসূচি অনুমোদন করেছে।

 

অবরোধ ১২ ঘণ্টা বেড়েছে

৪৮ ঘণ্টার অবরোধ ১২ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে চলা এই অবরোধে এই পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। অবরোধ কর্মসূচি ঘোষণার দিন সহিংসতায় নিহত হন দুজন।

এসএসসি-২০১৪ পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার কারণে বিভিন্ন মহল থেকে পরীক্ষা পেছানোর দাবি জানানো হচ্ছিলো। এজন্য পরীক্ষার পিছিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু করা হচ্ছে। সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে। সকাল ১০ থেকে ১টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১৬ মার্চ সঙ্গীত বিষয়ের ও ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ‍ভুক্ত ‘ক’ ইউনিটের আওতায় প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল ঘোষণা কেরন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল মোবাইল থেকে du স্পেস ka স্পেস রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২৩ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে এক হাজার ৬১৮ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। গত শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় ৫৯ হাজার ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। এই ইউনিটের মাধ্যমে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রমের শেষ হলো।

পৌরসভার প্রধান সড়কের উপর গতিহীন বাসের মেলা ! (২)

পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের উপর এভাবেই সবসময়ই রাখা থাকে বাস। সৃষ্টি হয় যানযটের, ঘটে অনাকাঙ্খিত দুর্ঘটনা ! প্রধান সড়কের অর্ধেকই যেন এসব বাস মালিকদের দখলে। কিন্তু কোন ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।


ছবিটি পাইকগাছা পৌরসভার আসিফ ফিলিং স্টেশনের সামনে থেকে তোলা।

৪৮ ঘন্টা অবরোধ; পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ীদের ৫ টন কাঁকড়া নষ্ঠ

দেশব্যাপী ১৮ দলীয় জোটের ৪৮ ঘন্টা অবরোধে বাঁধা পেয়ে পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ীদের ১০ লক্ষ টাকার ৫ টন কাঁকড়া ঢাকায় যেতে না পেরে তা নষ্ঠ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা কাঁকড়া ক্রয়-বিক্রয় বন্ধ করে দিয়েছেন। রাজনৈতিক দলের নেতাদের প্রতি মৎস ও কাঁকড়া সম্পদ হরতাল-অবরোধের অওতামুক্ত রাখার জন্য ব্যবসায়ী সংগঠনের নেতারা অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঢাকায় কাঁকড়া সরবরাহকারী ব্যবসায়ী জগন্নাথ সানা, অধিবাস সানা, অজয় মন্ডল, সুমন বড়ুয়াসহ একাধিক ব্যক্তি উপজেলার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে সোমবার দিনব্যাপী বিভিন্ন গ্রেডের ৫ টন ওজনের ৮০ ঝুড়ি কাঁকড়া ক্রয় করেন।

সোমবার রাতে সমিতির গাড়ীতে ঢাকার উদ্দেশ্যে প্রেরন করলে পথমধ্যে গাড়িটি যশোরের চিনেটোলায পৌছালে অবরোধকারীদের বাঁধার মুখে পড়ে। ক্ষয়ক্ষতির আশংকায় মালবোঝায় গাড়িটি রাতেই পাইকগাছায় ফিরে আসে এবং মঙ্গলবার দুপুরে পর থেকে জীবন্ত কাঁকড়াগুলি পর্যায়ক্রমে মারা যেতে থাকে বলে সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন।

সংগঠনের সভাপতি অধিবাস সানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবরোধকারীরা একটি কাঁকড়া বোঝাই গাড়ীতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা জানতে পেরে পাইকগাছার গাড়ীটি ফিরে আসে। তিনি রাজনৈতিক নেতাদের প্রতি হরতাল-অবরোধের সময় মৎস সম্পদকে এর আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়েছে

বিরোধী দলের অবরোধের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর বুধবারের চতুর্থ বর্ষের সম্মান পরীক্ষা ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় এবং ২০১২ সালের বিবিএ দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ২৯ নভেম্বর বেলা ২টায় হবে।

এছাড়া ২০১১ সালের ইসিই পার্ট-৪ এর অষ্টম সেমিস্টারের পরীক্ষা ২৯ নভেম্বর বেলা ২ টায় এবং এমবিএ প্রথম সেমিস্টারের পরীক্ষা ১০ ডিসেম্বর সকাল ১০ টায় হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info থেকে জানা যাবে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ দিয়েছে ১৮ দলীয় জোট।

অবরোধের প্রথম ১২ ঘণ্টায় নিহত ৮

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম ১২ ঘন্টায় সারা দেশে ৮ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য, সাধারণ পথচারী ও আওয়ামীলীগ এবং বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।