Wednesday, December 25, 2013

শুভ বড়দিন উদযাপন উপলক্ষে আয়োজিত বিচিত্রা অনুষ্ঠান

পাইকগাছা ক্যাথলিক মিশনে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে আয়োজিত বিচিত্রা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে এক শিশু।


ছবিটি পৌরসভাস্থ পাইকগাছা ক্যাথলিক মিশন থেকে তোলা।

শুভ বড়দিন উপলক্ষে আলোকসজ্জিত ক্যাথলিক মিশনের চার্চ


ছবিটি পৌরসভাস্থ পাইকগাছা ক্যাথলিক মিশন থেকে তোলা।

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে শুভ বড়দিন

পাইকগাছায় যথাযথভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে শুভ বড়দিন। এ উপলক্ষ্যে উপজেলা সদরস্থ বাতিখালী ক্যাথলিক খ্রীষ্টান মিশনে ৪ দিনের কর্মসূচী আয়োজন করেছে বড়দিন উদযাপন কমিটি। এছাড়াও উপজেলার ২৫টি চার্চে বড়দিন উদযাপন হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শুভ জন্মদিন উৎসবের উদ্বোধন করেন ফাদার জুয়েল ম্যাকফিল্ড। নানান রঙের আলপনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বাড়ী। শিশু থেকে শুরু করে সব শ্রেণীর নারী-পুরুষের মধ্যে বিরাজ করছে খুশির আমেজ। বুধবার সকাল থেকেই মিষ্টি বিতরণের মাধ্যমে চলছে অতিথি আপ্যায়ন। বিগত কয়েক বছরের তুলনায় এ বছর বড়দিন উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বলে জানিয়েছেন উদযাপন কমিটির আহবায়ক আগস্টিন সরকার।

মিশনের বাসিন্ধা এ্যানি মন্ডল জানান, চাকুরী সূত্রে তিনি অধিকাংশ সময় বাইরে থাকেন। বড়দিন উপলক্ষ্যে বাড়িতে এসেছেন। বড়দিনের অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, পরিবারের সাথে বড়দিনের উৎসবের মজাই আলাদা। তবে রাজনৈতিক সংকটের কারণে ভেবেছিলাম এবারের উৎসবে অনেকটাই ভাটা পড়বে। কিন্তু বাড়িতে এসে দেখলাম বিগত সময়ের চেয়ে এবারের উৎসবে খুশির আমেজ বেশি পরিলক্ষিত হচ্ছে।

৪ দিন ব্যাপী কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে জানিয়েছেন পাইকগাছা-কয়রা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও।

সিনিয়র আইনজীবী এ্যাডঃ সন্তোষ কুমার মন্ডল আর নেই

পাইকগাছার সিনিয়র আইনজীবী এ্যাডঃ সন্তোষ কুমার মন্ডল (৪৮) আর নেই। তিনি দূরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে বুধবার ভোর সাড়ে ৪টায় উপজেলা সদরস্থ নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কমরেড সন্তোষ কুমার আইন পেশার পাশাপাশি পৌর কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য ছিলেন। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়ি উপজেলার গড়ইখালীর কুমখালীতে দাহ করা হয়েছে।