Friday, November 1, 2013

পাইকগাছায় মেম্বরসহ ৪ জামায়াত, শিবির নেতা আটক

পাইকগাছায় পুলিশের উপর হামলার ঘটনায় ইউপি মেম্বরসহ জামায়াত শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে থানাপুলিশ জানিয়েছে।

থানাপুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে থানার এসআই হারুন অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর ও হিতামপুর গ্রামের মৃত মীর হায়দার আলীর পুত্র জামায়াত নেতা মীর আনোয়ার এলাহী (৬৩) কে নিজ বাড়ী থেকে এবং বৃহস্পতিবার গভীর রাতে লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মৃত আনার আলীর পুত্র জামায়াত নেতা জিনারুল ইসলাম (৫০), আনোয়ার আলীর পুত্র শিবির নেতা সরদার শাহীনুর (৪২) এবং গফফার মোল্যার পুত্র নজরুল ইসলাম (২৫) কে আটক করেন।

ওসি এম মসিউর রহমান জানান, আটককৃতদের মধ্যে মেম্বর আনোয়ার এলাহী সম্প্রতি বাঁকা এলাকায় পুলিশের উপর হামলা ও পুলিশের ব্যবহৃত গাড়ী ভাংচুর মামলার এজাহারভূক্ত আসামী। তাকে গ্রেফতার এবং বাকীদের সন্নিধ্য আসামী হিসাবে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পাইকগাছায় জাতীয় যুবদিবস পালিত

পাইকগাছায় সমাবেশ, র‌্যালী, আলোচনাসভা, ঋণ, সনদপত্র ও গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদের সভাপতিত্বে “প্রশিক্ষিত যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। 

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ইন্সট্যাক্টর জয়দেব বিশ্বাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, বিপ্লব কান্তি বৈদ্য, প্রভাষক মাসুদুর রহমান, নিজামউদ্দিন, বজলুর রহমান ও পাপিয়া আক্তার।

অনুষ্ঠানে ৩ জন প্রশিক্ষনপ্রাপ্ত যুবককে ২ লাখ ১৫ হাজার টাকা যুব ঋণ এবং ৪০ জন যুবককে সনদপত্র প্রদান করা হয়।

পাইকগাছায় ৩০ হাজার টাকা মূল্যের সরকারি কাঠ উদ্ধার

পাইকগাছায় চোরাইকৃত ৩০ হাজার টাকা মূল্যের সরকারি কাঠ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গদাইপুর স’মিল থেকে সরকারি এ কাঠ উদ্ধার করা হয় বলে থানাপুলিশ জানিয়েছে। 

এলাকাবাসী ও থানাসুত্রে জানা যায়, সরকারি কাঠ চেরাই করার পর নসিমনযোগে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাহিদুর রহমানের নেতৃত্বে এসআই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গদাইপুর বাজার সংলগ্ন স’মিলের সামনে থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত কাঠ উদ্ধার করে। এসময় কাঠ বোঝাই নসিমনটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে এসআই হারুন জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গদাইপুর স’মিলের সামনে থেকে ১০ সেফটি চোরাইকৃত রোডশিরিষ কাঠ উদ্ধার করা হয়।

গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু জানান, উদ্ধারকৃত কাঠগুলো প্রায় ১৫ দিন আগে ৪ হাজার টাকা মূল্যে নিলামে বিক্রয় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ জানান, গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু ইউনিয়ন পরিষদের কিছু সরকারি কাঠ সরিয়ে ফেলছে এমন খবর পেয়ে কাঠগুলো উদ্ধারের জন্য থানাপুলিশকে নির্দেশ দেয়া হয়।

অপর একটি সুত্র জানিয়েছে বিভিন্ন সময়ে বেশকিছু সরকারি গাছ ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়। কাঠগুলো সরকারি নিয়মমাফিক নিলাম প্রক্রিয়া অনুসরণ না করে চেয়ারম্যান ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য চেরাই করে নিয়ে যাচ্ছিল।