Sunday, March 16, 2014

কপোতাক্ষ নদ নিয়ে এমপি নূরুল হকের সংবাদ সম্মেলন

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক বলেছেন, কপোতাক্ষ নদের প্রকৃত অবস্থান এবং এর প্রশস্থতা নির্ধারণ করে আমার নির্বাচনী এলাকায় সর্বক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি বিরাজ করেছে সেসব ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করায় স্থানীয় এক শ্রেনীর সুবিধাবাদী লোকের সমস্যা হচ্ছে। এজন্য আমার বিরুদ্ধে স্বার্থান্বেষী ওই মহলটি বিভিন্ন হিউমার ছড়াচ্ছে।
 
শুক্রবার বিকালে পৌর সদরস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কপিলমুনি বনিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আমাকে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান। আমি সরেজমিন পরিদর্শন করি এবং নদের নির্দিষ্ট জায়গা রেখে পরিকল্পিতভাবে মৎস্য আড়ৎ নির্মানের নির্দেশ দেই।

কুচক্রী মহলটি এটিকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। আর তারই অংশ হিসেবে বিভিন্ন গনমাধ্যমে আমার কাছ থেকে বিস্তারিত কিছু না শুনে মনগড়া সংবাদ পরিবেশন করিয়েছেন। কেননা নির্মানাধীন মৎস্য আড়ৎ বা কোন স্থাপনা’ই কপোতাক্ষ নদ পুনঃ খননের কাজে ব্যাঘাত ঘটাবে না।

কপোতাক্ষ নদ খনন তিনিও চাই উল্লেক করে সাংসদ আরো বলেন, নদের প্রকৃত অবস্থান ও এর প্রশস্ততা নির্ধারণ করে মাঝখান থেকে সীমানা ধরে অর্ধেক পাইকগাছা এবং অর্ধেক তালা পাড়ের ভরাট জমি পুনরুদ্ধার করে ক্যাসমেন্ট এরিয়া হিসাব করে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় নদ খনন করলে উভয় পাড়ের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং খননাংশের মধ্যে যদি নির্মাণাধীন মৎস্য আড়ৎ বাঁধার কাজ হয় সেক্ষেত্রে যেকোন মূল্যে তা উচ্ছেদ করা হবে।

কপিলমুনিতে পক্ষকালব্যাপী মহাবারুণী মেলা শুরু

কপিলমুনিতে আজ থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ঐতিহ্যবাহী মহাবারুণী মেলা। চারশত বছরের ঐতিহ্য সমুন্নত রাখতে কপিলমুনি বরুণী মেলা কমিটি বর্ণাঢ্য আয়োজনে সাজিয়েছে এবারের বারুণী মেলা। 

ফাইল ফটো
চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে কপিলমুনি কালীবাড়ীর কপোতাক্ষ ঘাটে হিন্দু ধর্মালম্বীদের পূণ্যস্নানের মধ্য দিয়ে মহাবারুণীর শুভ সূচনা হয়, কিন্তু এবার একটু ব্যতিক্রম হচ্ছে। মূলত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে ২৮ মার্চ দিবাগত রাত ৪ টা ৩৯ মিনিটে। আর মেলা কমিটি সুষ্ঠভাবে মেলা পরিচালনার স্বার্থে অগ্রীম মেলা আয়োজন করেছে।

বারুণী মেলা কমিটির সভাপতি যুগোল কিশোর দে জানান, প্রতি বছরের ন্যায় এবারও মেলায় বিভিন্ন দোকান, সার্কাস, যাত্রা, নাগরদোলাসহ নানান আয়োজন থাকছে। কপিলমুনির বারুণী মেলা সকল সম্প্রদায়ের মানুষের প্রানের মেলা। আশাকরি সকলের সহযোগীতা ও অংশগ্রহনে এবারও মেলার আয়োজন স্বার্থক হবে।

বারুণী মেলার পরিচালক সরদার গোলাম মোস্তফা বলেন, গত বছর মেলা হয়নি, তাই জাকজমকপূর্ণ পরিবেশে সম্মিলীত ভাবে মেলাটি আয়োজন করা হয়েছে। মেলা সুন্দর ও স্বার্থক করতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগীতা কামনা করি।

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা !


তালা-পাইকগাছা সড়কে ফের ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ

মাত্র ১ মাস অতিবাহিত হতে না হতেই ঢাকাগামী পরিবহনগুলো সরাসরি ঢাকা-পাইকগাছা চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পাইকগাছাগামী পরিবহনগুলো গত ৩ দিন যাবৎ তালা পর্যন্ত চলাচল করছে। 

ফাইল ফটো
খুলনা-পাইকগাছা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে গত বছরের অক্টোবর মাস থেকে ঢাকাগামী পরিবহনগুলো ঢাকা-তালা চলাচল শুরু করে।

রাস্তা ভাঙ্গার অযুহাতে চার মাস বন্ধ থাকার পর গত ৬ ফেব্রুয়ারি ঢাকাগামী পরিবহনগুলো সরাসরি ঢাকা-পাইকগাছা চলাচল শুরু করে। কিন্তু গত ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে ফের ঢাকা-পাইকগাছা পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। আবারও কারণ একই ! তালা-পাইকগাছা সড়কের বেহাল দশা।

এই অবস্থার কারণে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে পাইকগাছা-কয়রার হাজার হাজার যাত্রীদের। ঢাকা থেকে এসে তালায় নেমে পাইকগাছায় আসতে বা পাইকগাছা থেকে তালায় গিয়ে ঢাকার গাড়িতে উঠতে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে তালা-পাইকগাছা সড়ক সংস্কারের মাধ্যমে ঢাকা-পাইকগাছা পরিবহন চলাচল স্বাভাবিক করার দাবি জানাই।বিষয়টি নিয়ে এতদিন কেউ জোরালোভাবে মুখ না খুললেও যাত্রীসাধারণের এই দুর্ভোগের কথা একাধিকবার প্রকাশিত হয়েছে
Voice of Paikgacha‘য়।

পাইকগাছায় ১৯ দলীয় প্রার্থীরা জয়ী

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন। চেয়ারম্যান পদে জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট স ম বাবর আলী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির শেখ কামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত শাহানারা খাতুন জয়লাভ করেন।

শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সহকারী রিটার্নিং অফিসার কবীর উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে বাবর আলী (দোয়াত-কলম) পেয়েছেন ৫৯ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান (আনারস) পান ৩৮ হাজার ৩৭৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মাওলানা কামাল হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ৬০ হাজার ৪৫৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানারা খাতুন (কলস) পেয়েছেন ৫৭ হাজার ৫৫৬ ভোট।

উল্লেখ্য, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ গঠিত। যেখানে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ জন ও নারী ৯২ হাজার ১৩৭ জন। এ নির্বাচনে ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।