Friday, June 14, 2013

কৃষি উপকরণের মূল্য কমানোর দাবীতে সিপিবি’র সমাবেশ

পাইকগাছায় সদ্য কারামুক্ত বামনেতাকে সংবর্ধনা ও বাজেটে কৃষি উপকরনের মূল্য কমানোর দাবীতে কমিউনিষ্ট পার্টির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাসস্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্টে উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক কমরেড সুভাষ সানা মহিম, কমরেড এ্যাড. প্রশান্ত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কমরেড বিপ্লব কান্তি মন্ডল, কমরেড হাবিবুর রহমান ও কমরেড শিশির সরকার। সমাবেশ শেষে সদ্য কারামুক্ত কমরেড শিশির সরকারকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

পাইকগাছায় নিহত গৃহবধুর পরিবার কর্তৃক স্বামীর বাড়ীতে লুটপাট

পাইকগাছায় নিহত গৃহবধুর পরিবার কর্তৃক হত্যা মামলার আসামী (স্বামীর) বাড়ীতে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে গত ৪ দিনেও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক করেনি। এলাকায় পুলিশ আতংক বিরাজ করছে।

জানাযায়, গত মঙ্গলবার উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামের একটি চিংড়ী ঘেরের পাশ থেকে ভাসমান অবস্থায় পুলিশ পাতড়াবুনিয়া গ্রামের হাশেম আলী গাইনের দ্বিতীয় স্ত্রী কহিনুরকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আজমল হোসেন বাদী হয়ে স্বামীসহ একাধিক ব্যক্তিকে আসামী করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এদিকে মামলার পর হতে হাশেম আলীর পরিবারের লোকজন পলাতক থাকার সুযোগে নিহত গৃহবধুর শান্তা গ্রামের পরিবারের লোকজন গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাশেম আলীর বাড়ী হতে নসিমন, সোলার, চিংড়ী ঘেরের মাছ লুটপাট করেছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে শান্তা গ্রামের লোকজন একটি নসিমন নিয়ে গেছে বলে ইউপি সদস্য আব্বাস মোল্যা জানান।

লুটপাটের ঘটনার আংশিক স্বীকার করে (ওসি তদন্ত) ওমর ফারুক বলেন-চিংড়ী ঘেরের মাছ লুটপাটের খবর শুনেছি, তবে অন্য কোন মালামাল লুট করেছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি। এছাড়াও অচিরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন সম্ভব বলে তিনি জানান।

আজ চে গুয়েভারা'র ৮৫ তম জন্মদিন

মানুষের মুক্তির চিরন্তন চেতনার নাম এর্নেস্তো চে গুয়েভারা। তিনি সারা পৃথিবীতে বেঁচে আছেন আদর্শ ও সংগ্রামের প্রতীক হয়ে। শাসনে-শোষণে পিষ্ট পৃথিবী তাঁর ভেতরে জাগিয়ে দিয়েছিল মানুষের প্রতি তীব্র ভালোবাসা। লাতিন আমেরিকার সাধারণ মানুষের দারিদ্র্যলাঞ্ছিত জীবন তাঁকে টেনেছিল সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এক আপসহীন লড়াইয়ের পথে।

সে পথে হেঁটে যেতে যেতে বারবার তিনি উচ্চারণ করেছেন মহাকাব্যিক জীবনের জয়গান— ‘আস্তা লা ভিকতোরিয়া সিয়েম্প্রে’; যার মানে ‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো’।

তাঁর জন্মদিনে Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাঁকে।


মোবাইল নম্বর ঠিক রেখে বদলানো যাবে অপারেটর

চাইলেই মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করা যায় বিশ্বের বিভিন্ন দেশে। ফলে কোনো অপারেটরের সেবার মান ভালো না লাগলে নম্বরের কোনো পরিবর্তন না করেই অন্য অপারেটরের সেবা নেয়া যায়। এই সেবাকে বলে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সিস্টেম (এমএনপিএস)।

