Tuesday, June 11, 2013

লিপস্টিক-দুল 'প্রেমে' লজ্জায় ডুবল দেশ !!!

সামান্য একটা লিপস্টিক, সঙ্গে কানের দুল। কতই বা আর দাম। ১০ কি ১২ ডলার অর্থাৎ বড়জোর হাজার টাকা। বিদেশ-বিভুঁইয়ে এই সামান্য টাকা খরচ করা কেন? কেউ তো আর দেখছে না। ব্যাগে পুরে নিলেই হলো। যেই ভাবনা, সেই কাজ। ফল যা হওয়ার, তা-ই হলো। ধরা পড়ার পর পুলিশ ডাকা হলো। ব্যাপারটা সামাল দিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনকে হস্তক্ষেপ করতে হয়েছে। বাংলাদেশকে দুঃখ প্রকাশ করতে হয়েছে।

এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। গত ২৮ থেকে ৩১ মে সেখানে অনুষ্ঠিত হয় বিশ্ব মাতৃস্বাস্থ্য সম্মেলন। তাতে বাংলাদেশ থেকে অংশ নেয় ৭২ সদস্যের এক বিশাল প্রতিনিধিদল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন নেতৃত্ব দেন দলটির। এতে অন্যদের মধ্যে ছিলেন নার্সিং কাউন্সিল অব বাংলাদেশের রেজিস্ট্রার সুরাইয়া বেগম।

সম্মেলন শেষে তিনি কেনাকাটা করতে সেখানকার একটি শপিং মলে যান। এটা-সেটা কিনে রাখতে থাকেন ট্রলিতে। ঘুরতে ঘুরতে এক সময় প্রসাধনসামগ্রীর অংশে যান। সেখান থেকে দুল আর লিপস্টিক পছন্দ করে সেগুলো ট্রলিতে না রেখে ঢুকিয়ে ফেলেন নিজের ব্যাগে। দোকানের পাওনা মিটিয়ে বের হওয়ার সময় ঘটে বিপত্তি। ঠিক বের হওয়ার মুহূর্তে সিকিউরিটি সিস্টেম তাঁকে আটকে দেয়। ছুটে আসেন দোকানের কর্মীরা। তাঁরা জানতে চান দাম না মিটিয়ে তিনি কোনো কিছু নিয়েছেন কি না। তিনি অস্বীকার করেন। শেষ পর্যন্ত তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে বের হয়ে আসে লিপস্টিক আর কানের দুল।

শপিং মলের সিস্টেম অ্যানালিস্ট সব ভিডিও হাজির করেন। লিপস্টিক ও দুল হাতে নেওয়া, উল্টেপাল্টে দেখা, এমনকি কায়দা করে জিনিস দুটি লুকিয়ে ফেলার সচিত্র প্রমাণ উপস্থাপন করা হলে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারের চেহারা ফ্যাকাসে হয়ে যায়। পরিচয় জেনে তাঁকে পুলিশের হাতে তুলে দেয় শপিং মল কর্তৃপক্ষ। এ খবর দ্রুত পৌঁছে যায় বাংলাদেশ দলের অন্য সদস্যদের কাছে। গোপন থাকে না সম্মেলনে যোগ দিতে যাওয়া ভিনদেশি মানুষের কাছেও। পরে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনের সহায়তায় প্রতিনিধিদলের নেতা থানা থেকে তাঁকে ছাড়িয়ে আনেন। দেশে এসেই স্বাস্থ্যসচিবকে ঘটনাটি অবহিত করা হয়। সচিব নির্দেশ দেন সাময়িক বরখাস্তের।

স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন এ বিষয়ে গত বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, 'যে ঘটনা ঘটেছে, তা খুবই লজ্জার। আমরা ব্যবস্থা নিয়েছি।' স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গাজী উদ্দিন মো. মনীরকে নার্সিং কাউন্সিল অব বাংলাদেশের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পুরো ঘটনা সম্পর্কে সুরাইয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, 'মালয়েশিয়ায় কী ঘটেছে, তা আমি সময়মতো বলব। এ মুহূর্তে আমি কথা বলার মতো অবস্থায় নেই। তবে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর সবটা সত্য নয়। আমি ষড়যন্ত্রের শিকার।'

