Friday, July 14, 2017

পাইকগাছায় পারিবারিক কবরস্থানে শায়িত হলেন এমপি পত্নী মোমেনা হক

সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের সহধর্মিনী বেগম মোমেনা হকের জানাযা শেষে নিজ গ্রাম পুরাইকাটিস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার বিকালে পুরাইকাটি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, কয়রার উপজেলা চেয়ারম্যান মাওঃ আ.খ.ম. তমিজউদ্দীন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, কয়রা’র ওসি এনামুল হক, এমপিপুত্র শেখ মনিরুল ইসলাম ও আমিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ  কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, ওসি (তদন্ত) এস.এম. জাবীদ হাসান, আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, হেদায়েত আলী টুকু, উপাধ্যক্ষ আফছার আলী, আবুল বাশার বাবুল সরদার, সরদার গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, কয়রার ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কাওসার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, আমির আলী গাইন, এস.এম. শফিকুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, কাজী আব্দুস সালাম বাচ্চু, এ্যাডঃ জি,এ সবুর, জি.এম. আব্দুস সাত্তার, অধ্যক্ষ রবিউল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, শেখ আনিছুর রহমান মুক্ত, এস,এম, সামছুর রহমান, মোস্তাফিজুর রহমান, মোস্তফা রফিকুল ইসলাম, গাজী আজিজুল হক, মাওঃ আফছারুদ্দীন ফিরোজী, উপাধ্যক্ষ সরদার মো‏হাম্মদ আলী, ইমরুল হাসান অমি, জি,এম, ইকরামুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, শেখ আব্দুস সাত্তার ও প্রভাষক ময়নুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জানাযা পরিচালনা করেন মাওঃ দিছার উদ্দীন। এর আগে দুপুরে খুলনায় মরহুমার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এমপি পত্নী মোমেনা হক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনার বাসভবনে মৃত্যুবরণ করেন। আগামী রবিবার বিকালে পুরাইকাটিস্থ বাসভবনে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাইকগাছায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

পাইকগাছায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। হাঁস চুরির অভিযোগে ব্যবসায়ী শাহিনুর রহমান জুম্মন সরদার ও হাসান নামে দুই শিশুকে কয়েক ঘণ্টা গাছে বেঁধে রেখে নির্যাতন করে বলে শিশুসহ তাদের পরিবার অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বান্দিকাটি গ্রামের ভাড়াটিয়া হাবিল সরদারের ছেলে ও মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জুম্মন সরদার ও গোপালপুর গ্রামের কছিমউদ্দীন মোড়লের মঠবাটী মাদরাসার ৫ম শ্রেণী পড়ুয়া ছেলে হাসান ও তাদের সহপাঠী জাহিদুল শুক্রবার দুপুরের দিকে খেলা শেষে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ভিতর থেকে প্রতিবেশী পুরাইকাটি গ্রামের ব্যবসায়ী ছবেদ আলীর ছেলে শাহিনুর রহমানের একটি হাঁস মেরে ও অপর ৩টি হাঁস ধরে নিয়ে বিক্রি করতে নিয়ে যায়। পরে টের পেয়ে শাহিনুর রহমান শিশু জুম্মন ও হাসানকে ধরে এনে বসত বাড়ীর আম গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে মারপিট করে বলে জুম্মনের মা পারভীন বেগম জানিয়েছেন। কয়েক ঘণ্টা বেঁধে রাখার পর সন্ধ্যার পূর্ব মুহুর্তে স্থানীয় লোকজন তার বাড়িতে জড়ো হলে তখন দুই শিশুকে তাদের অভিভাবকের নিকট ছেড়ে দেয়।
এ ব্যাপারে সরেজমিন গেলে ঘটনার সত্যতা স্বীকার করে শাহিনুর রহমান বলেন, আমি রাগের বশে দুই শিশুকে কিছু সময়ের জন্য গাছের সাথে বেঁধে রাখি। পরে আমি ভুল বুঝতে পেরে তাদেরকে ছেড়ে দেই।

ভোলায় পাইকগাছার সন্তান জিমি'র ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় পাইকগাছার সন্তান সহকারী কর কমিশনার জিএম সাহিনুর রশিদ জিমি'র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের গাজীপুর রোডের সরকারি কোয়ার্টারে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জিএম সাহিনুর রশিদ জিমি'র লাশ পাওয়া যায়। 
সাহিনুর ভোলার কর সার্কেল-১০ এ কর্মরত ছিলেন। তার বাড়ি পাইকগাছা উপজেলায়। সাহিনুর রশিদ জিমি ৩৩তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে জাতীয় রাজস্ব বোর্ডে যোগদান করেন। 


ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, সাহিনুর শহরের গাজীপুর রোডের সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন। “বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।”
ওসি বলেন, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিতের জন্য পুলিশ ঘটনার তদন্ত করছে। 
খবর পেয়ে নিহতের মা ও সেনা কর্মকর্তা বড় ভাই হেলিকপ্টার যোগে শুক্রবার ১১টার দিকে  ভোলায় আসেন। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ভোলার সিভিল সার্জন রথিন্দ্রনাথ রায় জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

পৌর সদরে ইজিবাইক প্রবেশে বাধা; সমস্যা নিরসনে এমপি’র উদ্যোগ

পাইকগাছায় বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের বাধার কারণে পৌর সদরে ঢুকতে পারছেন না ইজিবাইক চালকরা। পৌর অভ্যন্তরে প্রবেশদ্বার তেলপাম্প সংলগ্ন এলাকায় বাস শ্রমিকদের বাধার সম্মুখিন হচ্ছেন ইজিবাইক চালকরা। বাধার কারণে গত ৪ দিন যাবৎ বিপাকে রয়েছেন তারা। বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। বাস শ্রমিকদের বাধা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তাদের স্বরণাপন্ন হয়েছেন ঐক্যবদ্ধ ইজিবাইক চালকরা।

উল্লেখ্য, পাইকগাছা কপিলমুনি সড়কে প্রায় শতাধিক ইজিবাইক চলাচল করে। আর এই ইজিবাইক শতাধিক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। বর্তমানে বাস শ্রমিকদের বাধার কারণে ইজিবাইকের কিস্তি পরিশোধ নিয়ে মহাবিপাকে পড়েছেন চালকরা। বৃহস্পতিবার বিকালে শতাধিক চালক ইজিবাইক নিয়ে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিষয়টি নিরসনে এমপি’র হস্তক্ষেপ কামনা করেন। পরে সংসদ সদস্য দু’পক্ষকে সাথে নিয়ে বিষয়টি নিরসন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান ও ওসি আমিনুল ইসলাম বিপ্লবকে নির্দেশ দেন।

পাইকগাছায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা

পাইকগাছায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা। এ লক্ষ্যে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের অনুমোদন পেলে আগামী দু’একদিনের মধ্যে মেলা উদ্বোধন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করতে পারেন বলে আয়োজক কমিটির প্রধান রুহুল আমিন বাপ্পি জানিয়েছেন। তিনি জানান, উপজেলা পর্যায়ে এ ধরণের মেলা সচারাচর হয়ে থাকে না। এ মেলা এলাকার বিনোদন প্রিয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশু-কিশোরদের বিনোদনের জন্য মেলায় বর্ণাঢ্য আয়োজন রয়েছে।
পাইকগাছা কলেজের প্রভাষক মাসুদুর রহমান মন্টু জানান, এলাকায় শিশুদের জন্য বিনোদনের কোন ব্যবস্থা নাই। শুধু শিশু নয় সব শ্রেণির মানুষের জন্য হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলার মাধ্যমে এলাকার শিশু-কিশোর ও সব ধরনের মানুষের বিনোদনের চাহিদা পূরণ হবে।
তবে বর্ষা মৌসুম হওয়ায় কিছুটা হলেও মেলার মূল উদযাপন ব্যাহত হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। এ ক্ষেত্রে বর্ষা মৌসুমকে মাথায় রেখে পর্যাপ্ত অনুকূল পরিবেশ বজায় রাখা হবে বলে আয়োজকরা জানান।
মেলার স্বাজ-স্বাজ রব দেখে ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে।

সহকারী কর কমিশনার সাহিনুর রশিদ জিমি'র ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় পাইকগাছার সন্তান সহকারী কর কমিশনার জিএম সাহিনুর রশিদ জিমি'র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের গাজীপুর রোডের সরকারি কোয়ার্টারে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জিএম সাহিনুর রশিদ জিমি'র লাশ পাওয়া যায়।
সাহিনুর ভোলার কর সার্কেল-১০ এ কর্মরত ছিলেন। তার বাড়ি পাইকগাছা উপজেলায়। সাহিনুর রশিদ জিমি ৩৩তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে জাতীয় রাজস্ব বোর্ডে যোগদান করেন।


ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, সাহিনুর শহরের গাজীপুর রোডের সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন। “বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।”
ওসি বলেন, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিতের জন্য পুলিশ ঘটনার তদন্ত করছে।
খবর পেয়ে নিহতের মা ও সেনা কর্মকর্তা বড় ভাই হেলিকপ্টার যোগে শুক্রবার ১১টার দিকে ভোলায় আসেন। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ভোলার সিভিল সার্জন রথিন্দ্রনাথ রায় জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।