Sunday, December 8, 2013

সোমবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

নির্দলীয় সরকারের দাবিতে অবরোধের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

রোববার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। সরকারের ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের’ প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করে তা কারা কর্তৃপক্ষকে পাঠায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

কপিলমুনিতে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত মহান বিজয় দিবস উদযাপন পরিষদের ব্যানারে দিবসটি পালনের আয়োজন করা হবে। নের্তৃত্ব প্রদান করবে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমেদ, কপিলমুনি কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ত্রিদীপ কুমার মন্ডল, শফিউদ্দিন আহমেদ, অজিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি উজ্বল বিশ্বাস, মিন্টু সাহা, আসলাম হোসেন, আঃ সবুর, এইচ এম শফিউল ইসলাম।

কপিলমুনিতে নিসচা’র কমিটি পুনর্গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বর্তমান কমিটি পুনর্গঠনের লক্ষে নিরাপদ সড়ক চাই নিসচা’র খুলনার দক্ষিনাঞ্চল (কপিলমুনি) শাখার উদ্যোগে এক জরুরী আলোচনা সভা কপিলমুনি নিসচা’র অস্থায়ী কার্যালয় রাফিদ এন্টারপ্রাইজে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন নিসচা’র দক্ষিনাঞ্চল কপিলমুনি শাখার সভাপতি ও সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম। এ সময় কেন্দ্রীয় নির্দেশনানুযায়ী সকল সদস্যদের কাগজপত্র আপডেট সহ নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া পুর্বের কমিটি বিলুপ্ত করে ২০১৪/২০১৫ এর কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, তহিদুল ইসলাম (মেজভাই), সৈয়দ রেজাউল করিম, সত্যজিৎ সাধু, মানিকলাল সিংহ, শংকর সাধু, গোলাম রব্বানী ও জি এম আঃ মহিন।

পাইকগাছার চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই

পাইকগাছার এক মোটরসাইকেল চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে বলে কয়রা থানা পুলিশ জানিয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামের মৃত মাহতাব গাজীর পুত্র আব্দুল হাকিম গাজী পেশায় একজন ভাড়াটিয়া মোটরসাইকেল চালক। ঘটনার দিন শনিবার রাত ১০টার দিকে মহিলা যাত্রীর ছদ্মবেশে ঘাতক তাকে কয়রার উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যায়।

এই ঘটনার পর থেকে আব্দুল হাকিমের সাথে তার পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আবশেষে রবিবার সকাল ১০টার দিকে কয়রা থানা পুলিশ উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের ঠাকুরেরচক ফাঁকা বিলের মধ্যে নিহতের লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

পাঁচ শ্রেষ্ঠ ‘জয়িতা’র একজন পাইকগাছার সাবিনা ইয়াসমিন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০১৩ পালন উপলক্ষে শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের মধ্যে থেকে খুলনা জেলায় নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ ‘জয়িতা’ এবং খুলনা জেলাধীন উপজেলা পর্যায়ের ৪০ জন ‘জয়িতা’কে সম্মাননা প্রদান করা হয়।

‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ হিসেবে সম্মাননা গ্রহন করেন আমাদের গর্ব এডিসি (যশোর) সাবিনা ইয়াসমিন। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন’এর জন্ম এবং বেড়ে ওঠা আমাদের প্রিয় পাইকগাছায়।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ সকল অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল। এতে সভাপতিত্ব করেন নবাগত খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম। স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।

পাঁচটি ক্যাটাগরীতে পাঁচজন শ্রেষ্ঠ 'জয়িতা' হলেন, ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী’ রাজিয়া বেগম, ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ সাবিনা ইয়াসমিন, ‘সফল জননী’ ফরিদা বেগম, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু’ মোছাঃ সালমা খাতুন এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়’ শোভা রাণী হালদার।

কয়রায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের ঠাকুরেরচক ফাঁকা বিলের মধ্যে অজ্ঞাত ব্যক্তি (৪৮) এর লাশ উদ্ধার হয়েছে। কয়রা থানা সূত্রে জানা যায় রবিবার ভোররাতে স্থানীয়রা ধান কাটতে গিয়ে বিলের মধ্যে খড়, কুটা দিয়ে ঢাকা একটি লাশ দেখতে পেয়ে কয়রা থানাকে খবর দেয়।

খবর পেয়ে কয়রা থানার ওসি মো: ফজলুর রহমান তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

শিববাটি ব্রীজের অপ্রত্যাশিত টোল প্রত্যাহারের ঘোষনা

শনিবার বিকালে পাইকগাছা পৌরসভাস্থ শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ্যাড. শেখ মোঃ নূরুল হক স্থানীয় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে আলোচিত শিববাটি ব্রীজের অপ্রত্যাশিত টোল প্রত্যাহার ও গড়ুইখালীর গাঙরহি ও ঘোষখালী নদী উন্মুক্ত করার ঘোষনা দেন।

উদ্যোগটি শুভ ! Voice of Paikgacha সাদুবাদ জানায় উদ্যোক্তাদের !

নিরবে পেরিয়ে গেল ৫টি বছর.... গুরুদাসী’র ৫ম প্রয়াণ দিবস আজ

দেশের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া মানুষটির কথা কেউ মনে রাখেনি। নিরবে পেরিয়ে গেল ৫টি বছর। ৮ ডিসেম্বর ২০০৮, দিবাগত রাতে সকলের অগচরে না ফেরার দেশে চলে যান বীরঙ্গনা গুরু দাসী মন্ডল। 


অথচ তাকে স্মরণ করার জন্য এগিয়ে আসেনি কোনো সামাজিক, রাজনৈতিক বক্তি বা সরকার। আজ অবধি ধরে রাখার চেষ্টা করা হয়নি তার শেষ স্মৃতি চিহ্ন ইহকালের আবাসস্থল।

বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল, তুমি পাইকগাছার গর্ব, ভুলবো না তোমায়। কিন্তু মাসি, তুমি হঠাৎ আর এসে বলবে না, ''কেমন আছিস বাবা ? ভালো আছিস তো ? দে কয়ডা টাহা দে, তোরা না দিলি পাব কনে ক।''

Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তোমাকে।

খুলনায় চালু হলো গ্রামীণ ফোনের থ্রিজি

খুলনায় চালু হলো গ্রামীণ ফোনের থ্রিজি নেটওয়ার্ক। প্রাথমিকভাবে খুলনা সিটি এবং দাকোপ উপজেলার চালনার মোট ২১টি এলাকায় এ সার্ভিস চালু হয়েছে। ঢাকা, সিলেট ও চট্রগ্রামের পর এবার গ্রামীণ ফোনের থ্রিজি নেটওয়ার্ক কভারেজের আওতায় এলো খুলনা মহানগরী।

প্রাথমিকভাবে খুলনার চানমারি, রূপসাঘাট, টুটপাড়া, লঞ্চঘাট, খানজাহান আলী, সোনাডাঙ্গা, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা সদর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ফারাজীপাড়া, কেডিএ নিউ মার্কেট, শিববাড়ী, ময়লাপোতা, বয়রা, গল্লামারি, বৈকালী, খালিশপুর, নতুন রাস্তা মোড়, ফুলবাড়িগেট, শিরোমনি এবং চালনা ফেরিঘাট থ্রিজি’র আওতায় এসেছে।

আগামী বছরের মার্চ মাস নাগাদ দেশের ৬৪টি জেলায় এ নেটওয়ার্কের বিস্তার ঘটানো হবে।