Saturday, June 29, 2013

রূপান্তরের পরিবেশনায় পাইকগাছা সদরে পটগান প্রদর্শনী

শনিবার বিকাল ৫টায় পাইকগাছা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রমজীবী শিশুদের অধিকার রক্ষায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে রূপান্তর পদ্ধতির “শ্রমজীবী শিশুর” পটগানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় প্রদীপন আয়োজিত জাগরণ প্রকল্পের আওতায় রূপান্তর থিয়েটারের পরিবেশনায় এই পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা পৌরসভার মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, প্রদীপনের নিবার্হী পরিচালক ফেরদৌসুর রহমান, ইসি সদস্য ফরিদা খানম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সভাপতির দায়িত্ব পালন করেন শিশু অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও দর্শকরা মনে করেন রূপান্তরের এই পটগান শ্রমজীবী শিশুদের অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে প্রধান সহায়কের ভূমিকা পালন করবে। তারা এই প্রদর্শনীর মাধ্যমে শিশুদের প্রতি তাদের দায়িত্ব-কর্তব্যর বিষয়গুলো সুস্পষ্ট ভাবে জানতে পেরেছে। যা তাদের শিশুদের জন্য কাজ করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল করবে।

হরতাল প্রত্যাহার করল শিবির

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কয়েকটি পরীক্ষা থাকার কারণে রোববারের হরতাল প্রত্যাহার করেছে ছাত্রশিবির। একইসঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে নিখোঁজ নেতাদের সন্ধান দাবি করেছে জামায়াতের অঙ্গসংগঠনটি।

শনিবার বিকেলে ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার নিখোঁজ নেতাদের সন্ধান ও আটক নেতাদের মুক্তি না দিলে আবারো হরতাল দেওয়া হবে।

পাইকগাছা পৌরসভার ১৬ কোটি টাকার বাজেট ঘোষনা

পাইকগাছা পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করলেন মেয়র সেলিম জাহাঙ্গীর। শনিবার দুপুরে দলিল লেখক মিলনায়তনে পৌর কাউন্সিলর, নাগরিকবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মেয়র এ বাজেট ঘোষনা করেন। 

পৌরবাসীর সেবা নিশ্চিত করনের জন্য বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১৬ কোটি ১২ লক্ষ্ ৫১ হাজার ৪ শত ৩১ টাকা ৯৬ পয়সা, ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৮৩ ল ৭৯ হাজার ৭ শত ৭ টাকা ৮১ পয়সা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৮ লক্ষ ৭১ হাজার ৭ শত ২৪ টাকা ১৫ পয়সা।

পৌরবাসীর সুপেয় পানি সরবরাহের সর্বোচ্চ অগ্রাধিকার সহ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পৌরসভাকে রক্ষার জন্য শহর রক্ষা বাঁধ, সুপরিকল্পিত খাল খনন, ড্রেনেজ, ভেড়িবাঁধ নির্মান, বৃক্ষরোপন কর্মসুচি, শিক্ষা কার্যক্রমের প্রসার সহ একাধিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এ বাজেটে।

বাজেট ঘোষনা কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার প্রমুখ।

ব্রীজের টোল আদায়ের নামে "চুদুরবুদুর" চলবে না !

পাইকগাছা ও কয়রায় দু’টি ব্রীজের টোল বৃদ্ধি; যানবাহন মালিকরা বিপাকে

পাইকগাছা ও কয়রায় দু’টি ব্রীজের টোল বৃদ্ধি; যানবাহন মালিকরা বিপাকে

সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পাইকগাছার শিববাটী ও কয়রার চাঁদআলী ব্রীজের টোলের হার অস্বাভাবিকহারে বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন যানবাহন মালিকরা। আগামী পহেলা জুলাই থেকে শিববাড়ি ও চাঁদআলী ব্রীজের ইজারাদার কর্তৃক নির্ধারিত বর্ধিত টোল আদায়ের ঘোষণা দেয়া হয়েছে। 

পাইকগাছা থেকে কয়রা মাত্র ৩৩ কিলোমিটার সড়কে দু’টি ব্রীজের টোল দিতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হবে যানবাহন মালিকদের। এদিকে টোলের হার তুলনামূলক অনেক বেশি হওয়ায় অত্র সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে সম্প্রতি শিববাটী ব্রীজের টোল আদায়ের যে তালিকা দেয়া হয়েছে তাতে একবার পার হলে ট্যাংক লরী-১৬০ টাকা, ট্রাক (৫ টন ও তদুর্ধ) ১৬০ টাকা, ট্রাক (৫ টনের নিচে) ১৪০ টাকা, বাস-১৪০ টাকা, কোষ্টার/মিনিবাস-৭০ টাকা, পিকআপ-৬০ টাকা, মাইক্রোবাস-৫৫ টাকা, জীপ/প্রাইভেট কার-৪০ টাকা, যন্ত্রচালিত থ্রি হুইলার-২০ টাকা, ভ্যান/রিক্সা-১০ টাকা ও মোটর সাইকেল-১০ টাকা করে।

