Monday, November 18, 2013

পাইকগাছা পৌরসভা বাজার


চলতি সপ্তাহে হরতাল নেই !

চলতি সপ্তাহে দেশবাসীকে হরতালের কবলে পড়তে হচ্ছে না ! দেশের বর্তমান পরিস্থিতি, চলমান ঘটনা, বিএনপির দলীয় কর্মসূচি ও অন্যান্য পরিস্থিতি বিশ্লেষণ করে বিষয়টি কিছুটা নিশ্চিত হওয়া গেছে।

এ সপ্তাহের কর্মদিবস বাকি আছে মাত্র তিনটি। এর মধ্যে ২০ নভেম্বর বুধবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী পালন করবে বিএনপি। পাশপাশি বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস। তাছাড়া বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর করছেন। এসব দিক বিবেচনা করে বিএনপি হরতাল দেবে না এটা মোটামুটি নিশ্চিত।

গত ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রতি সপ্তাহে ৩ দফায় হরতাল পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। কঠোর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেও সার্বিক পরিস্থিতিতে এই সপ্তাহে হরতালের মতো কর্মসূচির সম্ভাবনা নেই বললেই চলে।

এক সপ্তাহের মাঝেই 'উল্টে যাচ্ছে' সূর্য !

হ্যাঁ, ঠিক শুনেছেন একদম। আগামী এক সপ্তাহের মাঝেই সূর্য সম্পূর্ণ উল্টে যাবে। কারণ একটি মহাজাগতিক ঘটনায় সূর্যের যে চৌম্বক ক্ষেত্র আছে তার দুটি মেরু সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যাবে। আর এর ফলে পুরো সৌরজগত জুড়ে বেশ কিছু প্রভাব পড়বে। সূর্য সম্পূর্ণ উলটো দিকে ঘুরে যাবে এটা শুনে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। কারণ সূর্য প্রতি এগারো বছর পর পর তার উত্তর ও দক্ষিণ মেরুর অবস্থান পরিবর্তন করে। এটা মূলত হয় সূর্যের অভ্যন্তরীণ কিছু প্রক্রিয়ার কারণে। কিন্তু কেন এরকম হয় সে ব্যপারে খুব বেশি কিছু জানা যায় না।
 
এ ধরণের ঘটনার ফলে সৌরজগতে ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টি হবে। যে কারণে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ ও বেতার ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হবে। আগস্ট মাসে নাসা জানায়, সূর্যের এই উল্টে যাবার ঘটনা পুরোপুরি সম্পন্ন হতে তিন থেকে চার মাস সময় লাগবে। কিন্তু একদম নিশ্চিতভাবে কোন তারিখ বিজ্ঞানীরা বলতে পারছেন না। তবে অনুমিত সময়ের চেয়ে সূর্যের এই ঘুরে যাওয়ার ব্যপারটি সম্পন্ন হতে আরো তিন থেকে চার সপ্তাহ সময় বেশি লাগতে পারে। সূর্যের মেরু দুটির এই স্থান পরিবর্তনের প্রভাব হতে পারে ব্যাপক। কারণ সূর্যের যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার প্রভাব আমাদের সৌরজগতের শেষ প্রান্তের প্লুটো পর্যন্ত বিস্তৃত। নাসা’র ভয়েজার মহাশূন্যযান যা কিনা দূর মহাশূন্যের উদ্দেশ্যে ছুটে চলেছে সেটি এই প্রভাবের বিষয়টি পর্যবেক্ষণ করে।
 
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের উইলকক্স সোলার অবজার্ভেটরির গবেষকরা এই ঘটনাটি পর্যবেক্ষণ করবেন। এই মানমন্দির থেকে প্রতিদিনই সূর্যের চৌম্বক ক্ষেত্রকে পর্যবেক্ষণ করা হয়। এটির পরিচালক টড হোয়েকসেমা বলেন, “ প্রতি ১১ বছর পর পর সূর্যের এই মেরু পরিবর্তনের ঘটনা ঘটে এর ভেতরের চৌম্বক ক্ষেত্রের কিছু বিশাল পরিবর্তনের কারণে।“

