Thursday, March 27, 2014

পাইকগাছায় ৮০ ভাগ নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক

পাইকগাছার অধিকাংশ নলকূপে মাত্রা অতিরিক্ত আর্সেনিক ধরা পড়লেও ২০০৩ সালের পর আর কোন পরীক্ষা না হওয়ায় আর্সেনিক সংক্রান্ত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা নির্ণয় করা হচ্ছে না। ২০০৯ থেকে ২০১২ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ১০০ জন আর্সেনিক আক্রান্তের তালিকা করা হয়েছে।

পাইকগাছায় সরকারিভাবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ২০০৩ সালে অগভীর নলকূপে আর্সেনিক পরীক্ষা করে। পাইকগাছা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে পরীক্ষা কার্যক্রম চালানো হয়। তবে যথেষ্ট পরিমাণ আর্সেনিক পরীক্ষার যন্ত্রপাতি, মেডিসিন ও লোকবল না থাকায় উপজেলার সকল নলকূপে এ পরীক্ষা চালানো সম্ভব হয়নি বলে সংশি­ষ্ট সূত্রে জানা যায়।

তবে যেগুলিতে পরীক্ষা কার্য চালানো হয়েছে তার অধিকাংশতেই আর্সেনিক ধরা পড়েছে। এদিকে এ পানি পান করে অনেকেই আর্সেনিক আক্রান্ত রোগে ভুগছে। ২০০৩ সালের পর থেকে প্রায় ১১ বছর পার হলেও আর কোন জরীপ কার্য না করে শুধুমাত্র ধারণার উপর চলছে এ সংক্রান্ত কার্যক্রম।

সরকারি তথ্য মতে, পাইকগাছায় ১৩ হাজার ৬ শত ৩৫টি নলকুপ পরীক্ষা করে ৮ হাজার ৭৬টি নলকূপে আর্সেনিক পাওয়া যায়। যার গড় পরিমাণ ৬০%। পাইকগাছা পৌরসভায় ১১০৮টির মধ্যে আর্সেনিক ধরা পড়ে ১৯৬টিতে। যার গড় পরিমাণ- ১৯%। উপজেলার ২১৪টি গ্রামের মধ্যে ৯৫টি গ্রামে আর্সেনিক পরীক্ষা করে গড় হার দেখা যায় ৮০%।

এদিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিস সূত্রে জানা যায়, বর্তমান পাইকগাছায় সরকারি নলকূপের সংখ্যা ৪১৫৩টি। যার মধ্যে আর্সেনিকজনিত কারণে নষ্ট হয়েছে ১৮৬৩টি।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স সূত্রে জানা যায়, ২০১২ সালে পরীক্ষা করে ১১ জনের মধ্যে আর্সেনিক পাওয়া গেছে। যার মধ্যে গোপালপুর গ্রামের আব্দুর রউফ, লতার ক্ষিরোদ রায়, মালথের আবুল হোসেন, সাহপাড়ার বাবুল সরদার, হরিঢালীর আব্দুল গফফার গাজী, হোসেন আলী গাজী গফফার সরদার, গদাইপুরের ওয়াজেদ সরদার, সোনাতনকাটির শিউলী বেগম, গদাইপুরের নেছার শেখ, তকিয়ার আনোয়ার সরদার।

জুলাই ২০০৯ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত পাইকগাছা উপজেলায় অতি মাত্রায় আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ জন। যার মধ্যে হরিঢালী ইউনিয়নে ১৫ জন, কপিলমুনিতে ৪ জন, লতায় ৭ জন, সোলাদানায় ১ জন, লস্করে ২৫ জন, গদাইপুরে ৩৩ জন, রাড়ুলীতে ৩ জন ও চাঁদখালীতে ১২ জন।

আর্সেনিকের ব্যাপারে দ্রুত সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ পেতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সরকারের কাছে দাবী জানিয়েছেন।

ফ.র.ম. কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের ২০১৪ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের এক সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

অত্র কলেজের ছাত্রী সদিয়া পারভীন জ্যোতি’র পরিচালনায় ও কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, শেখ রুহুল কুদ্দুস। বক্তব্য রাখেন, গাজী নূর মোহাম্মদ, প্রভাষক ময়নুল ইসলাম, শহীদুল ইসলাম, মুশফিক হুমায়ুন কবির পিন্টু, আবু সাবাহ, মুনসুর আহম্মেদ, বিদায়ী ছাত্রী তামান্না বুশরা মুন্নী, মাকতুবা খাতুন, সুজাতা আমিন, উম্বিয়া খাতুন।

