Wednesday, May 28, 2014

আজ শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৩৮তম মৃত্যু বার্ষিকী, মনে আছে কি ?

যাস্ট ফর ফান !

সংবিধিবদ্ধ সতর্কীকরণ :: "ডোন্ট টেক ইট সিরিয়াসলি !"

কাদাপানি থৈ থৈ, এ যেন কালো রঙের দই !

আন্তর্জাতিক মানের সড়কের বাস্তব অবস্থার চিত্রায়ণ !!!! (২০১৪)


বৃষ্টিতে চলাচল অযোগ্য পাইকগাছা-আঠারমাইল সড়ক; দুর্ভোগে যাত্রীরা


কপিলমুনি সংলগ্ন পাইকগাছা-আঠারমাইল সড়কের ৩ কি.মি. সংস্কারে (উচু করণে) ১২ কোটি টাকা ব্যায়িত হলেও ড্রেনেজ ব্যবস্থা না রাখায় বৃষ্টির পানি জমে গিয়ে কর্দমাক্ততা সৃষ্টি তথা চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। চরম ভোগান্তীতে পড়েছেন পথচারীরা। প্রশ্ন উঠেছে রাস্তায় জমে থাকা পানি যাবে কোথায় ? অবস্থাদৃষ্টে ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছবিটি কাশিমনগর বাজার সংলগ্ন পাইকগাছা-আঠারমাইল সড়ক থেকে তোলা

জানা গেছে, পাইকগাছা-আঠারমাইল প্রধান সড়কের কপিলমুনির উত্তর সলুয়া (গোলাবাটি) থেকে কপিলমুনি বাজার’সহ কাশিমনগর পর্যন্ত ৩ কি.মি. সড়ক উচু করার জন্য বরাদ্ধ হয় ১২ কোটি টাকা।

সে অনুযায়ী ১ মাস আগে থেকে সড়ক সংস্কারের কার্যক্রম পরিচালিত হলেও অভিযোগ ওঠে পুরাতন রাস্তার ব্যবহৃত ইটের খোয়া, নিন্মমানের বালি দিয়ে উচু করার কাজ চলছে। একইভাবে ১৬ ইঞ্চি নতুন খোয়া ও বালু দ্বারা সমানভাবে সাববেইজ করার নিয়ম থাকলেও সেখানে যথেষ্ট অনিয়ম হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এদিকে সড়কটি নির্মানে কার্যক্রম চললেও ড্রেনেজ ব্যবস্থা না রাখায় গত ২/৩ দিনের বৃষ্টিতে রাস্তার উপরিভাগে পানি জমে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার কোথাও কোথাও বৃষ্টির পানিতে একেবারেই তলিয়ে গেছে।

ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসীর মতে, সড়কের স্থায়ীত্ব রাখতে ড্রেনেজ ব্যবস্থা একান্ত জরুরী। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ’সহ এলাকার এমপি’র সুদৃষ্টি কামনা করেছেন তারা।

পাইকগাছায় মটর শ্রমিক ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; আহত ২

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মটর শ্রমিক, বাসযাত্রী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এক যাত্রী ও এক বাসচালক জখম হয়েছে। আহত বাসচালক রফিকুল ইসলামকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট এলাকায় উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ মটর শ্রমিকরা খুলনা-পাইকগাছা সড়কে যাত্রীবাহী বাসসহ সব ধরনের বড় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকরা রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়।

সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকায় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাস্তায় আটকে পড়ে বিভিন্ন পণ্যবাহী ট্রাক-পিকাপ। সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

হামলার ঘটনায় জড়িত একজনকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। পরে প্রশাসনের সাথে মটর শ্রমিক নেতৃবৃন্দের এক সমঝোতা বৈঠক শেষে বেলা পৌনে ৩টার দিকে অত্র সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-১১-০০২৪) রাত সাড়ে ৯টার দিকে পাইকগাছা বাসস্ট্যান্ড জিরোপয়েন্টে এসে পৌঁছালে বাসের শ্রমিকরা ভাড়ার টাকা নিয়ে তর্কাতর্কির জের ধরে জনৈক যাত্রীকে মারপিট করে জখম করে।

সেখানে উপস্থিত সাবেক সেনা সদস্য শেখ আলাউদ্দিন যাত্রীকে মারধরের প্রতিবাদ করতেই শ্রমিকরা তার উপর ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে শ্রমিকরা আলাউদ্দিনকে লাঞ্ছিত করে। এ সময় জিরোপয়েন্টে টহলরত থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

শেখ আলাউদ্দিনকে মারধরের খবর পেয়ে তার ভাই শেখ সোহরাওয়ার্দীসহ ৫/৭ জন লোক এসে (খুলনা-মেট্রো-ব-৩৬) বাসের চালক রফিকুলকে একটি হোটেলের মধ্যে ফেলে বেধড়ক মারপিট করে চলে যায়।

শেখ আলাউদ্দিন জানান, শ্রমিকরা এক যাত্রীকে মারপটি করে রক্তাক্ত জখম করলে ওই যাত্রী ও তার স্ত্রী কান্নাকাটি করতে থাকে। ঘটনাটি দেখে আমি মারধরের কারণ জানতে চাওয়া মাত্র শ্রমিকরা আমাকেও মারধর শুরু করে।

স্থানীয় মটর শ্রমিক নেতৃবৃন্দ জানান, আহত বাসচালক রফিকুল মূলত ওই বাসের ড্রাইভার না, যে বাসে ঘটনার সূত্রপাত। সে কারণেই শ্রমিকরা বেশি ক্ষুব্ধ হয়ে পড়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাছ আলী বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারী শেখ সোহরাওয়ার্দীকে দুপুরে বোয়ালিয়া মোড় থেকে গ্রেফতার করা হয়েছে।

কপিলমুনিতে গাজা বিক্রেতার ২ বছর কারাদন্ড

কপিলমুনি কাশিমনগর গ্রামের আহম্মদ আলী সরদারের পুত্র কামাল সরদার (৩৮) কে ৫ পুরিয়া গাজা'সহ পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে কামাল কপিলমুনি হাসপাতালের সামনে গাজা বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এ.টি.এস.আই জাহান আলী হাতেনাতে ধরে ফেলে। পুলিশ তার নিকট থেকে ৫ পুরিয়া গাজা উদ্ধার করে।

সোমবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নিবাহী অফিসার মোহাম্মদ কবীর উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কামালকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Tuesday, May 27, 2014

বৃষ্টিতে পাইকগাছা পৌরসভা স্মৃতিসৌধ



ছবি ২টি আমাদের পাঠিয়েছেন Gm Rajib.

পাইকগাছায় শ্রমিক-যাত্রী-জনতা সংঘর্ষ; বাস চলাচল বন্ধ

পাইকগাছায় এক শ্রমিককে মারপিট করার প্রতিবাদে দিনভর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে এক এলাকাবাসী থানায় আত্মসমর্পন করলে বিকাল ৩টার দিকে প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়।

উল্লেখ্য, সোমবার রাতে জিরো পয়েন্ট এলাকায় শ্রমিক কর্তৃক যাত্রী ও স্থানীয় জনতা কর্তৃক শ্রমিককে মারপিট করার ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে শেখ আলাউদ্দিন নামের এক মৎস্য ব্যবসায়ী পুরাইকাটি থেকে বাতিখালীস্থ বাড়িতে আসছিলেন। বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট নামক স্থানে পৌছালে শ্রমিক কর্তৃক কয়রার এক যাত্রীকে মারপিট করতে দেখে ব্যবসায়ী আলাউদ্দিন এর প্রতিবাদ করতে গেলে উপস্থিত শ্রমিকরা ব্যবসায়ীকে মারপিট ও লাঞ্ছিত করেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন রফিকুল ইসলাম নামের এক শ্রমিককে মারপিট করে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে পাইকগাছা খুলনা রুটে সকল প্রকার যানবাহন বন্ধ করে দেন। এতে মালবাহী ট্রাকসহ ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে স্থানীয় এমপি’র হস্তক্ষেপে শেখ সোহরাওয়ার্দী নামে এক এলাকাবাসী থানায় আত্মসমর্পন করলে বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার করে নেন।

পাইকগাছায় ভেজালবিরোধী অভিযানে দেড় মন আম বিনষ্ট; জরিমানা আদায়

পাইকগাছায় ভেজালবিরোধী অভিযানে দেড় মন আম বিনষ্ট ও প্রায় সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

সূত্রমতে, মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁকা বাজারে অভিযান চালিয়ে শ্রীকন্ঠপুর গ্রামের করিম মোড়লের পুত্র রুস্তম মোড়ল বিষাক্ত রাইজেন দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে ভেজালবিরোধী অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল প্রায় দেড়মন আম জব্দ করেন।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এরপর জব্দকৃত আম বিনষ্ট করা হয়।

পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা

পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সরল কেন্দ্রীয় পূজ মন্দিরে উপজেলা শাখার আহবায়ক অঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ নেতা জগদীশ রায়। বিশেষ অতিথি ছিলেন অখিল চন্দ্র মন্ডল, দীপংকর মন্ডল।

সদস্য সচিব মৃনাল কান্তি বাছাড়ের পরিচালনায় বক্তব্য রাখেন, উজ্জল সরদার, তারক চন্দ্র সানা, শুকৃতি মোহন বিশ্বাস, প্রেমাংশ সরকার, রামকৃষ্ণ বাছাড়, পার্থ প্রতিম, কল্লোল সানা, জয়গাইন, সৌরভ গাইন, ধর্মেন্দ্র মন্ডল, সুজন দাশ, রাজীব সরকার, কৌশিক মন্ডল, পবিত্র সরকার, দ্বিপু সানা, রাজীব বাওয়ালী, সংগ্রাম আচার্য, নন্দগোপাল সরকার ও সুমন সাধু।

সিক্ত কর হে বৃষ্টি…. ! ঠান্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি !

ছবিটি পাইকগাছা পৌরসভা কার্যালয়ের পাশ থেকে তোলা

বুবধার দুপুরে কাবা শরীফ ছায়শূন্য থাকবে

মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২৮ মে দুপুর নাগাদ মক্কার পবিত্র কাবা শরীফের সঙ্গে সরাসরি একই লাইনে অবস্থান করবে সূর্য। সূর্যের কেন্দ্রবিন্দুটি এই কাবার ঠিক ওপরে উঠে আসবে। জেদ্দা অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। 

তারা জানিয়েছেন, মক্কানগরীতে বুধবার ভোট ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় হবে। উত্তরপূর্ব দিকটি থেকে সূর্য ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবে এবং দূপুর ১২টা ১৫ মিনিটে তা ঠিক কাবা শরীফের মাথার ওপর উঠে আসবে। আর সে কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পবিত্র এই মসজিদ ঘরের কোনো দিকে কোনো ছায়া থাকবে না।

সূর্যের এই অবস্থানকে ‘ছায়াশূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলেই চিহ্নিত করেন মহাকাশ বিজ্ঞানীরা। আর বছরে অন্তত দুইবার পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে।

গবেষকরা জানান, পবিত্র কাবা ঘরটি বিষুব রেখা ও কর্কটক্রান্তির মাঝখানে অবস্থিত হওয়ার কারণেই এমনটা ঘটে। ২৮ মে ছাড়াও প্রতিবছর ১৬ জুলাই তারিখেও একই ঘটনা ঘটে বলে জানান তারা।

পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুব রেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে একবার দক্ষিণ গোলার্ধে যায়। আর এই আসা যাওয়ার পথে বছরে দুইবার সরাসরি উপরে অবস্থান নিয়ে পবিত্র কাবা শরীফকে ছায়াশূন্য করে দেয়।

জ্যোতির্বিদরা ওইদিন ঠিক মধ্যআকাশে থাকা অবস্থায় সূর্যের দিকে খালি চোখে তাকাতে নিষেধ করেছেন।

কয়রায় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক ১

কয়রায় গভির রাতে নাইন এম এম পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ কামরুল হাসান সানা (৩৫) কে আটক করেছে কয়রা থানা পুলিশ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১২টার দিকে কয়রা থানার উপ-পরিদর্শক আঃ গনির নেতৃত্তে থানা পুলিশের একটি দল উপজেলার দশবাড়িয়া গ্রামে অভিজান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে।

এ ব্যাপারে এস.আই আঃ গনি বাদী হয়ে কয়রা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২০। আটক কৃত কামরুল উপজেলার দশবাড়ীয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার পুত্র। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়।

আন্তর্জাতিক মানের সড়কের বাস্তব অবস্থার চিত্রায়ণ !!!! (২০১৪)

ছবিটি উপজেলার কাশিমনগর বাজার সংলগ্ন পাইকগাছা-আঠারমাইল সড়ক থেকে তোলা।

২৬ মে সোমবার বিকালে

Monday, May 26, 2014

দুম্বার মাংস বন্টনে অবমূল্যায়ন ও কর্তৃত্ব না থাকার জের....

পাইকগাছা উপজেলা পরিষদের সাথে ইউপি চেয়ারম্যানদের দূরত্ব সৃষ্টি

 

ইউপি চেয়ারম্যানদের সমন্বয় কমিটির সভা বর্জন; অস্বস্তিতে উপজেলা পরিষদ


পাইকগাছায় দুম্বার মাংস বিতরণকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ১০ ইউপি চেয়ারম্যানদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে বেশ কিছু দিন যাবৎ উপজেলায় ব্যাপক আলোচনা, সমালোচনার সৃষ্টি হয়েছে। 

দুম্বার মাংস বন্টনে ইউপি চেয়ারম্যানদের অবমূল্যায়ন ও কর্তৃত্ব না থাকার অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ২২ মে’র আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা বর্জন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় সম্প্রতি সরকারিভাবে সরবরাহকৃত ৯৮ প্যাকেট দুম্বার মাংস বিতরণে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনেছেন ইউপি চেয়ারম্যানরা। চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভায় এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সভাপতি শাহাদাৎ হোসেন ডাবলু ও সাধারণ সম্পাদক এসএম এনামুল হক সমন্বয় কমিটির সভা বর্জনের হুমকি দেন।

এ ঘটনার জের ধরে গত ২২ মে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভায় ১০ ইউপি’র কোন চেয়ারম্যান অংশগ্রহন করেননি। এ ঘটনার পর থেকে উপজেলা পরিষদ অস্বস্তিতে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু বলেন, প্রতি বছর ১০ ইউপি’র চেয়ারম্যানদের সাথে নিয়ে এ মাংস সুষ্ঠুভাবে বিতরণ করা হতো। কিন্তু এ বছর ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন মাংস বিতরণে অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন স্থানে এ মাংস বিতরণ করেছেন।

চাঁদখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী সমন্বয় কমিটির সভা বর্জনের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা পরিষদের কোন সভায় যোগদান করবে না।

চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাৎ হোসেন ডাবলু বলেন, এ ঘটনায় পরস্পরের মধ্যে সমন্বয় না হওয়ায় সভায় যোগদান করেননি।

আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন বলেন মাংস বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি অসত্য। এতিম ও দুঃস্থদের মধ্যে মাংস বন্টন করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যানদের অবহিত করা হয়নি বলে তিনি স্বীকার করেন।

উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাড. স.ম বাবর আলী এ প্রসংগে ইউপি চেয়াম্যানদের অভিযোগ খন্ডন করে বলেন, প্রকৃত দুঃস্থদের মাঝে এ মাংস বিতরণ করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যানদের জানানো হয়নি বলে তিনিও স্বীকার করেন।

বিরাশি গ্রাম উন্নয়ন সমিতির নির্বাচন;বারী সভাপতি, সিরাজুল ম্যানেজার

একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিরাশি গ্রাম উন্নয়ন সমিতি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৪ কপিলমুনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার সমিতির ৬০ জন সদস্যের মধ্যে ৫৮ জন গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

ব্যবস্থাপনা কমিটির ১১টি পদের মধ্যে ৭টি পদে ভোট গ্রহণ করা হয়। সভাপতি পদে আব্দুল বারী (চেয়ার), সহ-সভাপতি (মহিলা) পদে বেগম আরা (হরিণ), ম্যানেজার পদে সিরাজুল ইসলাম (দোয়াত কলম), সদস্য (পুরুষ) পদে আসাদুল ইসলাম (মই), কামাল হুসাইন (মাছ), হারুন গাজী (বাই-সাইকেল) ও জামির সরদার (হাতী) নির্বাচিত হন।

অন্যদিকে সহ-সভাপতি (পুরুষ) পদে আকবার সরদার ও সদস্য (মহিলা) পদে একমাত্র রুমা বেগম মনোনয়নপত্র জমা দেয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আসাদুল ইসলাম। সহযোগিতা করেন সমন্বয়কারী জয়া রানী, ফিল্ড অফিসার অরুন ও সুকুমার। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন পাইকগাছা উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশিস সরদার।

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। 


মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরান তিলাওয়াত, মিলাদ মাহফিল দিনভর রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মেরাজ পালন করেন।

Sunday, May 25, 2014

শুভ জন্মদিন প্রিয় কবি !

আজ ১১ জৈষ্ঠ্য। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী।

Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তোমাকে !