সুরাইয়া বেগমের এ ঘটনা পুরো স্বাস্থ্য সেক্টরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তোলপাড় চলছে সচিবালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে। নার্সিং কাউন্সিল নার্সদের পেশাগত সনদ দিয়ে থাকে। এ ঘটনায় সংস্থাটির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে যাওয়া একজন কর্মকর্তা বলেন, 'এ ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তাদের ছোট হতে হয়েছে। এর মানে বাংলাদেশ ছোট হয়েছে। এখানে সরকারও দায় এড়াতে পারে না।

৭২ সদস্যের বিশাল টিম কেন বিদেশে পাঠাতে হবে? বিদেশে এত বড় দলের কে কোথায় কী করছেন, তা কি নজরে রাখা সম্ভব?' তিনি আরো বলেন, 'বিদেশের কথা শুনলে সরকারি চাকরিজীবীরা তৎপর হয়ে ওঠেন। যেখানে জুনিয়র কর্মকর্তার যাওয়ার কথা, সেখানে সচিব গিয়ে বসে থাকেন।

যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশকে মারপিট করার অভিযোগ

পাইকগাছায় এক প্রভাবশালী যুবলীগ নেতা ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাংচুর এবং এক ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা শহীদুল্লাহ কায়সার, ঘটনার দিন সোমবার সকালে পরিষদের সামনে ইউপি সদস্য আফজাল হোসেনের ভাইকে মারপিট করলে বাধা দিতে গেলে ইউপি সদস্য আফজাল হোসেনকে মারপিট করে।

এসময় ইউপি সদস্য যুবলীগ নেতার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য পরিষদের ভিতরে একটি কক্ষে আশ্রয় নিলে যুবলীগ নেতা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও পরিষদের গ্রাম পুলিশ আব্দুল কাদেরকে বেদম মারপিট করে। এ ঘটনায় পরিষদের সকল ইউপি সদস্যরা যুবলীগ নেতার বিরুদ্ধে ফুঁসে ওঠে।

সর্বশেষ মঙ্গলবার ইউপি সদস্য ও বাম নেতা আফজাল হোসেন বাদী হয়ে যুবলীগ নেতা শহীদুল্লাহসহ ৫ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা করেছে যার নং-২১।

গণ-উন্নয়ন ফেডারেশনের বর্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উত্তরণ সংগঠিত দরিদ্রদের সংগঠন গণ-উন্নয়ন ফেডারেশনে বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার সকালে উত্তরণ পাইকগাছা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্রীয় ফেডারেশনের সভাপতি বুলু রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আপার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আমিনুর রহমান বাবলু, ভূমি উপদেষ্টা আবুল কালাম আজাদ, কমরেড শেখ আব্দুল হান্নান, মানবিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের প্রোগ্রাম ইনচার্জ কাজী বাবর আলী, বক্তব্য রাখেন সেন্টার ইনচার্জ সাহাবুদ্দিন মোড়ল, সেফটি প্রকল্পের কেন্দ্র ব্যবস্থাপকআজিজুর রহমান, রিয়াজুল হক, অনুষ্ঠান শেষে আগামী দু’বছরের জন্য ফেডারেশনের কেন্দ্রীয় ও ইউনিয়ন পর্যায়ের দলনেতা নির্বাচন করা হয়।

প্রাণের জুসে ‘নাট-বল্টু’ ফ্রি !!!

