Sunday, September 8, 2013

পাইকগাছায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত

পাইকগাছায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে র‌্যালী শেষে বঙ্গবন্ধু ভাস্কর্য চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। 


আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান, পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, অধ্যাপক সেকেন্দার হায়াত।

পাইকগাছায় পোস্টাল অর্ডারের সংকট; বিপাকে চাকুরী প্রার্থীরা

পাইকগাছায় পোস্টাল অর্ডারের সংকট দেখা দিয়েছে উপজেলা পোষ্ট অফিসে। ফলে পোস্টাল অর্ডার সংগ্রহ করতে না পারায় বিপাকে পড়েছেন চাকুরী প্রার্থীরা। শেষদিন হওয়ায় আবেদন করা থেকে বঞ্চিত হতে হয়েছে অনেককেই। চহিদা অনুযায়ী সরবরাহের দাবী জানিয়েছে ভূক্তভোগী এলাকাবাসী।

সুত্রমতে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর ক্ষেত্রে প্রয়োজন হয় ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ও পোস্টাল অর্ডার। কিছু কিছু প্রতিষ্ঠানে শুধুমাত্র পোস্টাল অর্ডারের প্রয়োজন হয়। এক্ষেত্রে পোস্টাল অর্ডার সংগ্রহের একমাত্র মাধ্যম হচ্ছে পোস্ট অফিসগুলো। এক্ষেত্রে রোববার কয়েকটি প্রতিষ্ঠানের আবেদনের শেষ তারিখ হওয়ায় উপজেলা পোষ্ট অফিসের পোস্টাল অর্ডার সংগ্রহ করতে গিয়ে না পেয়ে হতাশ হতে হয় শত শত চাকুরী প্রার্থীদের।

এ ব্যাপারে দেলুটি থেকে আসা প্রকাশ চন্দ্র মন্ডল বলেন, ২‘শ টাকা খরচ করে সদরে এসে পোস্টাল অর্ডার না পাওয়ার কারনে আবেদনের শেষ তারিখ হওয়ায় বঞ্চিত হতে হয়েছে।

উপজেলা পোষ্ট মাষ্টার আব্দুল হামিদ জানান, কিছু কিছু সময় চাহিদা বেড়ে যাওয়ায় এ ধরনের সংকট সৃষ্টি হয়।

পাইকগাছায় আরইআরএমপি প্রকল্পে ১‘শ হতদরিদ্র মহিলা নিয়োগ

পাইকগাছায় আরইআরএমপি প্রকল্পের আওতায় ১‘শ হতদরিদ্র মহিলাকে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর, মেম্বর, চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে লটারীর মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবীর জানিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, অবহেলিত বিধবা, স্বামী পরিত্যাক্তা ও দুঃস্থ অসহায় মহিলাদের কর্মসংস্থানের জন্য সরকারের গৃহিত আরইআরএমপি’র প্রকল্পের আওতায় দু’বছর মেয়াদে প্রত্যেক ইউনিয়নে ১০ জন করে উপজেলার ১০ ইউনিয়নে মোট ১শ জন হতদরিদ্র নারী গ্রামীন রাস্তাঘাট মাটিদ্বারা মেরামতের কাজ করবেন।

প্রকল্প মেয়াদে প্রতিটি ইউনিয়নে ২০ কিলোমিটার রাস্তার কাজ মেরামত করবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন। এসমস্ত নারীরা প্রতিদিন দেড়শ টাকা হারে মাসে সাড়ে ৪ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে বলে জানা গেছে।