আইলা তাণ্ডবের ৫ বছর

ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী


আজ ভয়াল ২৫ মে। ২০০৯ সালের এইদিনে উপকূলবাসী প্রত্যক্ষ করে প্রকৃতির এক নির্মম দানবিকতা। এদিন ঝড়ো বাতাসে সৃষ্ট প্রলয়ংকারী জলোচ্ছ্বাস আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা উপকূলীয় এলাকা। আইলার ভয়াল ছোবলে লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে বঙ্গোপসাগরে একাকার হয়ে যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর। বাস্তহারা হয়ে নিঃস্ব হয়ে পড়ে লাখো মানুষ।

এরই মধ্যে পেরিয়ে গেছে ৫ বছর। তবে এ দীর্ঘ সময়েও আইলার সর্বনাশা আঘাতের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এসব দুর্গত এলাকার ‍মানুষজন।

আইলার আঘাতে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আনছার আলী, রহিমা খাতুন, আশরাফ গাজীসহ স্থানীয় বেশ কয়েকজন ওইদিনের ভয়াবহ মানবিক বিপর্যয়ের বর্ণনা দিতে গিয়ে শিউরে ওঠেন।

তারা বলেন, ঘটনার দুই দিন আগে থেকেই একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ২৫ মে সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস শুরু হয়। একপর্যায়ে দুপুর একটার কিছু পরেই আইলা আঘাত হানে। এতে ঝড়ো বাতাস ও পানির তোড়ে শুরুতেই গাবুরার উপকূল রক্ষা বাঁধ ভেঙে চল্লিশ হাজারেরও বেশি জনবসতি সাগরের পানিতে নিমজ্জিত হয়।

মুহূর্তের মধ্যে লণ্ড-ভণ্ড হয়ে যায় সবকিছু। স্বজনহারা হয় শতাধিক পরিবার। গৃহহীন হয়ে পড়ে লাখো মানুষ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রাস্তা, ব্রিজ ও কালভার্ট, বেড়িবাঁধসহ অন্যান্য অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়। ভেসে যায় হাজার হাজার গবাদি পশু, হাঁসমুরগি, ফসলি ক্ষেত ও চিংড়ি ঘের। তলিয়ে যায় সহস্রাধিক নলকূপ ও দুই হাজারেরও বেশি পুকুর। দিনের আলোতেই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, গাবুরা, মুন্সীগঞ্জ, ভেটখালী, কৈখালী ও আশাশুনি উপজেলার প্রতাপনগর, খাজরা ইউনিয়নসহ উপকূলীয় বিভিন্ন এলাকার লাখ লাখ মানুষ।

এদিকে, আইলার আঘাতের ৫ বছর পার হলেও এখনো আইলার ক্ষতি পুষিয়ে নিতে পারেনি এ অঞ্চলের ক্ষতিগ্রস্তরা। এ দীর্ঘ সময়ে রাস্তাঘাট পুন‍ঃনির্মাণ ও উপকূল রক্ষা বাঁধ কিছুটা সংস্কার করা হলেও উপকূলবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হয়নি আজও।

আইলার তাণ্ডবে যে কর্মসংস্থানের সংকট সৃষ্টি হয়েছিল তাও এখনো স্বাভাবিক হয়নি। সমুদ্রের পানিতে ডুবে যাওয়া পুকুর-জলাশয়গুলো এখনো ব্যবহার উপযোগী করে তোলা হয়নি। ফলে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে গোটা উপকূলজুড়ে। প্রচণ্ড লবণাক্ততায় জনপদগুলো বৃক্ষশূন্য হয়ে পড়েছে। জ্বালানি, খাবার পানি ও কর্মসংস্থানের সংকট মানুষের জীবনযাত্রাকে করে তুলেছে দুর্বিষহ।

ক্ষতিগ্রস্তরা বসতভিটায় ফিরে কোনো রকমে বসবাস শুরু করলেও কয়েক হাজার পরিবার আজও বসতভিটায় ফিরতে পারেনি। চারিদিকে বাঁধ বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের উপকূল রক্ষা বাঁধ যেনতেনভাবে সংস্কার করায় যেকোনো সময় আবারো বাঁধ ধসে নদীগর্ভে বিলীন হওয়ার আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

এছাড়া চাষযোগ্য জমির লবণাক্ততা মোকাবেলা করে কোনো কোনো জমিতে ধান চাষ করা সম্ভব হলেও অধিকাংশ কৃষি জমি এখনো অনাবাদী রয়েছে। কাজ ও জ্বালানি সংকটের কারণে সুন্দরবনের উপর চাপ বেড়েছে কয়েকগুণ।

অপরদিকে, এসব অঞ্চলে ধ্বংস্তুপে পরিণত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো রকমে শিক্ষা কার্যক্রম শুরু হলেও লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ তৈরি হয়নি আজও।

স্থানীয় গাবুরা খোলপেটুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন
Voice of Paikgacha'কে বলেন, আইলার পর এখানকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রকৃতপক্ষে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে উপকূল রক্ষা বেড়িবাধ উঁচু ও মজবুত করার কোনো বিকল্প নেই।

স্থানীয় পরিবেশ গবেষক শাহীন ইসলাম
Voice of Paikgacha'কে বলেন, এলাকায় মানুষের মধ্যে তীব্র অপুষ্টি বিরাজ করছে। আইলায় খাদ্য নিরাপত্তা বিপর্যস্ত হয়েছে। বর্তমানে কৃষকরা খাদ্য নিরাপত্তা অর্জনে লবণাক্ততা মোকাবেলা করে আবার ধান চাষের চেষ্টা করছেন। কিন্তু তাদের এ প্রচেষ্টায় সরকার সহযোগিতা না করলে তারা ঘুরে দাঁড়াতে পারবে না।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তবিবুর রহমান বলেন, সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা আইলা উপদ্রুত মানুষের জীবনমান উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। লবণাক্ত এলাকা হওয়ায় অন্যান্য এলাকার চেয়ে এখানে কাজ শুরু করে শেষ করা বেশ কষ্টসাধ্য।

পাইকগাছায় পানির তীব্র সংকটে হাহাকার চলছে

পাইকগাছায় প্রচন্ড তাপদাহ আর বিশুদ্ধ খাবার ও ব্যবহারিক পানির তীব্র সংকটে হাহাকার চলছে মানুষের মাঝে। এর মধ্যে দিনভর বিদ্যুৎ না থাকাটা যে কতটা যন্ত্রণাদায়ক গতকাল শনিবার পাইকগাছাবাসী বুঝতে পেয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত টানা সাড়ে ১০ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। 

যদিও এর আগের দিন সন্ধ্যায় পৌর এলাকায় মাইকিং করে মেইন লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য (শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে মর্মে ঘোষণা দেয়া হয়েছিল।

প্রচন্ড খরতাপে পুড়ছে সারা দেশ। অসহ্য এ দাবদাহের মধ্যে পৌর এলাকাসহ পাইকগাছা উপজেলা জুড়ে চলছে বিশুদ্ধ খাবার ও ব্যবহারিক পানির মহাসংকট। বহুদিন পর গতকাল দুপুর ২টার দিকে পাইকগাছায় সামান্য বৃষ্টির দেখা মিললেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

খালে, বিলে, পুকুরে, মৎস্য ঘের, জলাশয় কোথাও পানি নেই। পানির অভাবে জলাশয়গুলো খাঁ খাঁ করছে। রোদে পুড়ে চৌচির হয়ে গেছে অনেক জলাশয়। সামান্য যেটুকু পানি রয়েছে তাও সবুজ হয়ে গেছে। পানি দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রচন্ড গরম আর স্বল্প পানির কারণে মৎস্য ঘেরে মাছ মরে যাচ্ছে। ঘের ব্যবসায়িদের মাথায় হাত উঠেছে।

গোলস, রান্নাবান্না, থালাবাসন ধোয়ারও পানি মিলছে না। বাজারের হোটেল-রেঁস্তোরা গুলোতেও খাবার পানির সংকট চলছে। এক কলস বিশুদ্ধ খাবার পানি যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। মাইলের পর মাইল পায়ে হেটে গৃহবধূরা খাবার পানি সংগ্রহ করছেন। তাও দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক অপেক্ষার পর মিলছে।

অসহনীয় গরম আর তীব্র পানি সংকটে এমনিতেই উপজেলাবাসী অতিষ্ঠ। আর তার মধ্যে দিনভর বিদ্যুৎ না থাকাটা যে কতখানি কষ্টদায়ক গতকাল তা মর্মে মর্মে অনুভব করেছে পাইকগাছাবাসী। অবশেষে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে বিদ্যুতের দেখা মেলে।

Saturday, May 24, 2014

পাইকগাছাতে ফের দেখা মিলল বৃষ্টির !

আজ দুপুর ২টায় নেমে আসে স্বস্তির বৃষ্টি। ঠান্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি !

 

Wednesday, May 7, 2014

চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়

চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি সর্ব প্রথম ১৯২৭ সালে এম ই বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৮ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯৬৫ সালে উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। 

বিদ্যালয়টি পাইকগাছা উপজেলার অন্তর্গত চাঁদখালী ইউনিয়ানে অবস্থিত। বহু গুনিজনদের আগমনে ধন্য হয়েছে প্রকৃতির রুপসী কণ্যা সুন্দরবনের নাভি পদ্মে অবস্থিত এই বিদ্যালয়টির আঙ্গিনা।

বিদ্যালয়টিতে তিন কক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন (১ টি) এবং তের কক্ষ বিশিষ্ট একটি দোতলা পাকা ভবন রয়েছে। এছাড়া বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রয়েছে শহীদ মিনার। বিদ্যালয়ের সম্মুখ দিয়ে পাইকগাছা-কয়রা সড়ক তাছাড়া কপোতাক্ষ নদ প্রবাহিত হচ্ছে।

পাইকগাছায় বিটিসিএলের গ্রাহক ভোগান্তি চরমে

পাইকগাছার ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটির জনবল সংকট ও যান্ত্রিক ক্রুটির কারণে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। পাইকগাছা টেলিফোন এক্সচেঞ্জটি (বিটিসিএল) অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরিত করার সাথে সাথে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায় এবং পাইকগাছা পৌরসভাসহ পার্শ্ববর্তী এলাকায় সংযোগ সম্প্রসারিত হয়। 