প্রাণ জুসের একটি বোতলে লোহার নাট-বল্টু পাওয়া গেছে। এ মুহূর্তে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছে বোতলটি কর্ক (ছিপি) না-খোলা অবস্থায় রয়েছে। এর মধ্য দিয়ে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ দিকটি বেরিয়ে এলো। অনেকেই বলছেন, জুস বা এ ধরনের পানীয়ে প্রায়ই ভেজাল বা দূষিত পদার্থ পাওয়া যাচ্ছে।

গত বুধবার নাজিম চৌধুরী নামের এক ক্রেতা ফেনী শহরের মহিপাল থেকে প্রাণ কোম্পানির তৈরি করা ২৫০ এমএল প্রাণ ফ্রুটো জুস নির্ধারিত মূল্য (২২ টাকা) দিয়ে কেনেন। এর সিরিয়াল নং বিডি এস ১৫৮১। বোতলটি কেনার পরই ক্রেতা উৎপাদন তারিখ দেখেন। মেয়াদ ২৩/৫/১৩ থেকে ২২/৫/১৪ পর্যন্ত। সবই ঠিক আছে। কিন্তু কর্ক খোলার সময় দেখেন, বোতলটি একটু ভারি লাগছে। এখানেই খটকা! একটু নেড়েচেড়ে ক্রেতা দেখেন বোতলের ভেতর আস্ত নাট-বল্টু। ক্রেতা রেগে যান বিক্রেতার ওপর।

দোকানদার তার কাছে মাফ চেয়ে বলেন, “কোম্পানি এভাবেই বাজারজাত করেছে। আমার দোষ নেই।” ক্রেতাও একপর্যায়ে বোতলটি না কিনে চলে যান। কৌতহলবশত এ বোতলটি দাম দিয়ে কিনে নেন সোলায়মান ডালিম নামের একজন। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

শুক্রবার (৭ জুন) বিকেলে প্রতিবেদকের কাছে এসব তথ্য খুলে বলেন সোলায়মান। এ মুহূর্তে সোলায়মানের কাছে প্রাণের বোতলটি কর্ক বা ছিপি না খোলা অবস্থায়-ই রয়েছে।
 
তিনি বলেন, “কৌতুহলবশত বোতলটি আমি সংগ্রহ করি। এর ছবিও তুলে রাখি। প্লাষ্টিকের ওই বোতলটিতে লোহার নাট-বল্টু দুই ইঞ্চি লম্বা হবে।”

“প্রাণের মতো একটি কোম্পানির বোতলের ভেতর নাট-বল্টু প্রবেশ এটা বিস্ময়কর”, --মন্তব্য করেন তিনি।

জানা গেছে, কোম্পানির লোকজন তার কাছ থেকে বোতলটি নানাভাবে নেয়ার চেষ্টা করছেন কিন্তু বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠানের এ ঘটনা মানুষের সামনে তুলে ধরতে এটি তিনি সংগ্রহে রাখবেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে প্রাণ গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ এ বিষয়ে কথা বলতে রাজী হন নি। তবে প্রাণ ফ্রুটোর উৎপাদন শাখায় কর্মরত একজন জানান, স্বয়ংক্রিয় মেশিনে কর্ক লাগানোর সময় কোনো যন্ত্রাংশ হয়তো অজ্ঞাতভাবে ভেতরে ঢুকে গিয়ে থাকতে পারে।

প্রাণ ম্যাঙ্গো জুসে এ পর্যন্ত একাধিকবার ক্ষতিকর মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। ফরমালিন মিশ্রিত প্রাণ ম্যাঙ্গো জুস বিক্রি করায় গত ৭ ডিসেম্বর চট্টগ্রামে নগরীর দুইটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছিলো। অভিযানে ফ্রুটো জুসে ক্ষতিকর মাত্রায় (২.৩০ পিপিএম) ফরমালিন পাওয়া যায়।

এরও আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) জানিয়েছে, ‘প্রাণ’-এর কোনো ফ্রুট ড্রিংকসে অন্তত ১০ শতাংশ আসল ফলের রস থাকার কথা থাকলেও তাতে এর আদৌ কোনো উপাদানই নেই। এসব পণ্য হলো ম্যাংগো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, অ্যাপল, পাইনঅ্যাপল ও ফ্রুট ককটেল। শুধু কৃত্রিম সুগন্ধী প্রয়োগ করে এসব ড্রিংকস তৈরি করা হয়েছে।

