Thursday, January 2, 2014

শিবসা নদীর বুকে চর

যে শিবসা নদীতে এক সময় বড় বড় লঞ্চ ডুবতো, আজ সেখানে হাঁস ও ডুবতে পারবেনা !!!


ছবিটি আমাদের পাঠিয়েছেন Gm Rajib.

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৪ অনুষ্ঠিত

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা, ওসি এম. মসিউর রহমান, প্রধান শিক্ষক সুরাইয়া বানু। 


বক্তব্য রাখেন, শিক্ষক শংকর কুমার সরকার, অজিত কুমার সরকার, পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, মোঃ ফজলুল আযম, মোঃ নুরে আলম সিদ্দিকী, মৃণাল কান্তি রায়, প্রণব কান্তি বিশ্বাস, মোঃ রোকনুজ্জামান ও জিন্নাতুন্নেছা।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৪ অনুষ্ঠিত

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক অপু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে আহত হয় কলেজ ছাত্র অভিজিৎ

পাইকগাছায় গুলিবিদ্ধ নয় দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে আহত হয় কলেজ ছাত্র অভিজিৎ বিশ্বাস। এ ঘটনায় প্রথমে গুলিবিদ্ধের ঘটনা শোনা গেলেও সর্বশেষ পুলিশের তদন্তে বোমা বিস্ফোরণের বিষয়টি বেরিয়ে এসেছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার প্রথম প্রহর (রাত ১টার দিকে) ছাত্রাবাসের ভাড়ার টাকাকে কেন্দ্র করে পৌর সদরের সরল গ্রামের মানিক মন্ডলের পুত্র অচিন্ত সহ ২/৩ জন দুর্বৃত্ত একই এলাকার ৫নং ওয়ার্ডের সঞ্জিব বিশ্বাসের পুত্র খুলনা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অভিজিৎ বিশ্বাস (১৭)-এর বাড়িতে হামলা চালিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কলেজ ছাত্র অভিজিৎ মারাত্মক আহত হয়।

ঘটনার পর দুর্বৃত্তরা অভিজিতের পায়ে গুলি করেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় আহত ছাত্রের মা শেখরা বিশ্বাস বাদী হয়ে অচিন্ত, সুদীপ্ত ও পার্থ ৩ যুবকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করে।

এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত পার্থ নামের এক যুবককে আটক করেছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস,আই খালেক জানান, বিষয়টি গুলিবিদ্ধ নয়। দুর্বৃত্তরা বোমা ছুড়লে বোমাটি কলেজ ছাত্র অভিজিতের পায়ে বিস্ফোরিত হয়। এতে তার পা মারাত্মক জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।