Monday, February 15, 2016

পাইকগাছায় এমপি নুরুল হক ও তার পুত্রের বিরুদ্ধে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

পাইকগাছায় স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক ও তার পুত্র বাড়ীর চারপাশে সিমানা প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন আ’লীগ নেতা আব্দুল আজিজ গোলদার। তিনি এই অবরুদ্ধ অবস্থার প্রতিকার চেয়ে রোববার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১৯৬৬ সাল থেকে (বর্তমান পৌরসভার) ৪নং ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি সরল মৌজায় এসএ ৫৫ নং খতিয়ানে ৫২৮৫নং কোবলা দলিল মূলে মৃত হরিপদ রজকের ছেলে মুকন্দ রজকের কাছ থেকে .৭২৬০ একর জমি খরিদ করি। যা থেকে কিছু জমি হস্তান্তর করি। বিক্রয়কৃত জমি স্ব স্ব ক্রেতাদের নামে রেকর্ড হয়। অবশিষ্ট .১৯৭৫ একর জমি আমার নামে রেকর্ড হয়। যার ডিপি নং ১৯৪ এবং .০১ একর জমি আমার চাচীর নামে রেকর্ড হয় যার ডিপি নং ৯০৯। উক্ত জমিতে ১৯৮৫ সাল থেকে বিক্রয়কৃত ক্রেতাগণ আমি ও আমার পরিবার বাড়ী-ঘর নির্মাণ করে বসবাস করে আসছি।
এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্যের ছেলে গত ৪/১১/১৫ তারিখ ৩৪৬৬ নং পাওয়ার অফ এ্যার্টনী দলিল মূলে এসএ ৫৭ নং খতিয়ানে .৫০ একর জমি গ্রহণ করেন। যা (খ) তফসিল ভূক্ত অর্পিত সম্পত্তি। পাওয়ার অফ এ্যার্টনী নেওয়ার পর এমপি’র ছেলে ও তার লোকজন আমাদের বসতবাড়ী ভাংচুর করে আমার বসত ঘরের চারিপাশে সিমানা প্রাচীর নির্মাণ করায় আমি ও আমার পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছি।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অবরুদ্ধ অবস্থার প্রতিকার চান।

Thursday, February 11, 2016

কপিলমুনিতে সরস্বতী হাটে বিদ্যার্থীদের পদচারণা

অন্য বারের তুলনায় দামটা একটু বেশি, দামের সাথে ক্রেতার সংখ্যাও বেশি। দাম যতো বেশিই হোক না কেন বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা কিনতেই হবে। বিদ্যার এ দেবীকে পরম শ্রদ্ধায় ঘরে নিতে পাইকগাছার কপিলমুনির সরস্বতীর হাটে বিদ্যা প্রার্থীদের এ পদচারণা।
স্থানীয়রা জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় পাইকগাছার কপিলমুনিতে শুভ্রবসনা, সুরেশ্বরী ও বিদ্যার দেবী সরস্বতী পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। সে লক্ষে কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি চত্বরে বসেছে সরস্বতী প্রতিমার হাট, তাই হিড়িক পড়েছে প্রতিমা কেনার।
বুধবার সরস্বতীর এ হাটটিতে ছবি তুলতে গেলে চোখে পড়ে সারি সারি প্রতিমা সাজানোর এক অপরুপ সৌন্দর্য্যরে দৃশ্য।



এবার পূজার আয়োজন করেছে কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ, কপিলমুনি মেহেরুন্নেছা বলিকা উচ্চ বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া ব্যক্তি উদ্যোগেও শিক্ষার্থীদের বাড়ীতে বাড়ীতে পূজার আয়োজন করা হয়েছে।
পূজাকে সামনে রেখে স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা সরস্বতীর এ হাটে এসে প্রতিমা কিনছেন। প্রতিমা বিক্রেতা সত্তরোর্ধ গোষ্ট পাল এ প্রতিবেদককে বলেন, এবার প্রতিমা গুলো নড়াইল থেকে পাইকারী মূল্যে আমদানী করেছি, তাই দামটা একটু বেশি। বড় গুলো ১০০০ থেকে ১৫০০, আর ছোট গুলো ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছি।
সরস্বতি প্রতিমা কিনতে আসা ছাত্র সোৗমিত্র মিত্র বলেন, বিদ্যার দেবী সরস্বতী তাঁকে পূজা করে দেবী সন্তুষ্ট হলে আমাদের বিদ্যা ও বুদ্ধি বাড়বে। তাই আমরা প্রতি বছর এ পূজার আয়োজন করি।
--পলাশ কর্মকার, কপিলমুনি, পাইকগাছা।