বিএসটিআই-র এমন দাবির পর গত ৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে প্রাণ গ্রুপের কর্মকর্তারা বলেছেন, প্রাণ জুস নিম্নমানের ও ভেজাল বলে যেসব অপপ্রচার হচ্ছে তা ঠিক নয়। বিএসটিআই প্রাণের অরেঞ্জ ড্রিংকসের নিবন্ধন বাতিল করায় তা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু প্রাণের সব খাদ্যপণ্য বাতিল বলে ‘অপপ্রচার’ করা হচ্ছে।

ব্যান্ডউইথের দাম কমেছে পাঁচ গুণ, কমেনি ইন্টারনেট খরচ

ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে বিভিন্ন সময়ে কমানো হয়েছে ব্যান্ডউইথের দাম। গত পাঁচ বছরেই ব্যান্ডউইথের দাম পাঁচ গুণেরও বেশি কমেছে। কিন্তু গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের খরচ প্রায় আগের মতোই আছে। ইন্টারনেট সেবাদানকারীদের সংগঠনের প্রধান বলছেন, কমাতে হবে ভ্যাটসহ আনুষঙ্গিক খরচ। মঙ্গলবার বেসরকারি টেলিভিশন সময় এর একটি প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের সামগ্রিক উন্নয়নেই কম দামে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সেবা প্রয়োজন। গত চার বছরে পাঁচ দফা ব্যন্ডউইথের দাম কমলেও ইন্টারনেট ব্যবহারের খরচ কমেনি। ইন্টারনেট সেবাদানকারীদের সংগঠন, আইএসপিএ'র সভাপতি আক্তারুজ্জামান মনজু বলেন, মূল্য সংযোজন করসহ আনুষঙ্গিক খরচ না কমালে ইন্টারনেটকে সুলভ করা সম্ভব নয়।

সময় জানায়, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ২৭ হাজার টাকা থেকে নেমে এসেছে চার হাজার ৮০০ টাকায়। অথচ পাঁচ বছর পরও ইন্টারনেট সেবা পেতে গ্রাহকদের খরচ করতে হচ্ছে প্রায় একই পরিমাণ টাকা।

প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের জুলাইয়ে ২৭ হাজার থেকে কমিয়ে করা হয় ১৮ হাজার টাকা। ২০১১ জানুয়ারিতে ১৮ থেকে কমিয়ে ১২ হাজার টাকা করা হয়। ২০১১ সালের আগস্টে ১২ থেকে কমিয়ে ১০ হাজার করা হয়। ২০১২ সালের আগস্টে ১০ থেকে কমিয়ে আট হাজার করা হয়। ২০১৩ সালের এপ্রিলে আট থেকে কমিয়ে চার হাজার ৮০০ করা হয়।

বিশ্বের সঙ্গে তাল মেলাতে কম খরচে দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়ার বিকল্প নেই। তাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি পর্যায়ে এখনই যথাযথ পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাইকগাছায় পূর্বশত্রুতার জেরে মহিলাসহ আহত ১৩

উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপরে দু’দফা হামলায় একই পরিবারের মহিলাসহ ১৩ জন কমবেশি আহত হয়েছে। গত রোববার বিকালে ও সন্ধ্যায় চাঁদখালী ইউনিয়নের ফতেপুর কাওয়ালী গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লুৎফর গাজী (৫৫), স্ত্রী লাইলী বেগম (৪৬), পুত্র ইউসুফ গাজী (১৬), কন্যা রিয়া খাতুন (১৩) ও লুৎফর গাজীর ভাই রফিকুল গাজী (৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। এঘটনায় মোছাঃ ফরিদা বেগম বাদী হয়ে হামলাকারী জলিল সরদারসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। অসহায় পরিবারের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পাইকগাছায় সাড়ে ১৩ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজে অনিয়ম