কিছুদিন সেবার মান যথেষ্ট ভাল থাকলেও জনবল সংকট ও যান্ত্রিক ক্রুটি দেখা দিলে ভোগান্তির শিকার হন গ্রাহকরা। সমস্যা সমাধানে যথেষ্ট পরিমাণ জনবল বা অভিযোগ কেন্দ্র না থাকায় গ্রাহকরা সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হন।

জানা গেছে, ডিজিটালে রূপান্তরিত হওয়ার পর গ্রাহক সংখ্যা ২৬০ থেকে ৭ শতাধিক হয়। বর্তমান বেহাল অবস্থার কারণে গ্রাহক সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ শতাধিকে।

দেখা গেছে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সাধারণ মহলে গ্রাহক নেই বললেই চলে। একজন টেলিকম ম্যাকানিক একজন লাইনম্যান ও একজন ব্যাটারীম্যান দিয়ে চলছে অফিসটির কার্যক্রম।

এমতাবস্থায় বিটিসিএলের স্লোগানের ("দেশ ও মানুষের সেবায়") সাথে তাদের সেবার মান কতখানি সঙ্গতিপূর্ণ সে প্রশ্ন থেকেই যায়। এ বিষয়ে অভিজ্ঞ টেকনিশিয়ান নিয়োগের পাশাপাশি সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

খুলনা বিভাগে ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

প্রথম পর্বে ফুলতলার পরিবর্তে পাইকগাছার নাম অন্তর্ভুক্তির দাবি


নির্বাচন কমিশন সচিবালয়ে তিনটি যুক্তি দেখিয়ে জেলা নির্বাচন অফিস ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্বে খুলনা জেলার ফুলতলার পরিবর্তে পাইকগাছা উপজেলার নাম অন্তর্ভুক্তির দাবি করেছে। প্রাথমিক পর্যায়ে জেলার কয়রা, রূপসা ও তেরখাদা উপজেলায় হালনাগাদকরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৫ থেকে ২৪ মে পর্যন্ত প্রথম ধাপে হালনাগাদকরণ কার্যক্রম চলবে।

জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকা হালনাগাদকরণের জন্য খুলনার কয়রা, তেরখাদা, রূপসা ও ফুলতলা উপজেলার নাম অন্তর্ভুক্ত করে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান গত রবিবার জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক বরাবর এক পত্রে হালনাগাদকরণের প্রথম পর্বে ফুলতলার পরিবর্তে পাইকগাছার নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।

তিনি তার যুক্তিতে উল্লেখ করেন, বর্ষায় বাড়ি বাড়ি ঘোরা দুরূহ, ভৌগলিক অবস্থান এবং দুর্গম এলাকায় যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়বে। ফলে হালনাগাদকরণের প্রথম পর্বে পাইকগাছাকে অগ্রাধিকার দেয়ার অনুরোধ জানান তিনি।

জেলা নির্বাচন অফিসের সূত্রমতে, ২০১৫ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর হবে, তারাই হালনাগাদকরণে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ যাবে। নিবন্ধন ও ছবি তোলার জন্য ভোটারদের তথ্য কেন্দ্রে যেতে হবে।

উল্লেখ্য, সর্বশেষ তালিকা অনুয়ায়ী ভোটার সংখ্যা হচ্ছে রূপসা উপজেলায় ১ লাখ ২১ হাজার ৮৪৯ জন, তেরখাদা উপজেলায় ৭৬ হাজার ১৬২ জন, কয়রা উপজেলায় ১ লাখ ৩৭ হাজার ৫২৮ জন এবং পাইকগাছা উপজেলায় ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন।

২৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন পাইকগাছা

সোমবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎ চলে যায়, মঙ্গলবার বিকাল ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি ! টানা ২৬ ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে পৌর বাজারের প্রায় ৩০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কারন জানতে চাইলে পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম মোঃ বদরুল আনাম
Voice of Paikgacha'কে বলেন, বাজারের একটি ২৫ কেভি ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছে। প্রায় দু’লাখ টাকা মূল্যের ট্রান্সফরমারটি খুলনা থেকে এনে প্রতিস্থাপন না করা পর্যন্ত সংশ্লিষ্টদের বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।

কবে-কখন ভুক্তভোগি ব্যবসায়ীরা বিদ্যুৎ পাবে জানতে চাইলে ডিজিএম নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

নয়নাভিরাম পাইকগাছা !

ছবিটি পাইকগাছা উপজেলার আগরঘাটা থেকে তোলা।

পাইকগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাইকগাছায় এক সহকারী ভূমি কর্মকর্তা বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও উচ্চ আদলতের আদেশ সম্পর্কে কটূক্তি করার অভিযোগ এনে বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ হলেও গত এক বছরে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোলদানা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লতিফা খানমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও উচ্চ আদালতের আদেশ সম্পর্কে কটূক্তি করাসহ উপজেলা নির্বাহী অফিসারের দফতরের ১২০/১২ নং মিস কেস ও ১০৬/১২ নং মিস কেসের প্রতিবেদনে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বলে জানা গেছে।

এছাড়া তিনি সরকারি খাস জমি বেহাত, বাড়ির শ্রেণীর জমি বিলান দেখিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ের খাজনা গ্রহণ করে নিজে সুবিধা ভোগ করছেন এমন অভিযোগ এনে আমুরকাটা গ্রামের ভুবনেশ্বর সরকার বাদী হয়ে গত ১৭/০৭/১৩ তারিখে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে কমিশনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ প্রদান করেন। ইতোমধ্যে নির্বাহী অফিসার সাক্ষী গ্রহণ করলেও অদ্যবধি তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে জমা হয়নি বলে বাদী অভিযোগ করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের জানান খুব শীঘ্র তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে জমা দেয়া হবে।

আজ কপিলমুনির রূপকার রায় সাহেবের ১২৬তম জন্মজয়ন্তী

কর্মগুনে যিনি হয়েছেন মহাপুরুষ। তিনি আর কেউ নন, বানিজ্যিক শহর কপিলমুনির প্রাণ পুরুষ ও আধুনিক কপিলমুনির রূপকার ক্ষনজন্মা মহাপুরুষ দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু। 

শুধু কপিলমুনি বা খুলনার নয়, তৎকালীন পূর্ববঙ্গের একজন স্বনামধন্য, নিজস্ব কৃতিত্বে ও কীর্তিতে ভাস্কর একটি নাম, একটি প্রতিষ্ঠান এক অবিস্মরনীয় ব্যক্তিত্ব। আজ তার ১২৬তম শুভ জন্মজয়ন্তী। রায় সাহেব কপিলমুনিতে অনেক জনহীতকর কাজ করেছেন।

কপিলমুনি বেদ মন্দির পরিচালনা কমিটির সভাপতি চম্পক কুমার পাল ও সাধারন সম্পাদক সাধন কুমার ভদ্র জানান, রায় সাহেবের জন্ম দিন উপলক্ষে বেদ মন্দির ও রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ৭ মে থেকে ৯ মে পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাইকগাছায় দুই মাদক সেবিকে জেল জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালত গত দু’দিনে এক মাদক সেবিকে ৬ মাসের জেল ও অপর একজনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে থানার এস আই বিশ্বজিৎ অধিকারী উপজেলার রাড়ুলী ইউপির ভাটপাড়া গ্রাম থেকে আনছার গাজীর ছেলে রহমত গাজী (২৫) কে এক পুরিয়া গাজাসহ আটক করেন।

এর আগে সোমবার দুপুরে এস আই হারুণ-অর রশিদ উপজেলার গোপালপুর গ্রামের মোঃ শামছুল সানার ছেলে অহেদুর রহমান (৩৫) কে পৌর বাজার থেকে আটক করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে অহেদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও রহমতের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাইকগাছায় চাকুসহ আটক ১

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক অপরাধমুলক কর্মন্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আজগার ওরফে রাজু নামের এক ব্যক্তিকে চাকুসহ আটক করেছে।

জানা গেছে, থানার এসআই বিশ্বজিৎ সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার রাড়ুলী ইউপির ভাটপাড়া গ্রামের দবির উদ্দীনের ছেলে আলী আজগর ওরফে রাজু (৪২) কে বসত বাড়ী সংলগ্ন একটি বাগান থেকে চাকুসহ আটক করে।

ওসি শিকদার আককাছ আলী জানিয়েছেন, সাতক্ষীরার একটি হত্যা মামলাসহ এলাকার বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে রাজুর সস্পৃক্ততা রয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে।

Voice of Paikgacha মেকস ইউ নস্টালজিক !

পাইকগাছার বাইরে যেকোন কোথাও "পাইকগাছা" নামটি লেখা দেখলে অন্য রকম একটি অনুভূতি হয়। সেই অনুভূতিটি হল নস্টালজিয়া ! এবং অবশ্যই Voice of Paikgacha মেকস ইউ নস্টালজিক !


