Tuesday, December 3, 2013

খুবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা

আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর ২০১৩ তারিখে অনুষ্ঠেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

কুয়েটে ১ম বর্ষ ভর্তি কার্যক্রম ৭ ডিসেম্বর এর পরিবর্তে ২৮ ডিসেম্বর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৩-১৪ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি কার্যক্রম আগামী ৭ ডিসেম্বর এর পরিবর্তে ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

২০১৩-১৪ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম টার্মের ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ২৪ এপ্রিল ২০১৪ইং বৃহস্পতিবার সকাল ১০:০০টায় নির্ধারণ করা হয়েছে।

পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা

পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার সকালে মঠবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার চত্ত্বরে সাংবাদিক এসএম বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক।

বক্তব্য রাখেন, প্রজিৎ কুমার রায়, মনোজ বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, পারিজাত মল্লিক, উপেন্দ্র নাথ বিশ্বাস, পরমানন্দ ঢালী, এসএম, জাহাঙ্গীর আলম ও সুর্যকান্ত বাছাড়।

পাইকগাছায় পৌর সভাপতিসহ বিএনপি’র ৩ নেতা আটক

পাইকগাছায় পৌর সভাপতিসহ বিএনপি’র ৩ নেতাকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে শিবিরের ব্যবহৃত একটি মটরসাইকেল। সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার আশংকায় পুলিশ মঙ্গলবার দুপুরে পৌর সদরে অভিযান চালিয়ে পৌর বিএনপি’র সভাপতি ও জেলা তথ্য বিষয়ক সম্পাদক এ্যাড. এম মাফতুন আহম্মেদকে আটক ও হাসপাতাল সংলগ্ন শিবিরের ঘাটিতে অভিযান চালিয়ে একটি মটরসাইকেল জব্দ করে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নতুন বাজার থেকে মঠবাটি গ্রামের মৃত সরদার কওসার আলীর পুত্র জেলা বিএনপি’র সহ-ত্রাণ ও পুনঃর্বাসন বিষয়ক সম্পাদক সরদার আব্দুল মতিন ও চাঁদখালী ইউনিয়ন বিএনপি কর্মী কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর পুত্র মোস্তফা গাজীকে আটক করে।

আটক ৩ নেতাকে কপিলমুনির অটো টেম্পুতে অগ্নিসংযোগ ও বাঁকার আলোচিত পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফরম জমা দেয়ার সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র আবেদন ফরম ও আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার শেষ সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জমাকৃত আবেদন ফরম ৯ ডিসেম্বর পর্যন্ত নিশ্চিত করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়।

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না: এরশাদ

সব দল মনোনয়ন পত্র জমা না দেয়ায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এই ঘোষনা দেন তিনি।

দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয় !

Voice of Paikgacha স্বাধীনতার কথা বলে....

পাইকগাছায় অবরোধের হালচাল

সকাল থেকে প্রায় যানবাহন শূণ্য পৌরসভার প্রধান সড়ক।


ছবিটি পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্ট থেকে তোলা। (আজ সকাল ৮টা)

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়।

রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক জীবনসহ প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এই দিবসের লক্ষ্য।

পাইকগাছায় ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাইকগাছা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন প্রীতির মাধ্যমে চাঁদখালীর কাটাখালী বাজারের পজিশন হস্তন্তর করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ঠ ইউপি সদস্যসহ এলাকাবাসী দুর্নীতিবাজ ও অসাধু কর্মচারী জাহাঙ্গীরের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলার চাঁদখালীর কাটাখালী বাজারের সরকারী পেরিফেরীভুক্ত জায়গায় প্রকৃত দোকানদার ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ব্যবসায়ী পজিশন ব্যবসায়ীদের না দিয়ে নিজের ইচ্ছামত অসাধু ধনাঢ্য ব্যক্তিদের সহিত যোগসাজসে পজিশন দিচ্ছেন।

এমনকি পজিশন প্রতি ১০ হাজার টাকা হতে কোন কোন ক্ষেত্রে ২০/৩০ হাজার টাকা গ্রহন করছেন। এর আগেও উক্ত সার্ভেয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হয়েছিল।

সংশ্লিষ্ঠ ইউপি সদস্যসহ এলাকাবাসী বাজারের পেরিফেরিভুক্ত সরকারী সম্পত্তি দোকানদার ও ব্যবসায়ীদের মাঝে সঠিকভাবে পজিশন হস্তন্তরসহ বাকী পজিশন লটারীর মাধ্যমে হস্তন্তর এবং দুর্নীতিবাজ ও অসাধু কর্মচারী সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, দুদকসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

মুঠোফোনে এ বিষয়ে সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন স্বার্থের ব্যাঘাত ঘটায় তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

পাইকগাছায় বিএনপি নেতা সরদার আব্দুল মতিন আটক

সোমবার রাত ৯ টার দিকে পুলিশ বিএনপি নেতা সরদার আব্দুল মতিনকে আটক করে থানায় নিয়ে যায়। সরদার আব্দুল মতিন খুলনা জেলা বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক।

বিস্তারিত আসছে....