Thursday, November 14, 2013

অনন্ত সম্পর্কে অনন্তরই একজন ভক্তের কথা

আজ গিয়েছিলাম অনন্ত জলিলের সাথে দেখা করতে,তার গার্মেন্টস ফ্যাক্টরিতে। হেমায়েতপুরে AJI ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে যেতেই একটু ঘাবড়ে গেলাম। কয়েকশো লোক মাথায় হেমলেট (হেলমেট) পরে দাড়িয়ে আছে হাতে লাঠি-সোটা নিয়ে। কিছুক্ষন ইতস্তত করে ভিতরে গেলেম। কিন্তু ভিতরের অবস্থা স্বাভাবিক।

আজ সাভার-আশুলিয়া অঞ্চলের সব গার্মেন্টস নিরাপত্তা জনিত কারনে বন্ধ থাকলেও এই ফ্যাক্টরিতে কাজ চলছে পুরোদমে। বাহিরের লোক এসে যাতে কারখানায় ভাংচুর করতে না পারে সেজন্য গেটের বাইরে দাড়িয়ে আছে কিছু শ্রামিক (ভাড়া করা গুন্ডা নয়)।

দেখা হলো অনন্ত জলিলের সাথে। তিনি আমাদের সাথে প্রায় দেড় ঘন্টা বিভিন্ন বিষয়ে আলাপ করলেন। আলাপের বিষয়বস্তু রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিক এবং তাদের পুনর্বাসন। কিছু সহযোগীতার অশ্বাস পাওয়া গেলো তার কাছ থেকে।
জানতে পারলাম অনন্ত জলিলের গার্মেন্টসে গর্ভবতী মহিলারা কাজ না করেও প্রতিদিন ৩ ঘন্টা ওভার টাইম পান। এছাড়াও মাসে ২ হাজার টাকা বিশেষ ভাতা। ৪ মাসের মাতৃত্বকালীন ছুটির ২ মাসের বেতন দেয়া হয় অগ্রীম। আর ঢাকায় থাকলে হাসপাতালের খরচ বহন করে কোম্পানী।

আরো জানলাম, গত কয়েকদিনে ১৬৮ জন শ্রমিক মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছে। তার ফ্যাক্টরীতে হেলপারদের প্রতিদিনের নাস্তার জন্য বরাদ্দ ২৫ টাকা। পাশেই ২৯ বিঘা জমিতে তৈরী হচ্ছে বৃদ্ধাশ্রম।

অনন্ত জলিল লোকটা সাধা-সিধা, মনের ভাব প্রকাশ করেন খুব সহজেই। দীর্ঘ সময়ে একবারও ইংরেজী বলেন নাই। আলু-পটলের দামও জানেন তিনি। সিনেমা তিনি যাই বানান না কেনো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু লোকটারে আমার খুবই পছন্দ হইছে।

পাইকগাছা পৌর সদরে চুরি সংগঠিত

পাইকগাছা পৌর সদরে এক বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করেছে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালী এলাকার ডাঃ আব্দুল মজিদের ভাড়াটিয়া মাওঃ আনিছুর রহমান বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে যায়। এসময় তার স্ত্রীও পাশের একটি বাড়ীতে প্রাইভেট পড়াতে গেলে এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা বাড়ীর ভিতরে প্রবেশ করে বাক্স ভেঙ্গে নগদ ৮ হাজার টাকা সোনা ও রূপার অলংকার চুরি করে পালিয়ে যায়।

ফসিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৪৪৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীথের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফসিয়ার রহমান। 

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাজী আজিজুল করিম।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ্যাড. আবুল হোসেন জোয়াদ্দার, মোর্তজা জামান আলমগীর রুলু, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, এসএম মোজাম্মেল হক, এ্যাড. বিলাস রায়, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবিডিপি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা বহুমুখী সিনিয়র মাদ্রাসাসহ ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪৩ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবসের র‌্যালী ও আলোচনাসভা

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা ডায়াবেটিস সেন্টার ও পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীল লেখক সমিতি ভবনে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ। 

জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন ডাঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ লুৎফর রহমান, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, মাসুদা গ্রুপের (জাপান) চেয়ারম্যান মাসুদা, প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, নূর আলী মোড়ল ও আব্দুল মজিদ বয়াতি।

পাইকগাছার মৎস ঘের বিষয়ক একটি ডকুমেন্টারি


 

নির্মাতা :: গাজী মাহতাব হাসান  

প্রচারে Voice of Paikgacha.

