Thursday, May 9, 2013
পা.স.উ.বি. SSC রেজাল্ট-২০১৩
পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের SSC রেজাল্ট-২০১৩
►পাশের হার: ৯৮.৯২
►মোট পরীক্ষার্থী: ৯৩
►কৃতকার্য: ৯২
►অকৃতকার্য: ১
▣ সর্বমোট:
A+: ২২
A: ৫১
A-: ১৪
B: ১
C: ৪
D: ০
F: ১
▣ বিজ্ঞান বিভাগ: ২৬
A+: ১৯
A : ৭
▣ বানিজ্য বিভাগ: ৪১
A+: ০
A: ৩১
A-: ৬
B: ০
C: ৪
▣ মানবিক বিভাগ: ২৬
A+: ৩
A: ১৩
A-: ৮
B: ১
F: ১
►পাশের হার: ৯৮.৯২
►মোট পরীক্ষার্থী: ৯৩
►কৃতকার্য: ৯২
►অকৃতকার্য: ১
▣ সর্বমোট:
A+: ২২
A: ৫১
A-: ১৪
B: ১
C: ৪
D: ০
F: ১
▣ বিজ্ঞান বিভাগ: ২৬
A+: ১৯
A : ৭
▣ বানিজ্য বিভাগ: ৪১
A+: ০
A: ৩১
A-: ৬
B: ০
C: ৪
▣ মানবিক বিভাগ: ২৬
A+: ৩
A: ১৩
A-: ৮
B: ১
F: ১
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যার অপেক্ষায় ছিলেন সারা
দেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায়
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে
আটটি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ফল হস্তান্তর করেন।
প্রকাশিত ফলে মোট ৮ শিক্ষাবোর্ডে পাসের গড় হার ৮৯.০৩। জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন।
রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৯৪.০৩ ও ঢাকা বোর্ডে সর্বনিম্ন ৮৭. ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর বাইরে সিলেট বোর্ডে ৮৮. ৯৬, চট্টগ্রাম বোর্ডে ৮৮.০৪, কুমিল্লা বোর্ডে ৯০.৪১, বরিশাল বোর্ডে ৮৮.৬৩, যশোর বোর্ডে ৯২.৬২ ও দিনাজপুর বোর্ডে ৯০.৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.৩১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.১৩।
প্রকাশিত ফলে মোট ৮ শিক্ষাবোর্ডে পাসের গড় হার ৮৯.০৩। জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন।
রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৯৪.০৩ ও ঢাকা বোর্ডে সর্বনিম্ন ৮৭. ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর বাইরে সিলেট বোর্ডে ৮৮. ৯৬, চট্টগ্রাম বোর্ডে ৮৮.০৪, কুমিল্লা বোর্ডে ৯০.৪১, বরিশাল বোর্ডে ৮৮.৬৩, যশোর বোর্ডে ৯২.৬২ ও দিনাজপুর বোর্ডে ৯০.৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.৩১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.১৩।
▣ এসএসসি রেজাল্ট-২০১৩
রেজাল্ট দেখতে নিন্মোক্ত লিঙ্কে ভিজিট করুন.......
http://www.educationboardresults.gov.bd/
এই সাইট লোডের কারনে ভিজিট করা সম্ভব না হলে এই দুইটি প্রক্সি সাইটে ট্রাই করে দেখুন:
১. http://sscresult2.eu01.aws.af.cm/lite/index.php
২. http://sscresult.aws.af.cm/lite/index.php
এ ছাড়াও যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে। ফল জানতে ইংরেজিতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে (১৬২২২) নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই প্রত্যাশিত নম্বরের ফল জানা যাবে।
সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা !!!
http://
এই সাইট লোডের কারনে ভিজিট করা সম্ভব না হলে এই দুইটি প্রক্সি সাইটে ট্রাই করে দেখুন:
১. http://
২. http://sscresult.aws.af.cm/
এ ছাড়াও যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে। ফল জানতে ইংরেজিতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে (১৬২২২) নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই প্রত্যাশিত নম্বরের ফল জানা যাবে।
সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা !!!
