Thursday, January 9, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!!

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম। 

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


ছবিটি বৃহস্পতিবার বিকালে তোলা।

বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।

সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, ঘরবাড়ি ভাংচুর, মন্দিরে ও গৃহে অগ্নি সংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তরুন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক চম্পক পাল, সহ-সাংগঠনিক সম্পাদক সাধন ভদ্র, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক রতন ভদ্র, পূজা পরিষদ নেতা যুগোল কিশোর দে, রবীন্দ্র নাথ রায়, সন্তোষ সরদার, এড. চিত্ত রঞ্জন সরকার, তাপস বসু, উত্তম সাধু, মনোহর সানা, দুলাল বিশ্বাস, উত্তম দাশ, শংকর দেবনাথ, তৃপ্তি রঞ্জন সেন, অনাথ বন্ধু সরকার, কৌস্তভ রঞ্জন সানা, হেমেশ চন্দ্র মন্ডল, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, মতিলাল সিংহ, অপুর্ব রায়, বিমল পাল, জগদিশ রায়, দিপঙ্কর মন্ডল, সুকৃতি মোহন, দেবব্রত রায়, গুরুদাশ রায়, নিহার রঞ্জন সানা, পরেশ মন্ডল, অখিল মন্ডল, পীযুষ সাধু, স্বপন ঘোষ, রবীন্দ্রনাথ দত্ত, অসিত সাহা ভোলা।

নেতৃবৃন্দ নির্যাতনের শিকার সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং দোষীদের আইনের আওতায় আনা ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরনের ব্যবস্থা গ্রহনের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

শুক্র ও শনিবার অবরোধ স্থগিত

জনগণের সুবিধার কথা চিন্তা করে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্র ও শনিবার স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এ তথ্য জানিয়ে অবরোধ স্থগিতের ঘোষণা দেন।

ভিডিও বার্তায় ওসমান ফারুক বলেন, ‘জনগণের সুবিধার কথা চিন্তা করে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্র ও শনিবার স্থগিত করা হয়েছে। রোববার থেকে আবারো অনির্দিষ্টকালের অবরোধ শুরু হবে।’