Wednesday, December 18, 2013

অবশেষে ফেইসবুকে ‘ডিসলাইক’

বাটন না নিয়ে এলেও অবশেষে ‘ডিসলাইক’ স্টিকার নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। তবে এখনই ওয়েবে ওই ফিচারটি ব্যবহার করা যাবে না। আপাতত ফেইসবুক মেসেঞ্জার থেকেই ব্যবহার করা যাবে এ ডিসলাইক স্টিকার।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত এক ফেইসবুক হ্যাকাথনে তৈরি করা ‘লাইকস’ স্টিকার প্যাকের মধ্যে রয়েছে এ ডিসলাইক স্টিকারটি।

বাটন না আসায় আশাহত হবার কোনো কারণ নেই। স্টিকার দিয়েই জানিয়ে দিতে পারবেন বন্ধুর কোন পোস্টটি পছন্দ হয়নি। লাইকস স্টিকার প্যাকেটে শুধু ডিসলাইকই নয়, আরও বেশ কিছু এ রকম স্টিকার রয়েছে। প্যাকটির মধ্যে রয়েছে সোর থাম্ব, ফিয়ারি থাম্ব, পোক এবং এ রকম আরও অনেক স্টিকার।

ফলে বন্ধুদের পোস্ট দেখে মানানসই স্টিকার ব্যবহার করেই জানিয়ে দেওয়া সম্ভব হবে মনের অনুভূতি। ওয়েব বা মোবাইলের মেসেঞ্জার ভার্সনের স্মাইলি ফেইসের মাধ্যমে স্টিকার স্টোরে গিয়ে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন আকর্ষণীয় এ স্টিকার প্যাকটি।

একটি সচেতনতামূলক বিজ্ঞাপন

আজ বিশ্বজিৎ হত্যাকান্ডের রায় হয়েছে। কি নির্মম এক হত্যাকান্ড ঘটেছিল কিছু অমানুষের দ্বারা। তার চেয়েও অবাক করা বিষয় ছিল হাজার হাজার মানুষ তখন দাড়িয়ে সেই দৃশ্য দেখেছে, সাংবাদিকরা সেই হত্যাকান্ড ভিডিও করায় ব্যস্ত ছিল। কেউ এগিয়ে আসেনি। কেউনা। একজনও না।
 
 
কোন বিপদগ্রস্থ মানুষকে দেখে দাড়িয়ে থাকলেন। দর্শকের ভুমিকা পালন করলেন। আপনি কি বলতে পারবেন আগামীকাল ওই জায়গায় আপনি থাকবেন না? আগামীকাল আপনার অবস্থাও হতে পারে সেই বিপদ্রগ্রস্ত মানুষের মত। তখন আপনার সহায়তায় কেউ এগিয়ে না আসলে কেমন হবে?

কোন বিপদগ্রস্ত মানুষ দেখে অন্ধের মত থাকবেন না। সাহায্যের হাত বাড়িয়ে দিন।

শুক্রবার সব ব্যাংক খোলা

বিরোধী দলগুলোর টানা অবরোধের কারণে শুক্রবার দেশের সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, জনস্বার্থে ২০ ডিসেম্বর (শুক্রবার) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিন ব্যাংকের ‘ক্যাশ ও ক্লিয়ারিংয়ের’ কার্যক্রম চলবে। দুপুরের নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজের জন্য কিছু সময় লেনদেন বন্ধ থাকবে। বাকি সময় গ্রাহকরা অন্যান্য স্বাভাবিক দিনের মতো লেনদেন করতে পারবেন।

পাইকগাছায় ব্যবসায়ী কর্তৃক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে জখম

পাইকগাছায় পথচারী এক ভারসাম্যহীন (পাগল) কে পিটিয়ে জখম করেছে এক বেকারী ব্যবসায়ী। স্থানীয় জনতা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার নতুন বাজারে।

জানা যায়, ঘটনার দিন পথচারী ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তি উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মা বেকারীতে প্রবেশ করে। এসময় বেকারী মালিক ও তার লোকজন তাকে বেদম মারপিট করলে সে জখম হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে বেকারী মালিক কবির জানান, অজ্ঞাত পরিচয়ধারী ওই ব্যক্তি বেকারী থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় তাকে ধাক্কা দিলে সে আঘাতপ্রাপ্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পিংকু কুমার দাশ জানান, আহত ভারসাম্যহীন ব্যক্তির মাথায় গুরুত্বর জখম হওয়ার ফলে ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