পাইকগাছায় লোনাপানি কেন্দ্রে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে কেন্দ্রের অডিটরিয়ামে প্রতিযোগিতা শেষে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস.বি সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক শামসুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী, মোল্লা এম.এন. মামুন সিদ্দিকী, ফারাজুল কবির, সাবরিনা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন, খন্দকার সাকির হোসেন, মুশফিকুর রহমান, মুজিবর রহমান, আব্দুর রশিদ, কাইয়ুম হোসেন ও মোঃ মানিক মিয়া।

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসি সভা

পাইকগাছায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, ওসি এম. মসিউর রহমান। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিন্টু ও হাফেজ মাওঃ জালাল উদ্দীন।

সভায় আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল (১ লাখ আইউ) ও (২ লাখ আইউ) খাওয়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

উত্তরণ প্রকল্প ও উপজেলা ভূমি কমিটির মতবিনিময় সভা

পাইকগাছায় “খাস জমি ও জলয় প্রকৃত ভূমিহীন মৎস্যজীবীদের অধিকারে অন্তরায় ও করণীয়” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ (অপরাজেয়) প্রকল্প ও উপজেলা ভূমি কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমি কমিটির সভাপতি অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, সমবায় কর্মকর্তা এফ.এম. সেলিম আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা নরোত্তম বৈরাগী, বন কর্মকর্তা প্রেমানন্দ দাশ, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল।

বক্তব্য রাখেন, কমরেড শেখ আব্দুল হান্নান, শেখ সাদেকুজ্জামান, সাংবাদিক আব্দুল আজিজ, প্রভাষক ময়নুল ইসলাম, পারুল রাণী মন্ডল, রেখা রাণী বিশ্বাস ও উত্তরণের আবুল কালাম আজাদ, সাহাবুদ্দীন মোড়ল এবং আজিজুর রহমান।

পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দারের সভাপতিত্বে “দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, রেজাউল করিম, সমবায় কর্মকর্তা এফ.এম. সেলিম আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন।

বক্তব্য রাখেন, সাংবাদিক গাজী সালাম, আব্দুল আজিজ, শিক্ষক সেরিনা আক্তার বানু, শিল্পী পারভীন, আশুতোষ মন্ডল, আলমগীর কবির, দেবাশীষ রায় ও শিক্ষার্থী বর্ষা চক্রবর্তী।

পাইকগাছায় ব্যবসায়ী পরিবারকে অচেতন করে সর্বস্ব লুট

পাইকগাছায় এক ব্যবসায়ী পরিবারকে অচেতন করে সর্বস্ব লুট করার ঘটনা ঘটেছে। বাড়ীর ভাড়াটিয়ারা চেতনানাশক দিয়ে বুধবার রাতে এ ঘটনা ঘটায় বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। অচেতন পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের ব্যবসায়ী শেখ আব্দুল হাকিমের বাসাবাড়ী গত দু’সপ্তাহ আগে ঔষধ কোম্পানীর এক দম্পত্তি ভাড়া নেয়। ঘটনার দিন বুধবার রাতে ভাড়াটিয়া দম্পত্তি দধি এবং তরকারির সাথে চেতনানাশক মিশিয়ে বাড়ীর মালিক আব্দুল হাকিম ও তার পরিবারকে খাইয়ে দেয়।

রাতে পরিবারের লোকজন অচেতন হয়ে পড়লে ভাড়াটিয়ারা বাড়ীর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারীর ভিতরে থাকা নগদ আড়াই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণাংকার সহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।

পরে সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় আব্দুল হাকিম, স্ত্রী লতিফা খানম ও পুত্র লাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পাইকগাছায় এক চিংড়ি ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

পাইকগাছায় এক ব্যবসায়ীর বাসভবন থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। জানা গেছে, গত ২৫ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা পাইকগাছা চিংড়ি বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার উদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেলটি তার বাসভবনের বারান্দা থেকে চুরি হয়ে যায়।

ডিসকভার মোটরসাইকেল, যার নং: খুলনা-হ ১১-৫৯৯১।
মোটরসাইকেলটি বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে।