Monday, November 17, 2014

বেষ্ট অফিসার্স ইনচার্জ শিকদার আককাস আলী

পাইকগাছা উপজেলায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় খুলনা পুলিশ সুপারের কার্যালয় থেকে গত ১৩ নভেম্বর 'বেষ্ট অফিসার্স ইনচার্জ' হিসেবে সম্মাননা পুরষ্কার পাওয়া ছাড়াও আরও কয়েকটি বিশেষ পুরষ্কারে ভূষিত হচ্ছেন পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শিকদার আককাস আলী।

সংশিষ্ট সূত্রে প্রকাশ, পাইকগাগছা থানায় শিকদার আককাস আলী ২০১৪ সালের ১৬ এপ্রিল যোগদান করেন। যোগদানের পর থেকে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ তৈরী করতে ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেন। যার অংশবিশেষ ৩১ অক্টোবর পর্যন্ত ৩০ জন বনদস্যু/জলদস্যু অস্ত্রধারীকে গ্রেফতার করেন। উদ্ধার করেন ৩০টি দেশী বিদেশী আগ্নেঅস্ত্র এবং ৬০ রাউন্ড গুলি। সুন্দরবনে বনদস্যুদের নিয়ে অস্ত্র উদ্ধারকালে সম্প্রতি ১৩ বনদস্যু নিহত হয়। এসময় তিনি সহ চার পুলিশ সদস্য আহত হন।

মাদকদ্রব্যের সাথে জড়িত থাকার অপরাধে ৮২ জনকে আটক করেন। এর মধ্যে ২৭ জনকে সর্ব্বোচ্চ ২ বছর সর্বনিম্ম ৬ মাস মেয়াদে বিনাশ্রম দন্ড, ৩০ জনকে সর্বোচ্চ ১০ হাজার সর্বনিম্ম ১ হাজার টাকা জরিমানা এবং বাকীদের নামে মামলা হয়েছে। এসময় উদ্ধার হয়েছে ৪২৬ বোতল ফেন্সিডিল, ৫ কেজি গাজা, ৪৫ গ্রাম হিরোইন ও ৩০ লিটার দেশী বিদেশী মদ। ইতিমধ্যে ১৮ জন সাজাপ্রাপ্ত আসামীকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন। তামিল হয়েছে ৬৬৫টি গ্রেফতারি পরোয়ানা।

এমনিভাবে পাইকগাছা উপজেলায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় খুলনা পুলিশ সুপারের কার্যালয় থেকে গত ১৩ নভেম্বর 'বেষ্ট অফিসার্স ইনচার্জ' হিসেবে পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শিকদার আককাস আলী সম্মাননা স্বরুপ ক্রেষ্ট ও সনদপত্র পেয়েছেন।

উপজেলার দেলুটি ইউনিয়নবাসী বনদস্যুদের দমনে তারা নিরাপদ হওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মাধ্যমে ১৩ই অক্টোবর ক্রেষ্ট ও সনদপত্রের মাধ্যমে সম্মাননা পুরস্কার প্রদান করেন।

আগামী ২২ নভেম্বর মাওলালানা ভাসানী ফাউন্ডেশন খুলনা (ওসি) শিকদার আককাস আলী‘কে “মাওলানা ভাসানী ন্যাশনাল এ্যাওয়ার্ড-১৪’’ পুরস্কার প্রদানের দিন নির্ধারণ করেছে বলে সংশিষ্ট দপ্তর থেকে প্রেরিত ১৩ নভেম্বরের পত্রে জানা গেছে। এছাড়া ডিআইজি খুলনা রেঞ্জ তাকে একই রুপ পুরস্কারে ভূষিত করবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এমন তথ্য সংশিষ্ট সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে শিকদার আককাস আলী তার মতামত ব্যাক্ত কালে বলেন, কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হয়রানী নয় প্রকৃত অপরাধীদের দমন করতে পারলে আইন শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব।

পাইকগাছা কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের হামলায় কলেজ ছাত্র আহত

পাইকগাছায় বহিরাগত স্কুল ছাত্রদের হামলায় এক কলেজ ছাত্র আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোরবার দুপুরে পাইকগাছা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের কৃষ্ণপদ ওরফে বাবু গাইনের স্কুল পড়ুয়া ছেলে সৌরভের বন্ধু সমীরণের সাথে ১ নভেম্বর রাস্তায় চলার পথে সাইড দেয়াকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ড সরল গ্রামের দলিল লেখক আব্দুস সাত্তার গাজীর ছেলে ও পাইকগাছা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমানের বাকবিতন্ডা হয়।

বিষয়টি নিরসনের লক্ষ্যে কলেজ ছাত্র রাকিব ও বাদশা ঘটনার দিন রোববার দুপুরে উভয়পক্ষকে নিয়ে কলেজ ক্যাম্পাসে বৈঠকে বসে। এ সময় উত্তেজিত হয়ে সৌরভ রড দিয়ে মোস্তাফিজের মাথায় সজোরে আঘাত করে।

এ সময় উপস্থিত কলেজ শিক্ষকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, উভয়পক্ষের অভিভাবকদের মুচলেকা নেয়ার মাধ্যমে বিষয়টি নিরসন করা হয়।