ছবিটি ঢাকার কারওয়ানবাজার মৎস্য মার্কেটের পাশের সড়ক থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে প্রচুর (পাইকগাছার মৎস্য ব্যবসায়ীদের) মাছের কন্টেইনার রাখা এবং সেগুলিতে লেখা "আজগার পাইকগাছা" ও "যুবায়ের পাইকগাছা"।

সুন্দরবনের কাটকাটা এলাকা থেকে বনদস্যু আটক

সুন্দরবনের কাটকাটা এলাকা থেকে এক বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) কর্মকর্তা লে. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের কয়রা কন্টিনজেন্ট সদস্যরা মঙ্গলবার সকালে কয়রার কাটকাটা এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু রাজু বাহিনীর সদস্য ও ক্যাশিয়ার নজরুল ইসলামকে আটক করে। 

এ সময় দস্যু বাহিনীর দুটি ইঞ্জিনচালিত বোট ও আদায়কৃত চাঁদার ৬ লাখ টাকা মূল্যের বাগদার পোনা জব্দ করা হয়। আটক নজরুল দীর্ঘদিন ধরে সাধারণ জেলে-মাঝিদের অত্যাচার ও চাঁদা আদায় করে আসছিল। জব্দকৃত মাছের পোনা নদীতে ছেড়ে দেয়া হয় এবং আটক দস্যুকে কয়রা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

কয়রায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গিলাবাড়ী লঞ্চ পল্টন থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ ইফতেখার উদ্দীন (৪০) নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার ওসি সুবির দত্ত, এস.আই নাজমুল হুদা ও এস.আই হাফিজুর রহমান এর নেতৃত্বে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত ইফতেখার খুলনার হাজী মোহসিন রোডের নিহারিকা ভবনের নীচ তলার বাসিন্দা বলে জানা গেছে।

তার পিতার নাম মৃত এহসান উদ্দীন। পেশাদার এ মাদক ব্যবসায়ী সাতক্ষীরা থেকে ফেন্সিডিল এনে খুলনাসহ বিভিন্ন শহরে ফেন্সিডিল কেনাবেচা করে। এ ব্যবসায়ী গত কয়েক মাস আগে ফেন্সিডিল সহ কয়রা থানা পুলিশের কাছে আটক হয়ে জেল হাজতে গেলে জামিনে মুক্তি পেয়ে আবারও ব্যবসা করা কালে ধরা পড়লো।

খুলনা বিভাগের ১০ জেলায় ১৫ মে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অতি সম্প্রতি নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত সপ্তাহব্যাপী প্রথম পর্যায় খুলনা বিভাগের দশ জেলার ২৩টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে।

নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র বলছে, এবারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার বাড়ার সম্ভাব্য হার ৫ শতাংশ।

২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রতিবারের মতো এবারও তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। তবে নিবন্ধন ও ছবি তোলার জন্য ভোটারদের তথ্যকেন্দ্রে যেতে হবে।

খুলনা বিভাগের দশ জেলার যে ২৩টি উপজেলায় ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে সেগুলো হচ্ছে মেহেরপুরের গাংনী, কুষ্টিয়ার কুমারখালী ও খোকশা, চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা, ঝিনাইদহের সদর, হরিণাকুন্ডু ও কালীগঞ্জ, যশোরের অভয়নগর, শার্শা ও বাঘারপাড়া, মাগুরার সদর ও মোহাম্মদপুর, নড়াইলের কালিয়া, বাগেরহাটের সদর ও কচুয়া, খুলনার কয়রা, তেরখাদা, রূপসা ও ফুলতলা এবং সাতক্ষীরার তালা, কলারোয়া ও দেবহাটা।

লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল

পাইকগাছায় অবস্থিত এই বিদ্যাপীঠটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক কে, এম, মেছবাহুল ইসলাম। মোট শিক্ষার্থীর সংখ্যা ৮৯৮ জন। পাশের হার ৯৮.২১%।


খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সাজানো গোছানো ক্যাম্পাস। লেখাপড়ার মানও নিশ্চয়ই ভালো। আন্তরিক ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, শিক্ষার্থীদের এমন সুন্দর একটি কলেজ ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য !

Tuesday, May 6, 2014

লাগামহীন লোডশেডিংয়ে বিদ্যুৎ এখন সোনার হরিণ !

পাইকগাছায় পল্লী বিদ্যুতের ২৪ হাজার গ্রাহক অতিষ্ঠ


আকাশে মেঘ জমতে দেখলেই বিদ্যুৎ চলে যায়, আর যদি সামান্য ঝড়ো হাওয়া হয়েছে তো এক-দু’দিনের মধ্যে আর বিদ্যুতের দেখা মেলে না। বিদ্যুতের এ খামখেয়ালিতে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি অধিনস্থ পাইকগাছা জোনাল অফিসের আওতাধীন (পাইকগাছা-কয়রা) প্রায় ২৪ হাজার গ্রাহকের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। 

ঘন-ঘন ট্রিপ, লো-ভোল্টেজ ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের ফলে ব্যবসা-বাণিজ্যে যেমন ধস নেমেছে, তেমনি শিক্ষার্থীদের লেখাপড়াসহ এখানকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হচ্ছে।

পৌর বাজারের কম্পিউটার কম্পোজ ও ষ্টুডিও ব্যবসায়ীরা বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘন-ঘন লোডশেডিং হচ্ছে। দিনভর বিদ্যুৎ না থাকায় দোকানে আয় করতে পারছি না। বিদ্যুৎ যখন থাকছে তখন লো-ভোল্টেজ দেখা দিচ্ছে। 


বাজারের মোবাইল ফোন মেকানিকরা ক্ষোভের সাথে বলেন, সারাদিন বিদ্যুৎ ট্রিপ করছে। এই আসে এই যায় অবস্থা। ফলে কোন কাজ ধরে শেষ তুলতে পারছি না।

পৌর বাজারের ওষুধের দোকানীরা বলেন, লোডশেডিংয়ের কারণে যেসব ওষুধ ফ্রিজে রাখতে হয় এমন অনেক ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের সামনের প্যাথলজী ব্যবসায়িরা বলেন, বিদ্যুতের অভাবে রোগীদের পরীক্ষা-নীরিক্ষার কার্যক্রম সময়মত করতে পারছি না। ফলে রোগীদের ক্ষেত্রে ভীষণভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটছে লোডশেডিংয়ের কারণে। ফলে অভিভাবক মহল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ছেলে-মেয়েদের লেখাপড়া নিয়ে। স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, প্রচন্ড ভ্যাপসা গরমে এমনিতেই মানুষের জীবন ওষ্ঠাগত। তার ওপর অসহনীয় লোডশেডিংয়ের কারণে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে।

এদিকে দিনভর পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিং থাকা সত্ত্বেও প্রত্যহ সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায় না। সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার বিষয়টি যেন রুটিনে পরিণত হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মচারী
Voice of Paikgacha'কে নাম প্রকাশ না করার শর্তে বলেন, "লোডশেডিংয়ের কারণে আমাদের অফিসিয়াল অনেক কাজ করতে পারছি না।"

লোডশেডিং আল্লাহর রহমত !


প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, ''অতীত স্মরণে থাকার জন্য মাঝেমাঝে কিছুটা লোডশেডিং হওয়া ভাল। এটাও আল্লাহর এক ধরনের রহমত। লোডশেডিং না হলে সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে যে উন্নতি হয়েছে, সেটা মানুষ ভুলে যাবে।''

খরিয়াটিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি পূর্বচর ওয়াপদা রাস্তা থেকে রাড়ুলীর বাঁকা সংযোগ স্থল পর্যন্ত স্থানীয় আছাফুরের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বাঁকা ও খরিয়াটি সংযোগ স্থল পর্যন্ত ৫’শ গজ রাস্তায় চলাচলে পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি দেখেও না দেখার ভান করায় এলাকার যুব সমাজ ১৫ হাজার টাকা ব্যয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐ রাস্তা সংস্কার করছে।

এ কাজে সহযোগিতা করছেন আক্তার গাজী, মশিউর রহমান, আরিফ সরদার, ইমদাদুল, শাহাদাৎ হোসেন, শহীদ খা, ইউনুচ, মতিয়ার প্রমুখ।

রাড়ুলীতে ইউপি সদস্যকে হয়রানির অভিযোগ

রাড়ুলী ইউপির ৮নং ওর্য়াডের সদস্য হাশেম আলী মোড়লের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

অভিযোগ, বাকা বাজারে দোকান ঘর দখল নিয়ে প্রাক্তন চেয়ারম্যানের সাথে বিরোধের জেরে তাকে কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের একটি চাঁদাবাজি মামলায় ২২নং আসামি করে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসী জানান, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার মেম্বর হাশেমের সাথে বাঁকা বাজারের দোকানঘর দখল নিয়ে পূর্বের বিরোধের জের ধরে তাকে জব্দ করতে তার এক আত্মীয়ের চাঁদাবাজির মামলায় জড়িয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. স. ম. বাবর আলীর সাথে প্রেসক্লাব পাইকগাছার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। 

সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি আশিষ রায় চৌধুরী মিন্টু, গাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আহম্মদ আলী বাচা, কোষাধ্যক্ষ পঞ্চানন সানা, সদস্য দীপ অধিকারী, রায় সমীর কুমার প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, ইউপি সদস্য জালাল উদ্দীন প্রমুখ।

পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৪

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল; আপিলের সিদ্ধান্ত


পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি আপিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ৪ জুন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে কমান্ডারসহ ১১টি পদের বিপরীতে সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর নেতৃত্বে দুটি প্যানেল ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে ইউপি চেয়ারম্যানপদে বহাল থাকায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন না থাকায় রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্রটি বাতিল করেন।

এরই প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের নিকট আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি জানান, টানা কয়েকদিনের ছুটির কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত অনুমোদনপত্রটি পৌছাতে বিলম্ব হওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

পাইকগাছায় স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণ সভা

পাইকগাছায় আলোকঘর লাইট হাউস প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শিশু শিক্ষা কেন্দ্রে ক্যাটিরেস্ট অগাস্টিন গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শেখ সরফরাজ আলী।

বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি,এ গফুর, কাউন্সিলর মাহবুবর রহমান রঞ্জু, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি শামীম আহমেদ, কারিতাস’র এরিয়া ও অর্ডিনেটর এন্ডিকো মন্ডল।

Monday, May 5, 2014

জুকারবার্গ থেকে সাবধান !