বাংলাদেশে এই সেবাটি চালুর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে নম্বর পরিবর্তনের যন্ত্রণা থেকে বাঁচতে ভালো নেটওয়ার্ক, গ্রাহকসেবা ও সুলভ মূল্যের সেবা পেতে যে কোনো গ্রাহক চাইলেই অপরেটর পরিবর্তন করা যাবে। এর ফলে উন্নত সেবা দিয়ে গ্রাহক ধরে রাখতে মোবাইল অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছে বিটিআরসি।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক রাকিবুল হাসান স্বাক্ষরিত নির্দেশনা অনুসারে, মোবাইল অপারেটরদের আগামী তিন মাসের মধ্যে এমএনপিএস সেবা চালুর জন্য প্রস্তুতি নিতে হবে। সাত মাস পরে গ্রাহক পর্যায়ে এ সেবা প্রদান শুরু করতে নির্দেশনা দিয়েছে কমিশন।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক আবেদন করেলেই তিন কর্মদিবসের মধ্যে এ সেবা দিতে অপারেটরগুলো বাধ্য থাকবে। এজন্য সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নিতে পারবে তারা। তবে একবার অপারেটর পরিবর্তনের ৪৫ দিনের মধ্যে পুনরায় অপারেটর বদল করা যাবে না।

আজ জামাইষষ্ঠী; ৩০ জ্যৈষ্ঠ, ১৪২০ বাংলা

বারো মাসের তেরো পার্বণে বাঁধা বাঙালি হিন্দুসমাজের জীবনাচার। এর কোনোটি ধর্মীয় প্রথা, কোনোটি লৌকিক। জামাইষষ্ঠী একটি লৌকিক প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকে এ প্রথার উদ্ভব। মূলত, বৈদিক সমাজ থেকেই জামাইষষ্ঠী উদ্যাপিত হয়ে আসছে।


সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হওয়ায় ঝড়ো হাওয়ার আশংকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার রাতে আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য তুলনামূলকভাবে বেশি।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূল এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।

পাইকগাছার বৃদ্ধা করিমুন্নেছা হত্যা মামলা

প্রতিপক্ষদের দমনে ঘুমের বড়ি খাইয়ে অজ্ঞান করে হাত-পা কেটে হত্যা

উপজেলার খড়িয়া (খালেরগোড়া) গ্রামের বৃদ্ধা করিমন্নেছা (৫০) কে ঘুমের বড়ি খাইয়ে অজ্ঞান করে হাত-পা কাটা হয়েছিল প্রতিপক্ষদের দমন করতে মামলা করার জন্য। কিন্তু বিধিবাম, করিমন্নেছার ক্ষতস্থান দিয়ে অঝোরে রক্ত ঝরতে-ঝরতে এক পর্যায়ে রক্ত শূন্যতায় হতভাগী করিমন্নেছা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুকে পুজি করে প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় রীতিমত হত্যা মামলা দায়ের করা হয়। গত শনিবার ঘটনায় জড়িত সন্দেহে ধৃত একই গ্রামের মৃত আজগর ঢালীর পুত্র আবুল কাশেম ঢালী (৪৮) পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন।

উল্লেখ্য, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া খালেরগোড়া এলাকায় গত বছরের ১৪ সেপ্টেম্বর ভোরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ বাবু শিকারী ধারালো দা দিয়ে বৃদ্ধা করিমন্নেছাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেছে এমন অভিযোগে হতভাগীর স্বামী ফজলে সানা বাদী হয়ে বাবু শিকারী, ইউনুস সানা, রুহুল আমিন ঢালী, শাহিনুর রহমান, সাইফুল সানা, সাপি বেগম, শাহানারা বেগম, এনায়েত ঢালী ও জবেদ সানাকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পার হয়ে গেলেও পুলিশ আসামী গ্রেফতার করতে না পারায় বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেড কোয়াটারের নির্দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মামলার তদন্তভার সিআইডি’তে হন্তান্তর করা হয়।

খুলনা জেলা সিআইডি ইন্সপেক্টর সরদার মো. হায়াত আলী বলেন, দীর্ঘদিন তদন্ত শেষে গত ৮ জুন শনিবার সকালে খড়িয়া গ্রাম থেকে আবুল কাশেম ঢালীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আবুল কাশেম ঢালীর বরাত দিয়ে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অত্র মামলার আসামীদের পৃথক তিনটি গ্রুপের সাথে গোলযোগ রয়েছে। প্রতিপক্ষ ওই তিন গ্রুপ একত্রিত হয়ে আসামীদের ঘায়েল করতে এ ধরনের ঘৃণিত পরিকল্পনা সাজিয়েছিল। তবে কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। আবুল কাশেম ঢালীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী ঘটনায় অন্যান্য জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিআইডি ইন্সপেক্টর মোঃ আবুল হায়াত জানিয়েছেন।