তবে বিজ্ঞানীরা বলছেন, সূর্যের এই মেরু পরিবর্তন বা উল্টে যাওয়ার ঘটনাটি তেমন বিপজ্জনক কিছু নয় ও এটি নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নেই। অন্তত টড হোয়েকসেমা এই ব্যপারে সবাইকে নিশ্চিন্ত থাকতে বলেছেন।

কয়রায় নিজের গুলিতে প্রাণ গেল পুলিশ কনষ্টেবলের

কয়রা থানায় নিজের গুলিতে প্রাণ গেল এক পুলিশ কনষ্টেবলের। নিহত পুলিশ কনেষ্টবল এর নাম জুয়েল রানা (২৫)। কং নং- ৯৮২।

থানা সূত্রে জানা গেছে, নিহত পুলিশ কনষ্টেবল সোমবার দুপুরে কয়রা বাজারে ডিউটি সেরে দুপুরে খাওয়ার জন্য থানায় এসে ব্যারাকে পোশাক খোলার সময় বেলা ১.৪৫ মিনিটে অসাবধানতা বসত নিজের রাইফেলের গুলি বের হয়ে পেটের নাভির পার্শ্বে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। সাথে সাথে তাকে জায়গীরমহল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষন করেন।

নিহত পুলিশ কনষ্টেবল এর বাড়ী বাগেরহাট জেলার মোল্লারহাট থানায়। সে খুলনা পুলিশ লাইন থেকে গত ১১ নভেম্বর হরতালে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কয়রা থানায় এসেছিল। এর কয়েক মাস আগে কয়রায় দায়িত্ব পালন কালে আর এক পুলিশ কনষ্টেবলও গুলিতে মারা গিয়েছিল।

নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ আগামী রবিবার

খুলনায় নতুন ভোটার হওয়া এক লাখ ২ হাজার ৮৫৭ জনের জাতীয় পরিচয়পত্র খুলনায় এসে পৌঁছেছে। একই সাথে এসেছে ছবি সংবলিত ভোটার তালিকা। গতকাল রোববার এগুলো উপজেলায় পাঠানো হয়।

আগামী ২৪ নভেম্বর ২০১৩ রোজ রবিবার থেকে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীরা পরিচয়পত্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিবে। এছাড়া ভোটারাও তাদের স্লিপ নিয়ে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে পারবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত নির্বাচনের তুলনায় খুলনায় এবার দেড় লাখের মত ভোটার বেড়েছে। এর মধ্যে শুধু ২০১২ সালে ভোটার হওয়া ব্যক্তিরা নতুন জাতীয় পরিচয়পত্র পাবেন। খুলনার ৯টি উপজেলা ও মহানগরীতে এই সংখ্যা ১ লাখ ২ হাজার ৮৫৭ জন।

গত শনিবার নতুন জাতীয় পরিচয়পত্র খুলনায় এসে পৌঁছায়। গতকাল রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তারা এগুলো বুঝে নিয়েছেন। আগামী মঙ্গল ও বুধবার ঢাকায় প্রশিক্ষণে যাবেন তারা। এজন্য এ সপ্তাহে কার্ডগুলো দেয়া সম্ভব হচ্ছে না। আগামী রবিবার থেকে কার্ডগুলো তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি পৌঁছে দিবেন। এছাড়া ভোটারাও তাদের স্লিপ নিয়ে নির্বাচন অফিস থেকে পরিচয়পত্র নিয়ে যেতে পারবেন।

যারা ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন তারা সশরীরে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত আবেদন জমা দিয়ে কার্ড নিতে পারবেন।

অপরদিকে ছবি সংবলিত ভোটার তালিকার ৫টি পৃথক সেট খুলনায় পৌঁছেছে। এর মধ্যে তালিকার সাথে মেলানোর জন্য একটি সেট গতকাল প্রত্যেক উপজেলায় পাঠানো হয়। এই তালিকা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে খুলনার জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র উপজেলায় পাঠানো হয়েছে। আগামী রবিবার থেকে এগুলো বিতরণ করা হবে।