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে ছড়ানো হচ্ছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) মার্ক জুকারবার্গের নামে একটি স্প্যাম। এতে ক্লিক করলেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে অ্যাকাউন্ট। অনেকেই ইতিমধ্যে এ প্রতারণার শিকার হয়েছেন।

মূলত মার্ক জুকারবার্গের নামে একটি ভুয়া পেজ খুলে এই স্প্যাম ছড়ানো হচ্ছে। গত কয়েক দিন ধরে ফেসবুক ব্যবহারকারীরা বন্ধুদের কাছ থেকে এ ভুয়া পেজের একটি পোস্টের ট্যাগ দেখতে পাচ্ছেন। আর তাতে ক্লিক করলেই ব্যবহারকারীদের নিবন্ধন করতে বলা হচ্ছে।

এ জন্য পেজে একটি পদ্ধতি অনুসরণের কথা বলা আছে। এ পদ্ধতি অনুসরণ করে নিবন্ধন করা না হলে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কথা বলা হয়েছে। যারাই লিঙ্কে ক্লিক করছেন তাদের অজান্তেই ফেসবুকে থাকা সব বন্ধুর কাছেই চলে যাচ্ছে একটি ট্যাগ করা কমেন্ট।

যারা এই লিঙ্কে ক্লিক করেছেন তাদেরকে দ্রুতই ফেসবুকের পাসওয়ার্ড বদলে ফেলার পরমর্শ দিয়েছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা। ফেসবুকে থাকা পেজটির নাম ‘FbCeo Mark Zuckerberg’। ফলে অনেকেই বিভ্রান্ত হয়ে এতে ক্লিক করছেন।

অবশ্য, ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষ পাতাটি বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে এ ধরনের পাতার ব্যাপারে সাবধান থাকার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দেয়া হয়েছে।

পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক বাস্তবায়নের অভাব

পাবলিক প্লেস ও পরিবহনে প্রকাশ্যে চলছে ধুমপান


পাইকগাছায় বাস্তবায়ন হচ্ছে না তামাক নিয়ন্ত্রণ আইন। ফলে পাবলিক প্লেস, পরিবহন ও হোটেল রেস্তোরা গুলোতে প্রকাশ্যে চলছে ধুমপান। আইনের তেমন ব্যবহার না থাকায় প্রতিনিয়ত বেড়েই চলেছে ধুমপায়ীর সংখ্যা। 

আইন পালনে মানুষকে উৎসাহিত করতে ও পরোক্ষ ধুমপানের ক্ষতিকর দিক থেকে শিশু-নারীসহ অধুমপায়ীদের রক্ষা করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ধুমপানমুক্ত করাসহ তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ ব্যবহারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়া এবং পাশাপাশি আইনটি পালনে দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন নাগরিক মহল।

সূত্র মতে, পৃথিবীর ১০টি তামাক ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ২০০৯ সালে গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) এর পরিসংখ্যান মতে, বাংলাদেশ ৪৩% মানুষ (পুরুষ ও নারী) তামাক (বিড়ি-সিগারেট, জর্দা, গুল ইত্যাদি) ব্যবহার করেন।

অপর এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে কর্মস্থলে ৬৩% মানুষ পরোক্ষ ধুমপানের শিকার হয়। জনস্বাস্থ্য রক্ষায় সরকার ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর সংশোধনীতে পাবলিক প্লেস, পরিবহন সহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ধুমপানমুক্ত করা বাধ্যতামূলক করলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় পাইকগাছা উপজেলার সর্বত্রই অর্থাৎ পাবলিক প্লেস, পরিবহন ও হোটেল রেস্তোরাগুলোতে প্রকাশ্যে চলছে ধুমপান। এমনকি প্রশাসনের নাকের ডগায়, উপজেলা পরিষদের সামনে ফাস্টুফুডের দোকানগুলোতে প্রকাশ্যে ধুমপান করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও পৌর সদরের বিভিন্ন হোটেল-রেস্তোরা, পরিবহন চত্ত্বর, বাসস্ট্যান্ড ও জিরো পয়েন্ট এলাকাসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে চলছে ধুমপান। এতে সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে অধুমপায়ী ও নারী এবং শিশুরা।

এ ব্যাপারে সিয়ামের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ জানান, ক্ষুদ্র ব্যবসায়ী ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে ধারণা না থাকার কারণে পাবলিক প্লেসগুলোতে ধুমপান বন্ধ হচ্ছে না।

উপজেলা তামাক নিয়ন্ত্রণ টার্স্ক ফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ভবনসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাঝে মধ্যে জরিমানাও করা হয় বলে তিনি জানান।

কপিলমুনির পথশিল্পী ইছারুদ্দীন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে; সাহায্যের আবেদন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি পেতে পারেনা ? কপিলমুনিতে আলোচিত ও সকলের প্রিয় ব্যাক্তিত্ব পথশিল্পী ইছারুদ্দীনের জীবন বাঁচাতে সবার কাছে এই আকুতি তার পরিবারের। 

গত কয়েকদিন যাবৎ গুরুতর অসুস্থ্য অবস্থায় তালা হাসপাতালে ভর্তি রয়েছে সে। একমাত্র সহধর্মীনি ছাড়া দেখার কেউ নেই। জীবনের চলার পথে মাঠে, ঘাটে, হাট বাজারে ইছারুদ্দীনের শিল্পকর্ম ছড়িয়ে থাকলেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ সে বড়ই অসহায়।

তাই যদি আপনার কিছু সাহায্য তার চিকিৎসার জন্য ব্যায়ীত হয় তাহলে অসহায় এ মানুষটির জন্য সেটি হবে বড়ই সৌভাগ্যের। আসুন আমরা পথশিল্পী ইছারুদ্দীনের পাশে দাঁড়াই। সাহায্য পাঠাবার ঠিকানা জনতা ব্যাংক, কপিলমুনি। সঞ্চয়ী হিসাব নং- ৩৫৭৫।

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মহিলার মৃত্যু

পাইকগাছায় টিভির সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের বিনয় রায় চৌধুরী’র স্ত্রী চন্দনা রায় চৌধুরী ভিজা কাপড়ে টিভির সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আহত হন।

পরে বাড়ীর লোকজন টের পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছার একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ,

হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়



বিদ্যালয়ের ইতিহাস ::


১৯২৭ সালে স্থানীয় শিক্ষানুরাগী স্বর্গীয় বিনোদ বিহারী মজুমদার তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শিক্ষা বিভাগীয় উর্দ্ধতম কর্মকর্তা মরহুম আহসান উল্লাহ খান বাহাদুর এর পৃষ্টপোষকতায় এ বিদ্যালয়টি স্থাপন করেন।

১৯৫৪ সালে দেশ বিভাগের পর উচ্চ বর্ণের হিন্দু শিক্ষক শিক্ষার্থী দেশ ত্যাগ করায় বিদ্যালয়টি সাময়িক বন্ধ হয়েছিল। পরবর্তী কালে দানবীর মরহুম ছেপের উদ্দীন এর নেতৃত্বে এলাকাবাসী ১৯৫৮ সালে বিদ্যালয়টি পূনঃ স্থাপিত করেন। ১৯৫৮ সাল থেকে অধ্যাবধি অত্যন্ত সুনামের সহিত এলাকার তথা দেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে চলেছে বিদ্যালয়টি।

সকল পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই ভাল। এ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বর্তমানে দেশে বিদেশে জাতি গঠনে ভূমিকা রেখে চলেছে।

শিবসায় মাছ ধরতে নেমে নিখোঁজ মৎস্যজীবী; দু’দিন পর লাশ উদ্ধার

শিবসা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হবার দু’দিন পর এক মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পাইকগাছা-দাকোপ সীমান্তে শিবসা নদীতে ভাসমান অবস্থায় মৎস্যজীবী আজিবার রহমান গাজীর (৩২) লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজন।

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের মৃত আলাউদ্দীন গাজীর পুত্র মৎস্যজীবী আজিবার গাজী বাড়ির পাশের শিবসা নদীতে জাল নিয়ে নামেন মাছ ধরতে। এক পর্যায়ে তিনি নিখোঁজ হন।

হতভাগা আজিবার গাজীর চাচাতো ভাই সোলাদানা ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই জানান, নিখোঁজ হবার দু’দিন পর শনিবার সন্ধ্যায় দাকোপের কামনিবাশিয়া এলাকাস্থ শিবসা নদীতে আজিবার গাজীর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