পাইকগাছায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকার কপিলমুনি জিসি, শামুকপোতা বাজার, কাঠামারী বাজার, জামতলা বাজার, বারোহাড়িয়া জিসি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

জানা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ৪টি প্যাকেজের মাধ্যমে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার প্রায় ৮ কিলোমিটার কপিলমুনি জিসি, শামুকপোতা বাজার, কাঠামারী বাজার, জামতলা বাজার, বারোহাড়িয়া জিসি সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। মেসার্স হানিফ এন্টারপ্রাইজ ও এটিসি এণ্ড এমকেই (জেভি) নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান ইতোমধ্যে গত ২ মার্চ হতে উন্নয়ন কাজ শুরু করেছেন।

যা আগামী ৩১ ডিসেম্বর ২০১৩ এর মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এদিকে উন্নয়ন কাজের শুরুতেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের পাশে নির্মাণাধীন প্যালাসাইটিং কাজে রড ও সিমেন্ট নিম্নমান ও পরিমাণে কম দেয়া হচ্ছে বলে গঙ্গারকোণার বিষ্ণুপদ রায় জানান।

এছাড়াও অভিযোগ উঠেছে, সরকারী খাসখালের উপর কালভার্ট নির্মাণ না করে প্রভাবশালীদের পৈত্রিক সম্পত্তির উপর নির্মাণ করা হচ্ছে। এর ফলে একজন ব্যক্তির পানি সরবরাহ ছাড়া এলাকাবাসীর কোন উপকারে আসবে না কালভার্টটি।

এ সব নানাবিধ অনিয়ম প্রসঙ্গে মুঠোফোনে ঠিকাদার হানিফ শেখের কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা প্রকৌশলী এনামুল কবির জানান, তিনি সবে মাত্র সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করেছেন। অভিযোগের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

স্বাস্থ্য সেবা নিতে প্রধানমন্ত্রীর ভয়েস কল

দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়েস কল পাঠানো শুরু হচ্ছে। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয় উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। ভয়েস কলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রিয় দেশবাসী আমি আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য আমরা কমিউনিটি হেলথ্‌ কেয়ার সেন্টার করে দিয়েছি।

আপনাদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। আপনারা এই কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে আসুন, চিকিৎসা সেবা নিন। মা, শিশু এবং পরিবারের সকলে মিলে আপনারা এই চিকিৎসা সেবা নেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেটাই আমাদের কামনা। কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার আপনাদের সেবায় নিয়োজিত।

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৬ কোটি মানুষকে টেলিটক নম্বর (০১৫১২৩৪৫৬৭৮) থেকে এই ভয়েস কল করা হবে। প্রতিদিন ২০লাখ মানুষকে এই কল করা হবে। যদি কেউ এ কল সিরিভ না করেন তাকে ৩ বার এ কল করা হবে। এতে প্রতি কলে খরচ হবে ৩৬ পয়সা। মঙ্গলবার থেকেই এ ভয়েস কল চালু হবে বলে জানান সৈয়দ মোদাচ্ছের আলী।

সংবাদ সম্মেলনে মোদাচ্ছের আলী বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এখনো এ সেবা নিশ্চিত করা পুরোপুরি সম্ভব হয়নি। তাই এই ভয়েস কল করা হচ্ছে। এ কলের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সচিব এমএম নিয়াজউদ্দিন এবং কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস প্রমুখ উপস্থিত ছিলেন।

বখাটে কর্তৃক মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ

পাইকগাছায় বখাটে কর্তৃক মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাওয়ালী গ্রামের আব্দুল জলিল সরদারের কন্যা ও কাওয়ালী আলিয়া মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী মাদরাসায় ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে একই এলাকার বখাটে এক যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন রোববার বিকালে মাদরাসায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে ফতেপুর প্রাইমারী স্কুলের সামনে পৌছানোর পর পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার লুৎফর মিস্ত্রীর পুত্র হযরত মিস্ত্রী (১৮) মাদরাসা ছাত্রীকে জাপটে ধরে যৌন নিপিড়ন করে।

