Wednesday, June 5, 2013

পরিত্যাক্ত ভবনেই চলছে বণিক সমিতির সার্বিক কার্যক্রম

পাইকগাছা উপজেলার গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে জরাজীর্ণ ভবনে চলছে বণিক সমিতির কার্যক্রম। সম্প্রতি ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করে কর্তৃপক্ষ সতর্ক নোটিশ দেয়ালে লটকালেও তা মানছে না বণিক সমিতি কর্তৃপক্ষ।

ফলে যে কোন সময় ভবন ধ্বসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। জানাগেছে, বাজার প্রতিষ্ঠার পর সেই সময় ব্যবসায়ীদের আর্থিক সহযোগীতা প্রদানের লক্ষে প্রতিষ্ঠাতা দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু সিদ্ধেশ্বরী নামের এই ভবনটি তৈরী করেন। কালের বিবর্তন আর বয়সের ভারে সিদ্ধেশ্বরী ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে।

অনেক আগে থেকেই ভবনের দ্বিতীয় তলা সম্পূর্ণভাবে পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। এমতাবস্থায় ভবনের নীচ তলার রুমের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। অথচ সেখানেই বসে চলছে বণিক সমিতির কার্যক্রম। সম্প্রতি ঘটে যাওয়া সবচে বড় দুর্ঘটনার (সাভার ট্রাজেডির) পর বণিক সমিতি কর্তৃপক্ষ পরিত্যাক্ত ঘোষনা করে দেয়ালের বিভিন্ন স্থানে সতর্কতামুলক পোষ্টার সাটলেও তারা তা মানছেন না। বরং নির্বিগ্নে চালিয়ে যাচ্ছেন বণিক সমিতির কার্যক্রম।

এমতাবস্থায় যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ বলেন, বণিক সমিতির কার্যক্রম চালাতে আমরা অন্য অফিস নিয়েছি। তেমন কোন জায়গা না থাকায় নাইট গার্ডদের জন্য আপাতাত ব্যবহার করা হচ্ছে। এ বিষয় একটি নতুন অফিস নিতে মৌখিখভাবে নির্বাহী কর্মকর্তার কাছে জানানো হয়েছে।

সুশীলনের বিশ্ব পরিবেশ দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে. ইউরোপিয়ান ইউনিয়ন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও বন বিভাগের সহযোগিতায় বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলার গড়ইখালীর কুমখালী প্রগতি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সুদর্শন মন্ডল, সন্তোষ কুমার মন্ডল, সুশীলনের প্রকল্প ব্যবস্থাপক ছফুরা খাতুন ও এস,এম,এ রব। আলোচনা শেষে এলাকার শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খুলে গেলো ইউটিউব

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার বিকেল ৫টায় গুগলের ভিডিও সাইট ইউটিউব খুলে দেওয়া হয়েছে। এর আগে সংবাদ মাধ্যমের কাছে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস খবরের সত্যতা নিশ্চিত করেন।

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্র না সরানোয় ১৭ সেপ্টেম্বর রাতে ইউটিউব বন্ধ করে দেয় বিটিআরসি। সেই থেকে দীর্ঘ প্রায় আটমাস বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ইউটিউব বন্ধ ছিল।

গুগল কর্তৃপক্ষ বিটিআরসিকে আশ্বস্ত করেছে ‘ইনোসেন্স অব মুসলিম’ ছবিটি তারা সরিয়ে নেবে। এখন কেউ ইনোসেন্স অব মুসলিম দেখতে সার্চ দিলে ‘ইটস কনটেন্ট সেনসেটিভ নিউজ, ইউ মে নট ওপেন ইট’- এই লেখাটি উঠবে।

আর গুগল বাংলাদেশে অফিস স্থাপন করছে। এরই মধ্যে তারা কাজী মনিরুল কবিরকে গুগল বাংলাদেশের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। অফিসটি পুরোপুরি স্থপিত হলে এখানে একটি সার্ভার বসানো হবে। সার্ভার থাকলে গুগল সহজেই তার কনটেন্ট থেকে ছবিটি সরিয়ে ফেলতে পারবে।

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর থেকে

এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০শে নভেম্বর থেকে। সবকিছু ঠিক থাকলে পরীক্ষা শেষ হবে ২৮শে নভেম্বর।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন। তিনি জানান, বুধবার এ পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি ঠিক করা হয়েছে।

মন্ত্রী জানান, এ দুই পরীক্ষায় সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ লাখ। এ বছর প্রাথমিকের পরীক্ষার্থী ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৪৫৫।

শহীদ এম.এ গফুরের শাহাদাৎ বার্ষিকী কাল

আগামীকাল বৃহস্পতিবার পাইকগাছার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এম.এন.এ শহীদ এম.এ গফুরের শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষ্যে পাইকগাছা শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও জন্মস্থান কয়রার হরিনগর শহীদ এম,এ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পৃথকভাবে কোরআন খতম, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে। 

উল্লেখ্য, শহীদ এম.এ গফুর ১৯২৫ সালের ৬ মে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর সহোচর, ভাষা আন্দোলনের খুলনা জেলা কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পাইকগাছা, কয়রা, আশাশুনির সাবেক এম.এন.এ। তিনি ১৯৭২ সালের ৬ জুন আততীয়দের গুলিতে শহীদ হন।

বিশ্ব পরিবেশ দিবস আজ

বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো বিশ্বের উন্নয়নশীল দেশগুলো। এমন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পরিবেশ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ভেবে-চিন্তে খাই-অপচয় কমাই’। বিশ্বব্যাপী খাদ্যের অপচয় ও বিনষ্টি কমাতে সচেতনতা তৈরির অংশ হিসেবে এবারের স্লোগানটি ঠিক করা হয়েছে। পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘আমরা বর্তমানে এক প্রাচুর্যের পৃথিবীতে বাস করছি, যেখানে মানুষের চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন বেশি হচ্ছে। কিন্তু এখনো বিশ্বের ৮৭ কোটি মানুষ অপুষ্টির শিকার। অপচয়ের কারণে বর্তমানে বিশ্বে উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশ খাবারের টেবিলে পৌঁছায় না।

সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না