Thursday, June 29, 2017

পাইকগাছায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপর হামলা; আহত ৩

পাইকগাছায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ নেতা জি,এম ইমরান হোসেন রাজু'সহ ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পৌরসভার বাতিখালী গ্রামের জি,এম ইমান আলীর ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন রাজু (২৫), পাইকগাছা কলেজের সহকারী অধ্যাপক নাথ বিষ্ণুপদ’র ছেলে অনলাইন সংবাদ মাধ্যম 'ভয়েস অফ পাইকগাছা'র সম্পাদক উত্তীয় দেবনাথ (২৫) ও সরল গ্রামের মঈনুল ইসলামের ছেলে রাকিব বিল্লাহ (২৫) ঘটনার দিন বুধবার বেলা ২টার দিকে গদাইপুর গ্রামের রঞ্জন ভদ্রের ছেলে  ইন্টারনেট মার্কেটার বন্ধু রাজু ভদ্র’র বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে এসে কয়বন্ধু মিলে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে কিছুক্ষণ সময় কাটায়। 

পরে সেখান থেকে ফিরে আসার সময় পাশে অবস্থানরত রিপন ও জাহিদের নেতৃত্বে ২০-২৫ জন নামধারী ছাত্রলীগ নেতাকর্মী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন রাজুর উপর অতর্কিত হামলা করে।  এসময় ঠেকাতে গেলে তারা উত্তীয় ও রাকিবের উপর হামলা চালায়। এতে রাজু, উত্তীয় ও রাকিব আহত হয়। 

স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে রাজু'র মাথায় গুরুত্বর জখম হওয়ায় তার অবস্থা আশংকাজনক। 

এ ঘটনায় ইমরান হোসেন রাজু'র পিতা জি,এম ইমান আলী বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেছেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান,  হামলার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।