এ সময় সে পালিয়ে এসে বিষয়টি অবহিত করলে পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে তাদেরকে মারপিট করে। এক পর্যায়ে বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে সোমবার সকালে মাদরাসা ছাত্রীর পিতাকে মারপিট করে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে।

পাইকগাছায় স্কুল দপ্তরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পাইকগাছায় এক দপ্তরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল পরিবারের লোককে জিম্মি করে ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৫ হাজার টাকা সহ দেড় লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

জানা যায়, রোববার দিনগত রাত আড়াইটার দিকে ৮/১০ জনের সশস্ত্র ডাকাতদল পৌর সদরের প্রাণ কেন্দ্র জিরো পয়েন্ট এলাকায় সরল গ্রামের মৃত বিরেশ্বর মন্ডলের পুত্র ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী মনিমোহনের বাড়িতে প্রবেশ করে বারান্দায় ঘুমিয়ে থাকা মনিমোহন ও স্ত্রী বন্ধনা রাণী মন্ডল, শিশুপুত্র কাজল দ্বীপকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের ভিতরে থাকা ২ ভরি স্বর্ণালংকার ও বিদ্যালয়ের নগদ ৩৫ হাজার টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সোমবার পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে।

এ ব্যাপারে মনিমোহন জানান, ডাকাত দলের প্রত্যেকের কাছে চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে থানার এস,আই রাশেদ জানান।

পাইকগাছায় গবাদি পশু পালনের উপর ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা

পাইকগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইরোসপো প্রকল্পের আইজিএ ভিত্তিক গবাদি পশুপালনের উপর ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী ইকবাল কবির ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ। কর্মশালায় ৩০জন প্রশিক্ষণার্থী মহিলা উপস্থিত ছিলেন।

বাঁকা বাজারে চাঁদনী সেড দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা

পাইকগাছার বাঁকা বাজারে সরকারী অর্থে নির্মিত ৪টি সেড (চাঁদনী) দখল সংক্রান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া আদেশের পর দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখা করছে স্থানীয় প্রতিষ্ঠি ব্যবসায়ীরা। প্রকাশ, খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাঁকা বাজারে গত বছর সরকারী অর্থে মাছ, মাংস ও কাঁচামাল বিকিকিনির জন্য ৪টি সেড নির্মিত হয়। যা বার বার দখল পাল্টা দখলের ঘটনা ঘটছে। মিছিল মিটিং অব্যাহত রয়েছে। সম্প্রতি কাঁচামাল ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ূর রহমান উনিঅ/হাট-বাজার/পাইকগাছা/১৩-৬৪৩ (যুক্ত) (৪) স্মারকে গত ৪ জুন সবকটি সেড (চাঁদনী) ১২৫ জন কাঁচামাল ব্যবসায়ীদের জন্য ব্যবহারের আদেশ দেন।

এরপরই ৫৩ জন মাছ ও ১৯ জন মাংস ব্যবসায়ী চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠে। দেখা দেয়, এলাকায় চরম উত্তেজনা। জেলা প্রশাসক, খুলনা বরাবর মাছ ব্যবসায়ীদের করা দরখাস্তে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে ১টি কুচক্রী মহল স্বার্থ সিদ্ধি করছে।

মাছ ব্যবসায়ী আলম সামছুর রাজ্জাক এ প্রতিনিধিকে জানায়, তারা যে কোন মুল্যে তাদের জন্য নির্মিত মাছের সেড দখলে রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ূর রহমান এ ব্যাপারে জানান, কাঁচামাল ব্যবসায়ী ১৫২ জন্য তাদের জন্য ৪টি সেডই প্রয়োজন এবং মাছ ও মাংসের বর্জ্য সহজে অপসারিত করার জন্য বাজার থেকে দুরবর্তী ঈদগাহ ময়দানের পার্শ্ববর্তী জায়গাই উপযুক্ত।