প্রভাবশালীর নিষ্ঠুর সেচ্ছাচারিতায় পানিবঞ্চিত কয়রার ৫০ পরিবার

আইলা কবলিত কয়রা উপজেলার পল্লিতে প্রায় শতাধীক মানুষের এক মাত্র খাবার পানির উৎস জোর পূর্বক তুলে নিলেন স্থানীয় এক প্রভাবশালী। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১০টায় উপজেলার দূর্গম জনপদ দক্ষিনবেদকাশী গ্রামের হলুদবুনিয়া গ্রামে।

সরেজমিন রোববার এলাকাটিতে গেলে, সেখানে সাংবাদিকদের উপস্তিতি জানতে পেরে মুহূর্তের মধ্যে জড়ো হয়ে গেলেন গ্রামের শতাধীক নারি, পুরুষ, বৃদ্ধ। তাদের একটাই আকুতি, "আমাদের কি অপরাধ ? দুই ভাইয়ের পারিবারিক কলহের কারনে সরকারের দেওয়া খাবার পানির কলটি অকেজো করে দিয়ে পানি বঞ্চিত করা হল আমাদের।"

গ্রামবাসী জানান, গ্রামটিতে পানির তীব্র সংকট বিবেচনা করে দুর্গম এলাকাটিতে ২০০৮ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হলুদবুনিয়া গ্রামের স্কুল শিক্ষক নজরুল ইসলামের বাড়ীতে একটি গভীর নলকুপ স্থাপন করে। সে মোতাবেক টিউবয়েলটি থেকে এলাকার লোকজন খাবার ও গোছলের পানিসহ নিত্যব্যবহার্য পানির চাহিদা পুরন করতো।

কিন্ত বেশ কিছুদিন যাবৎ নজরুল ইসলাম ও তার ছোট ভাই মিরজাকুল ইসলামের মধ্যে পারিবারিক কলহের কারনে মাঝে মাঝে কলটি জোর পূর্বক বন্ধ করে রাখা হত। পানির সংকট সইতে না পেরে কয়েক দিন আগে মিরজাকুেলর সহযোগিতায় গ্রামবাসীরা মিলে নলকুপটি সংষ্কার করে পুনরায় ব্যবহার করে আসছিল।

হটাৎ শনিবার সকালে নজরুল ইসলাম ও তার পুত্র দক্ষিনবেদকাশী ইউনিয়ন হেলথ ইন্সপেকটর কোহিনুর ইসলাম কয়েকজন লোক নিয়ে জোর পুর্বক মাটি খুঁড়ে টিউবয়েলটির মুল পাইপের উপরের অংশ ভেঙে দিয়ে মাটির গভীরে থাকা পাইপের ভিতরে ইটের খোয়া ও বালুসহ ময়লা আবর্জনা ভরে টিউবয়েলটি অকেজো করে দেন।

এ সময় সেখানে উপস্থিত কয়েক গ্রামবাসী ও মিরজাকুলের স্ত্রী টিউবয়েলটি নষ্ট না করার জন্য তাদের অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে গালি গালাজ করে টিউবয়েলটি অকেজো করে বীর দর্পে চলে যান।

এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিনবেদকাশি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সরকারি টিউবয়েলটি নষ্ট করা তাদের ঠিক হয়নি। বিষয়টি গ্রামবাসী আমাকে জানালে তাদেরকে আইনের আশ্রয় গ্রহনের পরামর্শ দিয়েছি।

তিনি আরো বলেন, ঘটনাটি অমানবিক। সরকার লক্ষ টাকা খরচ করে এ দুর্গম এলাকার গ্রামটির মানুষের সুপেয় পানির অভাব পুরনের জন্য টিউবয়েলটি স্থাপন করলেন। দু’ভাইয়ের রেষারেষির কারনে এক ভাই প্রভাব খাটিয়ে জোর পুর্বক পানির কলটি নষ্ট করে দিয়ে গ্রামবাসীকে পানি বঞ্চিত করলেন। এ ধরনের কর্মকান্ড মেনে নেওয়া যায়না। দোষীদের বিচার হওয়া উচিৎ।

টিউবয়েল নষ্টকারি নজরুল মাষ্টারের ৮০ বছর বয়সের বৃদ্ধা মাতা রূপবান বিবি আক্ষেপ করে বলেন, "আমি মা হয়ে কলটি নষ্ট করার সময় আমার ছেলে ও তার পুত্রকে পা ধরে অনুরোধ করেছি গ্রামবাসীর এ ক্ষতি তোরা করিসনা। আমার ছেলে, আমার ও গ্রামের মানুষের কোন অনুরোধ না রেখে কলটি নষ্ট করে দিল।"

হলুদবুনিয়া গ্রামের লিয়াকাত হোসেন মফিজ গাজীসহ অনেকেই অভিযোগ করে বলেন, মাষ্টার পরিবারটি প্রভাব শালী হওয়ায় গায়ের জোরে কলটি নষ্ট করেছে আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন হেলথ ইন্সপেক্টর কোহিনুর টিউবয়েলটি নষ্ট করার কথা স্বীকার করে বলে,ন সরকারি হলেও টিইবয়েলটি আমাদের টাকা দিয়ে বসানো তাই আমরা নষ্ট করেছি।

ফরমালিনে সয়লাব কপিলমুনির দুধের বাজার; ঐতিহ্যবাহী দুধ হাটা বিলুপ্তির পথে

দেশ স্বাধীনের আগে থেকে কপিলমুনি বাজারের দুধ হাটার পরিচিতি ছিল সর্বত্র। নির্ভেজাল ও খাঁটি দুধের জন্য দুর দুরান্ত থেকে লোকজন আসতো কপিলমুনির দুধ হাটায়। কপিলমুনির দুধের কদর ছিল দেশ জুড়ে। আজ জায়গা সংকোচনের কারনে ঐতিহ্যবাহী সেই দুধ হাটা বিলীনের পথে। 

সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, বিক্রেতাদের বসার জায়গা টুকুও নেই। তাইতো রাস্তার ধারে বিভিন্ন দোকানের সামনে খোলা জায়গায় বসে হয় দুধ বেচাকেনা। অথচ দুধ মানুষের পুষ্টি পুরনের একটি মূল্যবান অনুসঙ্গ। শিশুদের প্রধান খাদ্য এই দুধ এখন শিশুদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সেই খাঁটি দুধের দেখা এখন আর মেলেনা !

দুধ বিক্রেতারা গ্রামের পথে পথে ঘুরে দুধ সংগ্রহ করে নিয়ে আসেন এই দুধ বাজারে। দুধ সংগ্রহের এই দীর্ঘ সময় দুধ ভাল রাখতে তারা দুধের সাথে মেশান ফরমালিন। যা শিশুদের জন্য অত্যন্ত মারাত্মক। অথচ জনগুরুত্বপূর্ন বিষয়টি দেখার কেউ নেই।

ভেজাল বিরোধী নানা অভিযান মাঝে মধ্যে কপিলমুনিতে পরিচালিত হলেও মনের ভুলেও শিশুদের প্রধান এই খাদ্য দুধ নিয়ে কারও কোন মাথা ব্যাথা নেই। ফলে দুধ বিক্রেতারা বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন তাদের ভেজাল ব্যবসা। দীর্ঘ সময় দুধ তাজা রাখতে মেশাচ্ছেন মানব দেহের জন্য ক্ষতিকারক ফরমালিন। এতে আগামী প্রজন্ম আক্রান্ত হচ্ছে মারাত্মক রোগে। আর অভিভাবকরা না জেনেই তাদের আদরের সন্তানদের মুখে তুলে দিচ্ছেন ভয়ানক এই বিষ।

পাইকগাছায় জামায়াত নেতা আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর চাঁদখালী ইউনিয়ন আমিরকে আটক করেছে। আটককৃত স. ম. সোয়েব আলী (৬০) চাঁদখালী ইউপির জামায়াত ইসলামীর আমির ও ফতেপুর গ্রামের মৃত কওছার আলীর ছেলে। তাকে রোববার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে স. ম. সোয়েব আলীকে এসআই হারুণ আটক করেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাছ আলী জানিয়েছেন, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ বৃহস্পতিবার ঈশার নামাজের পর ফতেপুর মসজিদে গোপনে বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সোয়েবকে আটক করে।

পাইকগাছার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ

 আর.কে.বি.কে. হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনষ্টিটিউশন



স্থাপিত : ১৯০৩ ইং :: কলেজিয়েটে উন্নীত : ১৯৯৫ ইং
প্রতিষ্ঠাতা : স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
রাড়ুলী, পাইকগাছা, খুলনা।

পল্লী বিদ্যুৎ সংযোগের আবেদন এখন থেকে অনলাইনে

পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এখন থেকে গ্রাহকদের অনলাইন পদ্ধতির মাধ্যমে সংযোগ আবেদন করতে হবে। খাতা-কলমে সংযোগ আবেদন বন্ধ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। সরকারের নির্দেশে এ আবেদন পদ্ধতি বন্ধ করা হয়েছে। গত ২ মে থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, গ্রাহক হয়রানি কমানো ও সারা দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্যে পল্লী বিদ্যুতের আওতায় গ্রাহকদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এতে গ্রাহকরা খুব সহজে এবং কম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাবে। দালাল বা ঊর্ধ্বতন মহলের কোন তদবির কার্যকর হবে না। ফলে আগ্রহীরা কোন প্রকার জটিলতা ছাড়াই বিদ্যুৎ সংযোগ পাবেন।