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিস প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বানের মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য- ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন। 
 
বিশ্ব ডায়াবেটিস দিবস হল বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।

২০০৭ সালে সিদ্ধান্ত হয়, ডায়াবেটিস প্রতিরোধ অভিযান পরিচালনার থিমটি আরও দীর্ঘ সময় ধরে থাকবে। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০০৭-০৮ এর থিম নির্ধারিত ছিল ‘শিশু ও তরুণদের মধ্যে ডায়াবেটিস’। ২০০৯ থেকে ২০১৩ সালের থিম নির্ধারিত হয়েছে, ‘ডায়াবেটিস শিক্ষা ও প্রতিরোধ’।

এ দিবসের নীল বৃত্তের ‘লোগো’টি ডায়াবেটিসকে পরাভূত করার জন্য বিশ্বব্যাপী লড়াইয়ের সূচক। লক্ষ্য হলো, পৃথিবীতে কোনো শিশুই যেন ডায়াবেটিসে মারা না যায়। ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ ব্যক্তি, পরিবার, দেশ, এমনকি সারা পৃথিবীর জন্য গুরুতর ঝুঁকি বহন করে -এমন সত্যটি জাতিসংঘ অনুধাবন করে ২০০৬ সালে একে জাতিসংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পৃথিবীতে ২৫০ মিলিয়ন লোক ডায়াবেটিস নিয়ে জীবন যাপন করছে।

সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব

শুরু হচ্ছে সুন্দরবনের দুবলার চরে তিনদিন ব্যাপি রাসমেলা। প্রতি বছরের ন্যায় রাসমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বনবিভাগসহ আইন-শৃংখলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ গ্রহণ করেছে। হরিণ শিকার রোধ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে।

আগামী ১৫ নভেম্বর থেকে রাস উৎসব শুরু হয়ে ১৭ নভেম্বর এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

মঙ্গলবার থেকে ফের ৩ দিন হরতাল !

দুই দফায় টানা ৬০ ঘণ্টা এবং সর্বশেষ ৮৪ ঘণ্টা হরতালের পর আগামী মঙ্গলবার থেকে ফের তিন দিনের হরতাল দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এমন তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য।
 
বুধবার রাতে গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে হরতালের ঘোষণা দেয়া হতে পারে বলে আভাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আটক শীর্ষ পাঁচ নেতাসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেই সঙ্গে ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ ও ঘোষণা করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী রোববার থেকেই আবারো টানা হরতাল দেয়ার পরিকল্পনা ছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের। কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার কথা থাকায় আগামী ১৯ নভেম্বর থেকে টানা ৩ দিনের হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে হরতাল ৬০ ঘণ্টা হবে না কি ৭২ ঘণ্টা হবে তা জোট নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হবে।

কয়রায় ১০ পিকেটারকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

কয়রা উপজেলার চাঁদ আলী ব্রিজের দণি পাশে গতকাল বুধবার ভোর ৬ টায় ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে রাস্তার পাশে গাছ কেটে, টায়ার জ্বালিয়ে ও ইটের ব্যারিকেড দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকালে কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ পিকেটারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন। এদের মধ্যে ২জন সাবেক ইউপি সদস্যও রয়েছেন।

কয়রা থানার ওসি (তদন্ত) সুবীর দত্ত জানান, বাগালী ইউপি’র সাবেক সদস্য বিএনপি নেতা রফিকুল ইসলামকে (৪০) ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। বাকী ৯ জনের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন শেখ সোলায়মান কবির (৪০), ইমরান হোসেন (২৫), আবু মুছা (২০), শাহাদাত হোসেন (৩৫), আল আমিন (২৫), আমিরুল ইসলাম (২২), আব্দুল্লাহ (২৫), কবির হোসেন (৩০), টুটুল ওরফে রাজ (২৫)। দন্ডপ্রাপ্তদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।