আজ প্রকাশিত হবে SSC-১৩ পরীক্ষার রেজাল্ট। কেউ প্রত্যাশিত রেজাল্ট না পেলে হতাশ হবেন না, বাজে কিছু করে ফেলবেন না ভাই।
এইটা শেষ পর্যন্ত একটা ইঁদুর দৌড়ই, কিন্তু জীবন না। জীবনটা আরো অনেক বড় কিছু। আকাশের চাইতেও গভীর আর সুবিশাল তার ব্যাপ্তি। ধৈর্য এই সময়ে সব চাইতে বড় শক্তি। দেখবেন শেষ পর্যন্ত কোন না কোন অর্জন থাকবেই, জীবন কাউকেই খালি হাতে ফেরায় না।
এইটা শেষ পর্যন্ত একটা ইঁদুর দৌড়ই, কিন্তু জীবন না। জীবনটা আরো অনেক বড় কিছু। আকাশের চাইতেও গভীর আর সুবিশাল তার ব্যাপ্তি। ধৈর্য এই সময়ে সব চাইতে বড় শক্তি। দেখবেন শেষ পর্যন্ত কোন না কোন অর্জন থাকবেই, জীবন কাউকেই খালি হাতে ফেরায় না।
পাইকগাছায় ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
পাইকগাছায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা
কর্মসূচী প্রকল্পের উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। বুধবার সকাল ১১টায় দক্ষিণ সলুয়ায় ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক সুজয়
কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা। বক্তব্য রাখেন, কৃষি ও খাদ্য
নিরাপত্তা প্রকল্পের হিসাব কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপসহকারী কৃষি
কর্মকর্তা অরুন কুমার পাল, প্রোগ্রাম অর্গানাইজার গোলজার রহমান, রিনা
আক্তার, ফিল্ড অর্গানাইজার ফিরোজ আলী, টেকনিক্যাল এ্যাসিসট্যান্ট আকাইদ
হোসেন, তন্ময় মন্ডল, কৃষক সুবীর দাশ, সঞ্জয় দাশ ও দেবব্রত ঘোষ।
অনুষ্ঠানে ৪৬জন আমন্ত্রিত প্রতিবেশী কৃষককে প্রত্যেকে ২শ টাকা সম্মানী ভাতা
প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ১৪৭.৭৫ একর জমিতে চলতি বোরো মৌসুমে আবাদকৃত
হাইব্রিড শক্তি-২ জাতের ধান কর্তন শেষে একর প্রতি ১১৬ মণ উৎপাদন হয়েছে বলে
উল্লেখ করা হয়।
কপিলমুনিতে হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত
১৮
দলের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিনে খুলনার কপিলমুনিতে কোন প্রকার
অপ্রিতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকালে জেলা ছাত্র দলের
নেতা তহিদুজ্জামান মুকুলের নের্তৃত্বে বাজারের প্রাধান সড়কে মিছিল বের হয়।
পরে ছাত্র দলের নেতৃবৃন্দ প্রধান সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে
দেয়। এ দিন সকালে দোকান পাট আংশিক বন্ধ ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে অনেক
দোকান খুলতে দেখাযায়। এছাড়া দুরপাল্লার কোন যানবহন চলাচল করতে দেখা যায়নি ।
তবে ভাড়ায় চালিত মটর সাইকেল, নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি, ইজিবাইক চলতে
দেখাগেছে।
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ; ১৫ লাখ টাকার ক্ষতি
পাইকগাছায়
একটি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে
অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,
উপজেলার মাগুরা দেলুটী মৌজায় খুলনার বিনয় কৃষ্ণ মন্ডলের ৬০ বিঘা আয়তনের
একটি চিংড়ি ঘের রয়েছে। চিংড়ি ঘেরটি ২০১২ সাল পর্যন্ত বিগত ১০ বছর ধরে
স্থানীয় আবুল হোসেন নামে এক ব্যক্তি করে আসছিল। ২০১৩ সাল
হতে জমির মালিক সাফা সাহেবের নিকট হতে বিনয় কৃষ্ণ মন্ডল ইজারা নিয়ে মাছ
চাষ করে আসছে। ঘটনার দিন গত ৫ মে গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করলে
ঘেরের সমস্ত মাছ মারা যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘের
মালিক বিনয় কৃষ্ণ মন্ডল জানান। বিষয়টি খতিয়ে দেখছেন বলে থানা পুলিশ জানান।
Subscribe to:
Posts (Atom)