Friday, October 28, 2016

ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে পাইকগাছায় ৩ দিনব্যাপী বৈরী আবহাওয়া

পাইকগাছায় ঘূর্ণিঝড় “কায়ান্ট” এর প্রভাবে গত ৩ দিন যাবৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৈরী আবহাওয়ার প্রভাবে বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ১১ পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। 

দিনের বেলায় মেঘলা গুমোট অবস্থা বিরাজ করছে, আর রাতের বেলায় মাঝে মধ্যে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে প্রকৃতির মাঝে কিছুটা সতেজতা পরিলক্ষিত হলেও সাধারণ মানুষকে পড়তে হয় কিছুটা বিড়ম্বনায়।

উল্লেখ্য, গত বুধবার সৃষ্ট ঘূর্ণিঝড় কায়ান্ট দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। আর এর প্রভাবে উপকূলীয় পাইকগাছায় গত ৩ দিন যাবৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে।

বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকালে মুসলধারে বৃষ্টি হয়। এতে রাস্তা-ঘাটে পানি জমে যায়। ফলে যাতায়াতে কিছুটা ভোগান্তি হয় সাধারণ মানুষের। বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টি হওয়ার পর বৃষ্টির সম্ভবনা কমে গেলেও শুক্রবারও দিনভর মেঘলা গুমোট অবস্থা বিরাজ করতে দেখা যায়।