Monday, September 30, 2013

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের দৃষ্টি আকর্ষন

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে অক্টোবর-১৩ এর ৩য় সপ্তাহে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরাতন স্মৃতিচারনসহ সকল ব্যাচের ছাত্রদের মধ্যে সম্পর্কোন্নয়নে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও অংশগ্রহন একান্ত কাম্য।

পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ ও অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য নিবন্ধন পদ্ধতি সম্পর্কে জানতে যোগাযোগ করুন নিন্মোক্ত মুঠফোন নম্বরে।

আয়োজক: 2008-Batch, Paikgacha Govt. High School

মিডিয়া পার্টনার:
Voice of Paikgacha

যোগাযোগ:
০১৮৪৯-৫৭৪৭৯৮ (উত্তীয় দেবনাথ)
০১৫৫২-৯৮৫৮৮৪ (সৌরভ দাশ শুভ)
০১৬৮২-০৮৩৬৩৭ (আর রাকিব বিল্লাহ)
০১৭১১-৫৭১৮৪৬ (তৌফিকুর রহমান ওরিন)
০১৭১৪-১৭৩৭৫৪ (ফয়সাল মাহমুদ অপু)
০১৯১২-৯৯৬১৫৭ (ইমরান হোসেইন রাজু)
০১৯১১-২৯০৯৮২ (রাহুর দেব ঘোষ)

নারীর অগ্রযাত্রা ও উন্নয়নে পা.স.বা.উ.বি-এর মানববন্ধন

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নারীর অগ্রযাত্রা ও উন্নয়নে মানববন্ধন কর্মসূচী পলিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের সামনে পাইকগাছা-বেতবুনিয়া সড়কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অনান্য শিক্ষক মন্ডলী।


কর্মসূচীতে নারী শিক্ষা অনস্বীকার্য, যৌতুককে না বলুন, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধসহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

পাইকগাছা সিনিয়র মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত

পাইকগাছা সিনিয়র মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, রোববার গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৭” স্যামসাং মনিটর, সিপিইউ, মাউস, কি-বোর্ড, স্পিকার, প্রিন্টারসহ অনান্য জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। সোমবার সকালে পিওন আব্দুল মজিদ অফিস খোলার সময় তালা ভাঙ্গা দেখে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলে, ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও থানার এস.আই সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে অধ্যক্ষ আজহার আলী জানান।