Thursday, November 7, 2013

ঘেরবিরোধী আন্দোলনে নিহত করুনাময়ীর ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চিংড়ী ঘের বিরোধী আন্দোলনে নিহত করুনাময়ী সরদারের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দেলুটির হরিণখোলায় করুনাময়ী সরদারের শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পর্নের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়।

পরে মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ও ভূমিহীন নেতা নূর আলী গাজীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নারী নেত্রী ও নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, চালনা পৌর মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

উল্লেখ্য লবনপানির ঘের বিরোধী আন্দোলনে ১৯৯০ সালে ৭ নভেম্বর ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাসের ভাড়াটিয়া সন্ত্রাসীদের গুলিতে ভূমিহীন নেত্রী করুনাময়ী সরদারের মৃত্যু হয়। সেই থেকে অদ্যবধি যথাযথ মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে।

পাইকগাছায় উপজেলা পাবলিক পলিসি ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা পাবলিক পলিসি ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নবলোকের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল চত্ত্বরে ইউপি সদস্য জালালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক অখিল কুমার সরকার, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, নবলোকের জেলা সমন্বয়কারী শেখ মাসুম, উপজেলা সমন্বয়কারী সৈয়দ ইশতিয়াক, বিধান চন্দ্র মন্ডল, ইউপি সদস্য আমেনা বেগম ও ছালেহা বেগম।


সভায় বক্তারা রাসমেলা উপলক্ষ্যে সুন্দরবনে অবাধ প্রবেশাধীকারের উপর কড়াকড়ি আরোপ ও হরিণ নিধন বন্ধে প্রশাসন ও বনবিভাগের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

পাইকগাছায় স্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে হেলিপ্যাড

পাইকগাছায় স্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে হেলিপ্যাড। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও ভিআইপি পর্যায়ের ব্যক্তিদের জরুরী অবতরণের জন্য এ হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

সরকারি নির্দেশনা মোতাবেক স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে হেলিপ্যাড নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। গত তিন দিনে মাঠের মধ্যভাগের মাটি সরিয়ে বালু ভরাট করা হয়েছে এবং প্রয়োজনীয় ইট মজুদ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ জানান, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও ভিআইপি পর্যায়ের ব্যক্তিরা যে কোন মুহুর্তে আকাশ পথে সফর করতে পারেন। তাই জরুরী অবতরণের জন্য স্থায়ীভাবে হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান।

পাইকগাছায় ৯ কেন্দ্রে জেএসসি-জেডিসি’র পরীক্ষার্থী ৫ হাজার

পাইকগাছায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ১ম দিনের জেএসসি ও জেডিসি পরীক্ষা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, চলতি বছর উপজেলার ৭টি জেএসসি ও ২টি জেডিসি কেন্দ্রসহ মোট ৯টি কেন্দ্রে ৪ হাজার ৮৪৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে।