Sunday, April 27, 2014

পাইকগাছায় দু’গাজা সেবককে ১৬ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় দু’গাজা সেবককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

জানা গেছে, থানার এ এসআই সোহেল রানা ঘটনার দিন অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড় সংলগ্ন আব্দুর রাজ্জাক মলঙ্গীর সুপারির বাগানে গাজা সেবন করার সময় পুরাইকাটি গ্রামের মৃত সত্যেন্দ্র নাথ ঘোষের পুত্র বিনয় কুমার ঘোষ (৩৮) ও গোপালপুর গ্রামের মৃত শামসুর মোড়লের পুত্র আমিরুল মোড়ল (৪০) কে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন প্রত্যেককে ৮ হাজার টাকা করে জরিমানা করেন।

আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার বলয় গ্রাস সূর্যগ্রহণ

আগামী মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ সময় সকাল ১১টা ৫৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে দুপুর ১২টা ৮ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩ মিনিট ২৪ সেকেন্ডে ঘটবে। সর্বোচ্চ গ্রহণের মাত্রা হবে ০.৯৮৪। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

আজ আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, ডে লা পজেশন দ্বীপের দক্ষিণে দক্ষিণ মহাসাগরে আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিট ৩৫ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে।

অন্যদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার সিম্পসন ডেজার্ট কনজারভেশন পার্কের পূর্ব দিকে আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় বিকাল ৫টা ২৭ মিনিট ৫৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে। আফ্রিকা মহাদেশের ঘানার কেইপ কোস্টের দক্ষিণে উত্তর আটলান্টিক মহাসাগরে আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিট ২৩ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে।

অন্যদিকে, উত্তর এন্টার্কটিকায় আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। উত্তর এন্টার্কটিকায় আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিট ৫৩ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৯৮৪।

এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় নিয়ে সরল আদর্শ যুব সংঘের যাত্রা শুরু

দুর্নীতিমুক্ত উন্নত সমাজ গঠন ও সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় নিয়ে যৌবনদীপ্ত ৮৬ জন যুবক একটি সংগঠনের পতাকাতলে সমবেত হয়েছেন। সংগঠনটির নাম ''সরল আদর্শ যুব সংঘ''। পাইকগাছা উপজেলারই সন্তান এই সংগঠনের সদস্যরা। 

তাদের চোখে-মুখে ফুঁটে উঠেছে প্রতিবাদের আগুন আর ন্যায় প্রতিষ্ঠার দৃঢ়তা। এ প্রত্যয় নিয়ে গত ৭ জানুয়ারি ২০১৪ সরল আদর্শ যুব সংঘের ব্যানারে তাদের যাত্রা শুরু। যাত্রা শুরুর দিনই সকল সাধারন সদস্যের সরাসরি ভোটে ৫ সদস্যের কর্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি- রবি শঙ্কর মন্ডল, সাধারন সম্পাদক- পার্থ প্রতীম চক্রবর্তী, কোষাধ্যক্ষ- মুক্ত অধিকারী, কার্যকরি সদস্য- মিহির রায় ও লিপটন মন্ডল। প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন, জগদীশ চন্দ্র রায়, অখিল মন্ডল, পঙ্কজ সানা, সমীরণ শীল ও দেবব্রত ব্যানার্জী।

জন্মলগ্ন থেকে এই অল্প কিছু দিনের মধ্যেই সংগঠনটি সেবামূলক কাজ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। এছাড়া সংগঠনটি ঈদে মিলাদুন্নবী ও সরস্বতী পূজা উৎযাপন এবং বাংলা নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও প্রীতি ভোজের আয়োজন করে।

যুব সংঘের সদস্যরা সামাজিক উন্নয়নে সংগঠনটিকে আরো গতিশীল করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাপূর্ণ হস্তক্ষেপ কামনা করেন।