পাইকগাছায় এমআররোধ প্রকল্পের সান্মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় অনাকাঙ্খিত গর্ভধারণ ও অনিরাপদ এম আর রোধ প্রকল্পের সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা সুশীলনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল। 


বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বক্তব্য রাখেন, এম আর রোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপালি বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী নাহিদা সুলতানা। সভায় দশ ইউনিয়নের ৫০ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য অংশগ্রহণ করেন।

নিকটবর্তী দূরত্বে শুক্রগ্রহ; খুলনায় পর্যবেক্ষণের ব্যবস্থা

সৌরজগতে পৃথিবীর প্রতিবেশী গ্রহ দু’টি হলো শুক্রগ্রহ ও মঙ্গলগ্রহ। শুক্রগ্রহ বর্তমানে পৃথিবীর কাছাকাছি দূরত্বে অবস্থান করছে। আকারে পৃথিবী ও শুক্রগ্রহ প্রায় কাছাকাছি। পৃথিবীর ব্যাস ১২,৭৫৬ কিলোমিটার আর শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার যা’ পৃথিবীর ৯৫%।

পৃথিবী থেকে শুক্রগ্রহের কলা সুন্দরভাবে দেখা যায়। বর্তমানে শুক্র পৃথিবীর কাছাকাছি চলে এসেছে আর শুক্রের কলাও পৃথিবী থেকে দেখা যাচেছ। এখন সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম কোণের আকাশে যে উজ্জ্বল তারাটি দেখা যাচেছ এটি সন্ধ্যাতারা। এটি তারা নয়, আসলে এটিই শুক্রগ্রহ। বর্তমানে টেলিস্কোপের মাধ্যমে দেখলে ৪/৫ দিনের চাঁদ যেমন দেখায় ইদানীং শুক্রগ্রহ তেমনি দেখা যাচেছ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক ব্যক্তিগত উদ্যোগে এটি পর্যবেণের ব্যবস্থা করেছেন। আজ থেকে কয়েকদিন সন্ধ্যায় খুলনার নিউমার্কেটস্থ সেফ এন্ড সেভ এর পিছনে কেডিএ এপ্রোচ রোডের পার্শ্বে এটি পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এটি দেখার জন্য বিনা পয়সায় সকলের জন্য উম্মুক্ত থাকবে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সকলের সহযোগিতায় এটি পর্যবেক্ষণ করার জন্য প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক আমন্ত্রণ জানিয়েছেন।

পাইকগাছায় ইউনিয়ন জামায়াত নেতা আটক

পাইকগাছায় অভিযান চালিয়ে এক জামায়াত নেতাকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গদাইপুর গ্রামের আব্দুল মতিন গাজীর পুত্র ও গদাইপুর ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল মজিদ গাজী (৪৫) কে আটক করে।

নতুন বাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মামলায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

হরতাল অবরোধে পাইকগাছার চিংড়ি শিল্প ধ্বংসের পথে

পাইকগাছায় চিংড়ী বিপনন সমবায় সমিতির লিঃ নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে উপজেলা চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকগাছার অর্থনীতি চিংড়ির উপর নির্ভরশীল। কিন্তু ঘনঘন হরতাল অবরোধের কারনে এ শিল্প ধ্বংস হতে চলেছে।

ব্যবসায়ীদের মেরুদন্ড ভেঙ্গে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় জীবনের ঝুকি, লুটপাট ও গাড়ী ভাংচুরের আশংকায় ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে চিংড়ি মাছ সরবরাহ করছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা মৎস্য সেক্টরকে হরতাল অবরোধের আওতামুক্ত রাখার দাবী করেছেন। সাথে সাথে পুলিশি ব্যবস্থায় মৎস্য সরবরাহ করার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

আজ বিকাল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কমিশনার মেয়র শেখ কামরুল হাসান টিপু।

বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার, বিমল বাছাড়, মনোহর সানা, গাজী ইমান আলী, রামপ্রসাদ মন্ডল, বিরিঞ্চিলাল মন্ডল, দাউদ শরিফ, আঃ রাজ্জাক, আব্দুর রশিদ, মোঃ বাবুল হোসেন, মোকসেদুর রহমান, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, তুষার কান্তি, আব্দুল মাজেদ, চিত্ত মন্ডল।