Sunday, January 5, 2014

পাইকগাছা-কড়ুলিয়া খেয়াঘাট

পাইকগাছা পৌরসভা থেকে কড়ুলিয়া গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম শিবসার এই খেয়াঘাট। শিবসা নদীর যে মৃতপ্রায় অবস্থা ! কিছুদিন পর এই ঘাটের প্রয়োজনীয়তা হয়তো আর থাকবে না !!! হেঁটেই পার হবে মানুষ।


সোমবার থেকে ৪৮ ঘণ্টা হরতাল, অবরোধও চলবে

নির্বাচন বাতিলের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক রবিবার সন্ধ্যায় তার গুলশানের বাসভবনে এ কর্মসূচি ঘোষণা করেন।

পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীসহ ৬ ব্যক্তি আটক

পাইকগাছায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। গত দু’দিনে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে সন্দেহজনক পটুয়াখালী জেলার দু’যুবক ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এক যুবকসহ ৩ জনকে পুলিশ আটক করে।

এর আগে শনিবার সন্ধ্যায় মঠবাটী গ্রামের মৃত তালুকদার বিশ্বাসের পুত্র মোকছেদ বিশ্বাস (৬৫), গদাইপুর গ্রামের মৃত নওয়াব আলী গোলদারের পুত্র হাবিবুর রহমান (৩৫) ও আফছার গাজীর পুত্র আজুবর রহমান আজু (৩০) কে আটক করে।

এ ব্যাপারে ওসি এম. মসিউর রহমান জানান, নাশকতার আশঙ্খায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করা হয় এবং সন্দেহজনক আটক বহিরাগত ৩ যুবকের প্রকৃত পরিচয় ও কর্মকান্ড যাচাই-বাছাইয়ের চেষ্টা চলছে।