Monday, May 4, 2015

পাইকগাছা-আঠারমাইল সড়কে যাত্রীবাহী বাস উল্টে খাদে; আহত ২৫

পাইকগাছা-আঠারমাইল সড়কে যাত্রীবাহী বাস পাল্টি খেয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে পাইকগাছা-তালা সীমান্তের ঘোষনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

পাইকগাছা-আঠারমাইল সড়কটি বর্তমানে চলাচল উপযুক্ত ! রাস্তা যেহেতু ভালো তাই ড্রাইভিংয়ের সময় গতিসীমা লঙ্ঘনের ঘটনাও ঘটে অহরহ। আর এটিই হাঠাৎ করে পাইকগাছা-আঠারমাইল সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম কারণ !

ছবি তুলেছেন :: রানা ঘোষ
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, পাইকগাছা পৌর বাসস্ট্যান্ড থেকে খুলনা অভিমুখে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছানোর পর বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী মোটরসাইকেলকে পাশ কাটাতে গেলে যাত্রীবাহী বাসটি উল্টে খাদে পড়ে যায়। 

এ ঘটনায় পাইকগাছা-কয়রা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি অন্দ্রিয় ডি রোজারিও, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টুর কন্যা মুনমুন রহমান‘সহ কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়। আহতদের তাৎক্ষনিকভাবে কপিলমুনি ও তালা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অধিকাংশই পাইকগাছার বাসিন্দা বলে জানিয়েছেন আন্দ্রিয় ডি রোজারিও।

ছবি তুলেছেন :: রানা ঘোষ