Monday, June 17, 2013

পাইকগাছায় দলিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

পাইকগাছায় দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা প্রকল্পের উদ্যোগে দলিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পরিত্রান আঞ্চলিক অফিস ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিত্রানের আঞ্চলিক সমন্বয়কারী আসাফুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত এসএম শহীদুল্লাহ, বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ কুমার দাশ ও বিজয় দাশ। অনুষ্ঠানে ২১ শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

ভবন ও জনবল সংকটে ব্যহত হচ্ছে লতা ইউনিয়নের স্বাস্থ্যসেবা

পাইকগাছায় ভবন ও জনবল সংকটে ব্যহত হচ্ছে অবহেলিত লতা ইউনিয়নের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা। সেবার মান বৃদ্ধি করতে অবিলম্বে ভবন নির্মাণ ও জনবল নিয়োগের দাবী জানিয়েছে এলাকাবাসী। 

সুত্রমতে, উপজেলার অবহেলিত ও যোগাযোগ বিচ্ছিন্ন ইউনিয়নের আরেকনাম লতা। ইউনিয়নটি একদিকে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন অপরদিকে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরত্বে। ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ইউনিয়নের ২০ হাজার মানুষ। ইউনিয়নের কাঠামারি বাজারে দীর্ঘদিনের পরিবার পরিকল্পনা সেবার জন্য একটি ভবন থাকলেও সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের একটি কক্ষ ব্যবহার করা হলেও জনবল সংকটের কারনে ব্যহত হচ্ছে সেবা।

সপ্তাহে দু’দিন কর্মরত থাকেন একজন ডাক্তার। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য জানান ১২ জন ডাক্তারের স্থলে বর্তমানে কর্মরত রয়েছে ৪ জন ডাক্তার। ফলে একজন ডাক্তার দায়িত্ব পালন করেন ৩টি ইউনিয়নে।

সংশ্লিষ্ট ইউনিয়নের কর্মরত ডাক্তার শাহানারা বেগম লতা, দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে সপ্তাহে দু’দিন করে দায়িত্ব পালন করেন। জনবল সংকট নিরসন হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্টর যোগদান

পাইকগাছায় জনবল সংকটাপন্ন ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ হলো আরও একজন ডাক্তার। সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসাবে যোগদান করেন এফসিপিএস ডাক্তার ডালিয়া। এর আগে তিনি মেডিকেল অফিসার হিসাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত থেকে সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ প্রভাত কুমার দাশ। যোগদান করার ফলে চিকিৎসাসেবা নিয়ে আশার আলো দেখা গেলেও যেকোন মুহুর্তে চলে যেতে পারেন এমন আশংকায় রয়েছেন এলাকাবাসী।

পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও পর্যাপ্ত জনবলের অভাবে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছিল। গাইনী বিভাগের মত একটি গুরুত্বপূর্ণ বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসাবে একজন মহিলা ডাক্তার যোগদান করায় মহিলাদের স্বাস্থ্যসেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে জানান।

তবে প্রত্যন্ত অঞ্চলে তিনি কতদিন থাকবেন তার উপর নির্ভর করছে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি বাস্তবায়নে তিনি কর্মস্থলে বহাল থাকবেন এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

পাইকগাছায় চাষীদের মাঝে ব্র্যাকের নগদ অর্থ প্রদান

পাইকগাছায় উন্নত শস্য ব্যবস্থাপনা ও শস্য বিন্যাস প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের উদ্যোগে উপকারভোগী আমন চাষীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে ব্র্যাক পাইকগাছা কেন্দ্রে উপজেলা ব্যবস্থাপক সুজয় কুমার সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, বক্তব্য রাখেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহম্মদ আলী, প্রোগ্রাম অর্গানাইজার গোলজার রহমান, টেকনিশিয়ান আকাইদ হোসেন ও তন্ময় মন্ডল। অনুষ্ঠানে চাষ, বীজ, সার ও কীটনাশক বাবদ ৭০ জন আমন চাষীদের মাঝে প্রত্যেককে ৭৮০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

ব্র্যাকের দরিদ্র শিশুর উপস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের অতি দরিদ্র শিশুর উপস্থিতি বিষয়ক স্কুল ম্যানেজিং কমিটির এক মতবিনিময় সভা রোববার সকালে দক্ষিন্ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রকল্পের উদ্যোগ ও এ্যাডভোকেসি ফর সোস্যাল চেইনঞ্জ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী সরদার, বিশেষ অতিথি ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রকল্পের জেলা ব্যবস্থাপক মুনতাসির মামুন, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, ইউপি সদস্য জালাল আহমেদ। বক্তব্য রাখেন, শিক্ষক আলী মুনসুর খাঁ, মোনায়েম আলী, তাসলিমা খাতুন, উপজেলা যোগাযোগ কর্মী মোঃ আবু সাঈদ, রেহানা খাতুন, মাহফুজা বেগম, ময়না বেগম, ফাতেমা বেগম ও মাজেদা বেগম।

শুভ বাবা দিবস !

''মা’' এর মতো ''বাবা''ও ছোট্ট একটি শব্দ, অথচ এর ব্যাপকতা বিশাল। ''বাবা'' ডাকটার মাঝেই লুকিয়ে থাকে গভীর ভালবাসা, নিরাপত্তা, নির্ভরতা। বিশ্ব বাবা দিবসে Voice of Paikgacha-এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবার প্রতি রইল অপরিসীম শ্রদ্ধা আর ভালবাসা।

চলুন, তাহলে দিনটি পালন করে ফেলুন ! বাবাকে বলুন, ভালবাসি বাবা, খুব ভালবাসি !