ইউনিয়ন তথ্য কেন্দ্র ও যেকোন ই-সেবা কেন্দ্র থেকেই নির্ধারিত ওয়েবসাইটের (www.khulnapbs.org.bd) মাধ্যমে এ আবেদন করা যাবে। এর ফলে গ্রাহকদের আর কষ্ট ও অর্থ নষ্ট করে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে না। আবেদন গ্রহণ করা হলে একবার মাত্র সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে এসে অনুমোদনপত্র নিলেই হবে।

জেলার দাকোপ, বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, তেরখাদা, ডুমুরিয়া উপজেলাসহ রূপসার সেনেরবাজার ও দিঘলিয়ার বারাকপুর-গাজীরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সেবা পাচ্ছে প্রায় ১ লাখ গ্রাহক।

সমিতির জেনারেল ম্যানেজার শহীদুজ্জামান বলেন, বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়ের অংশ হিসেবে এখন থেকে অনলাইনে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন পত্র জমা নেয়া হবে। ফলে কোন গ্রাহকদের সংযোগ পেতে হয়রানির শিকার হতে হবে না। তিনি বলেন, বছরে এ অঞ্চল থেকে ৬০ কোটি টাকার বিল আদায় হয়। লোকসান হচ্ছে ৮ কোটি টাকা। বর্তমানে ৮৪ হাজার গ্রাহকের দৈনন্দিন চাহিদা ২১ মেগাওয়াট। পিক আওয়ারে বিদ্যুৎ ঘাটতি রয়েছে ৩ মেগাওয়াট।

Sunday, May 4, 2014

পাইকগাছায় দুটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে

পাইকগাছা পৌর বাজার থেকে শিববাটী পর্যন্ত প্রায় দু’কিলোমিটার এবং বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দু’টি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এদিকে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা রাস্তা দু’টি যথেচ্ছা ব্যবহার করার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

ফাইল ফটো
খোঁজ নিয়ে জানা গেছে, শিববাটী ব্রীজ চালু হবার আগ পর্যন্ত কয়রার সাথে সড়ক যোগাযোগের একমাত্র রাস্তা হিসেবে পৌর বাজার হয়ে শিববাটী (ফেরী পারাপার) রাস্তাটিই ব্যবহার হয়ে আসছিল। মূলত রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের শিবসা নদীর ওয়াপদা বেড়িবাঁধ হলেও যাত্রীবাহী বাসসহ সকল যানবাহন চলাচল করার কারণে সড়ক ও জনপদ বিভাগ বেড়িবাঁধের উপর পিচ ঢালাইয়ের কাজ করে। সঙ্গত কারণে সেই থেকে বাজার-শিববাটী রাস্তার কর্তৃত্ব সওজ কর্তৃপক্ষের ওপর চলে যায়।

আবার, বিগত ২০১২ সালের ১০ মে শিববাটী ব্রীজ চালু হবার পর থেকে পৌর বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট হয়ে কয়রার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় কয়রা আসা-যাওয়া করতে আর বাসস্ট্যান্ড হয়ে বাজারে আসার প্রয়োজন হচ্ছে না। বিধায় বাসস্ট্যান্ড থেকে বাজার ও বাজার থেকে শিববাটী রাস্তা দু’টির কর্তৃত্ব ছেড়ে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এমতবস্থায় কর্তৃপক্ষ নির্ধারণে বর্তমানে জটিলতা দেখা দিয়েছে।

এদিকে শিববাটী রাস্তার (ওয়াপদা বেড়িবাঁধ) উপর যত্রতত্র ইট, বালি, বাঁশ, গোলপাতা ও মাটি রেখে ব্যবসা করার কারণে রাস্তাটি যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তার উপর যেভাবে বাঁশ, বালি, গোলপাতা, মাটি রাখা হয়েছে তা দেখলে মনে হবে এসব ব্যবসায়ীরা যেন রাস্তাটি কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নিয়েছেন। মালামাল লোড-আনলোড করতে ট্রাক-পিকাপ ও ট্রলি চলাচল করছে হরহামেশা।

শিববাটী এলাকাবাসির অভিযোগ, রাস্তার উপর বালি রাখায় বাতাসে উড়ে তা বাড়ির মধ্যে প্রবেশ করে। পথচারীরাও রয়েছেন বেকায়দায়। রাস্তা দিয়ে চলাচল করতে গেলে বাতাসে বালি উড়ে এসে চোঁখ-মুখ ঢেকে যায়। ওই সময় এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।

ওদিকে পৌর বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত রাস্তা ভেঙেচুরে গেলেও জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামতের ব্যাপারে কর্তৃপক্ষ এগিয়ে আসছেন না। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তার দু’পাশের দোকানীরা ফুটপাত দখল করে বিভিন্ন মালামাল সাজিয়ে রাখায় পথচারীদের চলাফেরা করতে মারাত্মক বেগ পোহাতে হচ্ছে।

এমনিতেই ভাঙাচুরা, তার ওপর রাস্তায় বিভিন্ন মালামাল রেখে অবরুদ্ধ করে রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। উল্লেখিত রাস্তা দু’টির কর্তৃপক্ষ নির্ধারণ ও যথাযথ রক্ষাণাবেক্ষণের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কয়রায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কয়রায় কালবৈশাখীর তান্ডবে ৭টি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা গেছে, শনিবার বেলা দেড়টার দিকে প্রায় আধাঘন্টা সময়ব্যাপি কালবৈশাখী ঝড়ে উপজেলার ৭টি ইউনিয়নের অধিকাংশ কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তাছাড়া চলতি মৌসুমের কৃষকদের উৎপাদিত ফসল ও গাছপালার ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। কয়রা সদর ইউনিয়নের হরিণখোলা সরকারি প্রাথঃ বিদ্যালয়, শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ, উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টিনের ঘরের চাল উড়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

Saturday, May 3, 2014

দাকোপে ঝড়ের কবলে লঞ্চ; অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

পাইকগাছার গড়ইখালী গ্রামের শিল্পী রায় মারাত্মক ভাবে জখম 

 

ঝড়ের কবলে পড়া লঞ্চটির সারেং এর বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষাপেল শতাধিক যাত্রী। লঞ্চ ডুবির আশংকায় যাত্রীদের মধ্য বেশ কয়েক জন নদীতে ঝাঁপিয়ে পড়ে তীরে উঠতে পারলেও নদীতে ঝাঁপিয়ে পড়া অজ্ঞাতনামা এক পুরুষ ও এক শিশুর সন্ধান মেলেনি।

নদী সাঁতরিয়ে তীরে উঠে আশা কয়েকজন যাত্রী ও কামিনি বাসিয়া পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে খুলনা থেকে দাকোপ ভায়া-কয়রা উপজেলার কুড়িকাউনি এলাকার উদ্দেশ্য ছেড়ে আশা (এম ভি আরিফ) নামক লঞ্চটি দুপুর দেড়টায় দাকোপ উপজেলার কালিবাড়ি লঞ্চঘাট ছেড়ে তার তৎসংলগ্ন এলাকায় পৌছালে তখন প্রচন্ড কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চটি।

এ সময় লঞ্চটি ঢাকী নদীর প্রবল জোয়ার ও ঝড়ের তোড়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। ঐ সময় লঞ্চের ভিতরে থাকা যাত্রীরা ভয়ে আতংক গ্রস্থ হয়ে লঞ্চের ভিতরে ছুটাছুটি শুরু করেন। যাত্রীদের এ অবস্থায় লঞ্চটি এক পাশে হেলে পড়লে তখন জীবন বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে। নদীতে ঝাঁপিয়ে পড়া অনেক যাত্রীরা নদী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও অজ্ঞাতনামা এক পুরুষ ও এক শিশুর সন্ধান এখনো মেলেনি।

এ দিকে লঞ্চের ভিতরে থাকা অন্যান্য যাত্রীদের রক্ষার্থে লঞ্চটির সারেং (ড্রাইভার) মতি তার বুদ্ধিমত্তায় দ্রুত লঞ্চটি ঢাকী নদীর শাখ খালের ভিতরে ঢুকিয়ে দিয়ে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করেন। ঝড় থেমে গেলে দুপুর আড়াইটার দিকে আবারও লঞ্চটি তড়িঘড়ি করে কুড়িকাউনির উদ্দেশ্য ছেড়ে যায়।

এ দিকে নদীতে ঝাঁপিয়ে পড়ে মারাত্মক ভাবে জখম হওয়া পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের চন্দন রায়ের স্ত্রী শিল্পী রায়’কে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নদী সাঁতরিয়ে তীরে উঠে আসা যাত্রী বিমল, আনোয়ারুল, তৈয়বুর জানান, ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য লঞ্চের সারেং (ড্রাইভার) ও টিকিট মাষ্টারকে কালিবাড়ি লঞ্চঘাট থেকে লঞ্চটি না ছাড়ার জন্য বলা হলেও তারা আমাদের কোন কথা রাখেনি। অপর দিকে চালনা লঞ্চঘাটের টোল আদায়কারী টুলু জানান, এম ভি আরিফ নামক লঞ্চটি প্রায় শতাধিক যাত্রী নিয়ে সকাল ১১টায় এ ঘাট থেকে কয়রার উদ্দেশ্য ছেড়ে যায়।