Tuesday, April 23, 2013

▣ অষ্টম আশ্চর্য !!!

গত বছর দেখলাম সুন্দরবনকে পৃথিবীর সপ্তম আশ্চর্যে নিয়ে আসার জন্য বিশাল মুভমেন্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ও হাসিখুশি ভাবে সায় দিয়েছিলো তাতে !

এই বছর দেখছি, সেই সুন্দরবনেই, ভারত-বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র ‘প্রজেক্ট রামপাল’ এর নির্মান কাজ শুরু হয় হয় !!!

সামনের বছর যদি দেখি যে, বাংলাদেশের পলিসি মেকারদের নামই পৃথিবীর অষ্টম আশ্চর্য আইটেমে এসে পরেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও গিয়েছে, তখন আমরা কোথায় মুখ লুকাবো ?

Credit :: Arif R Hossain

বৃহস্পতিবারও হরতাল !

বিএনপি'র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বৃহস্পতিবারও হরতাল দিচ্ছে এমনটাই আভাস পাওয়া গেছে। এদিকে ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে মঙ্গলকার সকাল ৬টা থেকে। চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। সূত্র মতে, দুই দিনের পরিস্থিতি দেখে বৃহস্পতিবারের হরতাল ঘোষণা করা হবে। তবে এ ব্যাপারটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিকেলে নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু ৭২ ঘণ্টার হরতালের ইঙ্গিত দিয়েছেন। এ সময় তিনি বলেন, '‘৩৬ ঘণ্টার হরতালে যদি সরকারের বোধোদয় না হয়, প্রয়োজনে ধারাবাহিক হরতাল দেয়া হবে। আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল দিয়েছিল।’'

▣ বাংলাদেশ নামের পূর্ণ রূপ:


পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের উপর হামলায় ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে পাইকগাছা নাগরিক কমিটি দেলুটি ইউনিয়ন শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচীর ৫দিন পর পাইকগাছা উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে প্রধান সড়কে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচী।
 
 

পাইকগাছায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

পাইকগাছায় মঙ্গল ও বুধবারের ৩৬ ঘন্টা হরতাল সমর্থনে পাইকগাছা বিএনপি’র বিবাদমান দু’গ্রুপ পৃথকপৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে করেছে।


কপিলমুনিতে হরতাল সমর্থনে বিএনপি’র পৃথক বিক্ষোভ মিছিল

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দের মুক্তির দাবীতে ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টা হরতাল সমর্থনে সোমবার বিকেলে খুলনার কপিলমুনিতে বিএনপি’র দুটি গ্রুপের পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল দুটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৃথকভাবে পথসভায় মিলিত হয়।