খুলনা মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ক্ষোভের সাথে বলেন, পাইকগাছা থেকে কয়রা সদর মাত্র ৩৩ কিলোমিটার পথ। এই সামান্য দূরত্বে শিববাটী ও চাঁদআলী পৃথক দু’টি ব্রীজ রয়েছে। পাইকগাছা থেকে কয়রা যেতে (৭০+৭০)১৪০ টাকা ও ফিরতে একইভাবে ১৪০ টাকা মোট আসা-যাওয়া মিলে শুধুমাত্র ব্রীজের টোল বাবদ ২৮০ টাকা দিতে হবে। রাস্তায় যেহারে অবৈধ যানবাহন যেমন নসিমন-করিমন-ইজিবাইক ও মহেন্দ্র’র দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে যাত্রীবাহী বাসের যাত্রীর সংখ্যা কমে গিয়ে ইনকামও অনেক কমে গেছে। বর্তমান একটি যাত্রীবাহী বাস পাইকগাছা থেকে কয়রা ও কয়রা থেকে পাইকগাছা আসা-যাওয়া করে ওই বাসের মহাজন তো দূরে থাক বাসের চালকসহ অন্যান্য কর্মচারীর খোরাকী ও বেতনের টাকা রাখাও মুশকিল হয়ে পড়েছে।

২৯ জুন মাইকেল মধুসূদন দত্তের ১৪০ তম মৃত্যুবার্ষিকী

২৯ জুন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪০ তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষ্যে কেশবপুরের সাগরদাঁড়ির মধুসূদন একাডেমীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুরে সাগরদাঁড়িস্থ মধুমূর্তিতে মাল্যদান, সন্ধ্যায় সাগরদাঁড়ির মধুমঞ্চে মধুসূদন স্মরণ সমাবেশ, সংবর্ধনা, মধধূগীতি ও দৃশ্যনাট্য।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারী জমিদার পিতা রাজনারায়ন দত্ত ও মাতা জাহ্নবী দেবীর ঘরে। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলীপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, মধুসূদনের জন্মবার্ষিকী প্রতিবছর সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৭ দিনব্যাপী মহা ধুমধামের সাথে পালিত হলেও তার মৃত্যুবার্ষিকীতে সরকারি ভাবে কোন কর্মসূচী না থাকায় মধুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাইকগাছায় দু’দিনের সফরে প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন শনি ও রোববার দুই দিনের সফরে পাইকগাছায় আসছেন। সফরকালে তিনি শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক, কর্মকর্তা ও সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

দু’দিনের সফর উপলক্ষে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান জানান।

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা; ৩ জনকে আসামী করে মামলা

পাইকগাছায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার একদিন পর থানায় মামলা হয়েছে। মামলায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামী করা হয়েছে। আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার গঙ্গারকোনা গ্রামের একান্ত রায়ের পুত্র ও দৈনিক গ্রামের কাগজের লতা প্রতিনিধি কৃষ্ণ রায় সম্প্রতি এলাকার সন্ত্রাসী কর্মকান্ডের উপর কয়েকটি রিপোর্ট প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে হুমকি প্রদর্শন করে আসছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা লাঠি-সোটা নিয়ে কাঠামারি বাজারে নাগরিক কমিটির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এসময় মিঠুন মন্ডল নামে এক যুবক ভাংচুর কাজে বাঁধা দিলে তাকে বেদম মারপিট করলে সাংবাদিক কৃষ্ণ রায় তাকে উদ্ধার করার চেষ্ঠা করলে সন্ত্রাসীরা তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাহিরবুনিয়া গ্রামের ছহিল উদ্দিন গাজীর পুত্র সন্ত্রাসী রাজীব গাজী তার উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে মারাত্মক আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে খবর পেয়ে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, ও সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর তাকে দেখতে হাসপাতালে যান। এ ঘটনায় শুক্রবার সাংবাদিক কৃষ্ণ রায় বাদী হয়ে রাজীব গাজী (৩০)কে প্রধান আসামী এবং কাঠামারি গ্রামের মহিউদ্দিন গাজীর পুত্র আল-আমিন গাজী, গঙ্গারকোনা গ্রামের বিধান সরকারের পুত্র বিপ্লব সরকার(২২) এর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করেছে। যার নং-৫৮/১৩।